স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করুন আপনার উইন্ডোজ পিসি

অনেক সময় আমাদের মনে হয়ে থাকে যে আমরা যদি আমাদের স্মার্টফোন দ্বারা আমাদের পার্সোনাল কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে কতই না ভালো হত। এরকম চিন্তা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে আজকের এই এপিসোডটি আপনার জন্য। প্রযুক্তিকথন টিম হাজির হয়েছে আপনার ইচ্ছা পূরণ করতে।

আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো কিভাবে স্মার্টফোন দিয়ে আপনি আপনার উইন্ডোজ পিসি নিয়ন্ত্রণ করতে পারবেন। বলে রাখা ভালো এটি করার জন্য আপনার উইন্ডোজ ৮ কিংবা উইন্ডোজ ১০ হতে হবে। এর আগের সংস্করণগুলোয় এটি কাজ নাও করতে পারে।

এটি করার জন্য আপনাকে ইন্সটল করতে হবে 'Microsoft Remote Desktop' এই নামক একটি অ্যাপ। আজকের এই এপিসোডে আমরা দেখবো কিভাবে অ্যাপটি কনফিগার করতে হবে তার প্রতিটি ধাপ যা সম্পন্ন করার পর আপনার পিসি চলে আসবে আপনার ফোনের নিয়ন্ত্রণে। এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনি পিসির বিভিন্ন সফটওয়্যার অথবা ফাইল খোলা, ভিডিও দেখা সহ বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন।

প্রথমে আপনাকে আপনার পিসির জন্য 'Microsoft Remote Desktop' নামাতে হবে। এর জন্য চলে যেতে হবে https://www.microsoft.com/en-in/download/details.aspx?id=50042 এই ওয়েবসাইটে।

এই সাইটে আসলেই একটি বড় লাল বাটন দেখতে পারবেন 'Download' নামে। সেখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল করে নিন।

ইন্সটল করা শেষে আপনাকে পিসি নেইম এবং ইউজার নেইম প্রদান করা হবে।

পিসি কনফিগার করা শেষ। এবার আপনার মোবাইলের পালা। প্লেস্টোরে চলে যান। সার্চ করুন 'Remote Desktop' লিখে।

মোবাইলে অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করুন। 'Accept' বাটনে ক্লিক করুন।

'Accept' এ ক্লিক করার পর আপনি একটি প্লাস সাইন দেখতে পারবেন

প্লাস সাইনে ক্লিক করে 'Add PC' লেখাটিতে ক্লিক করুন।

এবার আপনাকে বলা হবে পিসি নেইম এবং ইউজার নেইম প্রবেশ করানোর জন্য।

পিসি সফটওয়্যারটি ইন্সটল করার সময় যে নেইম আপনাকে দেয়া হয়েছে তা এখানে লিখুন save বাটনে ক্লিক করুন তারপর মোবাইলে এমন একটি উইন্ডো ওপেন হবে।

কম্পিউটার আইকনটিতে চাপ দিন এবং 'CONNECT' এ ক্লিক করুন।

সাথে সাথেই আপনার পিসি এবং মোবাইলের সংযোগ ঘটবে। আপনি আপনার পিসির স্ক্রিন দেখতে পারবেন আপনার মোবাইলে। এখন আপনি বসে বসে মোবাইলেই আপনার পিসির কাজ করতে পারবেন।

এই পিসি মোবাইলের সংযোগ কি করে ঘটাবেন তার বিস্তারিত দেখতে নিচের ভিডিওটি দেখুন

https://www.youtube.com/watch?v=9x-5HpF2NUY

ধন্যবাদ।

Level 0

আমি ওহে ওহে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস