কম্পিউটার অবশ্যই আমাদের লাইফকে অনেকটাই সহজ করে দিয়েছে। আমাদের অনেক অনেক কাজ এখন কম্পিউটারই করে দেয়। তো কাজগুলো কম্পিউটার কিভাবে করে? অবশ্যই সফটওয়ারের সাহায্যে। সফটওয়্যার না থাকলে ঐ কম্পিউটার তো কোন কাজেরই না। ছোটবেলায় পড়তাম না, সফটওয়্যারগুলো হচ্ছে একটা কম্পিউটারের প্রাণ।
এখন একটু চিন্তা করুন, একজন নরমাল কম্পিউটার ইউজার হিসেবে আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করি? মিডিয়া প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ওয়েব ব্রাউজার, টেক্সট এডিটর ইত্যাদি সফটওয়্যারগুলো উইন্ডোজের সাথেই দেওয়া থাকে। আর থার্ড পার্টি কি কি সফটওয়্যার ইউজ করি? ফটো এডিটর, অডিও/ভিডিও এডিটর, ফাইল কনভার্টার এগুলাই তো।
ফটো কিংবা অডিও/ভিডিও এডিট করার জন্য অ্যাডোবির সফটওয়্যারগুলো জনপ্রিয়। কিন্তু অ্যাডোবির এই সফটওয়্যারগুলো অনেক ভারী এবং বিগিনার ইউজারদের কাজ করার জন্য কিছুটা কঠিন। তাই নরমাল ইউজাররা অনেকেই এগুলার বিকল্প খুঁজেন।
তাই আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো NCH Softwares এর সাথে। যেখানে আপনি পাবেন অসংখ্য কাজের সফটওয়্যার। যেগুলো একই সাথে খুব ছোট, ফাস্ট, এবং কাজ করতে সহজ।
NCH SOFTWARES মূলত একটি সফটওয়্যার কোম্পানি যা উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার প্রোভাইড করে থাকে। তবে রিসেন্টলি তারা তাদের অনেক অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্যও রিলিজ করছে। বিভিন্ন কাজের জন্য তাদের কাছে রয়েছে এরাউন্ড 50-60 টির মতো সফটওয়্যার। এই লিঙ্ক ভিজিট করে তাদের ওয়েবসাইট থেকে সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলো ডাউনলোড করতে পারবেন।
এই সফটওয়্যারগুলোর বৈশিষ্ট হচ্ছে এগুলোর সাইজ খুবই ছোট। কেমন ছোট একটু ধারণা দেই। যেখানে ফটো এডিট করার জন্য অ্যাডোবি ফটোশপের সাইজ অলমোস্ট ২ জিবির মতো, সেখানে NCH PhotoPad ফটো এডিটরের সাইজ মাত্র ৫ এম্বির ভিতরে। তার সাথে এই সফটওয়্যারগুলো খুবই ফাস্ট। জাস্ট ১ সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যায়, ১ সেকেন্ডের মধ্যে ইন্সটলও হয়ে যায়। সফটওয়্যারগুলোর ইউজার ইন্টারফেস খুবই সাধাসিধে যার ফলে কোন কাজও ইজিলি করে ফেলা যায়।
তাই যাদের কম্পিউটার এর কনফিগারেশন কম বা কাজের স্কিল বিগিনার লেভেলের বা ছোটখাট কাজ সহজেই করে ফেলতে চান তাদের জন্য এই সফটওয়্যার খুব কাজের হবে বলে আমি মনে করি।
এত এত সফটওয়্যার, সবগুলা তো আর ইন্সটল করে ফেলে রাখা যায় না। তাই এগুলোর মধ্যে যেগুলো বেশি দরকারি সেগুলোর একটা লিস্ত টপ সফটওয়্যারে ইনক্লুড করে দিচ্ছি। তাছাড়া তাদের ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজন অনুসারে যেকোন সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।
বেসিক ইমেজ এডিট করার জন্য Photopad একটি বেস্ট ইমেজ এডিটিং সফটওয়্যার। এটা দিয়ে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না ঠিকই কিন্তু আপনার নিজের ছবি গুলো ভালোভাবেই এডিট করে নিতে পারবেন। বেসিক ব্রাইটনেস কনট্রাস্ট কনট্রোল, রিসাইজিং, ফটো ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড রিপ্লেস, HDR ইফেক্ট, ছাড়াও আরও অনেক ফিচার রয়েছে। একবার ডাউনলোড করে ইউজ করেই দেখুন। ডাউনলোড সাইজ মাত্র ২.১৫ এম্বি।
অডিও এডিট করার জন্য অনেকেই Audacity ইউজ করেন। কিন্তু আমি পারসোনালি এই সফটওয়্যারটি ইউজ করি। আমার কাছে এটা Audacity এর চেয়েও বেস্ট মনে হয়। আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে এই সফটওয়্যারটিও ইউজ করে দেখতে পারেন। প্রায় সকল অডিও ফরম্যাট সাপোর্টেড এই সফটওয়্যারটি দিয়ে আপনি অডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন, অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন, আর অডিও এডিটিংয়ের বেসিক কাজ তো একদম ইজিলি করে ফেলতে পারবেন।
অনেকের পিসি লো কনফগারেশনের হওয়ায় ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন না। কারণ ভিডিও এডিটরগুলো খুব ভারী হয়। তাই তারা এমন সফটওয়্যার খুঁজেন যেগুলোতে ফিচার কম থাকলেও কম্পিউটারে ঠিকঠাক রান করতে পারে। VideoPad হলো এরকমই একটি সফটওয়্যার। যেটা দিয়ে আপনি বেসিক ভিডিও এডিটিংয়ের সকল কাজ আরামসে করে ফেলতে পারবেন। বেসিক ছাড়াও অ্যাডভান্স অনেক ফিচার রয়েছে। একবার ডাউনলোড করে ইন্সটল করেই দেখুন।
ফাইল জিপ আনজিপ করার জন্য মোস্ট পপুলার দুইটি সফটওয়্যার হলো Winrar এবং 7-Zip. বাট আপনি চাইলে ইউনিক স্ট্যাটাস বজায় রাখতে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। চরম ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি এই সফটওয়্যারটিতে আপনি অন্যান্য ফাইল কম্প্রেসরগুলোর চাইতে এক্সট্রা কিছু ফিচার পাবেন। এটা দিয়ে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে ফাইল এনক্রিপ্ট করেও রাখতে পারবেন। তাছাড়া এটা প্রায় সকল আর্কাইভ ফাইল ফরম্যাট সাপোর্ট করে।
প্রায় সময়ই আপনার পিসির স্ক্রীন রেকর্ড করার প্রয়োজন পরে। আর আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন তাহলে তো অবশ্যই আপনার একটি ভালো স্ক্রীন রেকর্ডারের প্রয়োজন পরবে। ভারী সফটওয়্যারগুলো স্ক্রীন রেকর্ড করলে অন্যান্য কাজ করার সময় কম্পিউটার কিছুটা স্লো কাজ করে। তাই আপনার দরকার একটি হালকা ফাস্ট সফটওয়্যার। আর তাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন Debut স্ক্রীন রেকর্ডার।
উপরে মাত্র কয়েকটা সফটওয়্যার উল্লেখ করলাম। কিন্তু এগুলো ছাড়াও অনেক কাজের সফটওয়্যার রয়েছে। যেমনঃ- স্লাইডশো মেকার, ইমেজ/অডিও/ভিডিও কনভার্টার আরও অনেক কিছু। আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করলেই বুঝতে পারবেন। NCH SOFTWARES এর সফটওয়্যারগুলোকে আমি একটি লাইন দিয়েই বর্ণনা দিতে পারি। টিনি, ফাস্ট এন্ড ইজি।
এরকম আরও টিউন করতে আমার প্রোফাইল ফলো করতে পারুন। আর এই টিউনটি ভালো লাগলে টিউনটিতে একটা জোশ করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আমি রাকিব রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার কিছুই করতে পারে না, জাস্ট আপনার প্রশ্নের উত্তর দিতে পারে। -পাবলু পিকাসু