যেভাবে উইন্ডোজ ১০ এর টাস্কবার কাস্টোমাইজেশন করবেন

টিউন বিভাগ উইন্ডোস ১০
প্রকাশিত
জোসস করেছেন

ডেস্কটপ কম্পিউটারের জন্য সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ ১০। উইন্ডোজ ১০ এর একঘেয়ে টাস্কবার দেখতে দেখতে যদি আপনি বিরক্ত হয়ে থাকেন তবে এই টিউনটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার উইন্ডোজ ১০ এর টাস্কবার কে নিজের মতো করে কাস্টোমাইজ করে নিতে পারেন।

এর জন্য আমাদের দরকার হবে ছোট্ট একটা পোর্টাবল সফটওয়্যার। যার নাম TaskbarX.

  • গুগলে TaskbarX লিখে সার্চ করে প্রথম লিংকটি থেকে সফটওয়্যারটি প্রথমে নামিয়ে নিন।
  • সফটওয়্যারটি আনজিপ করে ফোল্ডারটি আপনার সি ড্রাইভের Program Files (x86) ফোল্ডারে কপি করে নিন।
  • তারপর TaskbarX ফোল্ডারটি ওপেন করে সেখানে নিচের দিকে TaskbarX.exe ফাইলে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটি চালু হয়ে যাবে।
  • এরপর ইচ্ছামত কাস্টোমাইজ করতে TaskbarX Configerator.exe এই ফাইলটি চালু করে ইচ্ছামত সাজিয়ে নিন আপনার টাস্কবার।

বুঝতে অসুবিধা হলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। ধন্যবাদ

Level 1

আমি শহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস