খুব সহজ ও সম্পূর্ণ বৈধ ভাবে Download করে নিন Windows 10 এর অফিসিয়াল অরিজিনিয়াল Windows 10 ISO File. ভিডিও তে খুব সুন্দর ভাবে দেখান হয়েছে কিভাবে সরাসরি #Microsoft এর অফিসিয়াল Web Site থেকে কিভাবে ISO File টি Download করে নিতে পারবেন। আশাকরি সমস্যা হবে না। যেহেতু অফিসিয়াল ভাবে বিনামূল্যে Windows 10 এর ISO ফাইল টি পাচ্ছেন তাহলে কেন এত রিস্ক নিয়ে Unofficial 10 চালাবে। তবে বলে রাখা ভালো এটা দিয়ে আপনি সেটাপ করতে পারবেন। তবে OEM license প্রয়োজন হলে কিনে নিতে পারবেন। সকলের মতামত জানাবেন। কোন প্রশ্ন থাকলে নিরধিয়ায় জানাতে পারেন। পরবর্তী টিউটোরিয়াল এ দেখাব কিভাবে #USB # Boot করবেন এবং কিভাবে Windows সেটাপ দিবেন। এটার টিউমেন্ট ও চাহিদা মত হাজির হব আগামী পর্বে।
বিঃদ্রঃ এর আগে কেবল মাত্র আমার পার্সোনাল চ্যানেল এ ভিডিও টি পাবলিশ হয়েছে।
Source - https://www.youtube.com/watch?v=0YHewNvtrWo
আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)