আমরা পিসিতে বিভিন্ন ফোল্ডার হাইড করার জন্য নানা রকম পদ্ধতি ব্যবহার করে থাকি। কিন্তু কোন পদ্ধতি পারফেক্ট না সবগুলোতেই কোনো না কোনোভাবে ফোল্ডার আবার দেখা যায়। কিন্তু আমি যে পদ্ধতি দেখাবো তাতে যদি কেউ আপনার ফোল্ডারের নাম না জানে তাহলে কোনোভাবেই বের করতে পারবেনা। আমরা শুধু একটা শব্দ ব্যবহার করব আর ফোল্ডার হাইড হয়ে যাবে। আবার আনহাইড করতে হলেও ওই একই শব্দ ব্যবহার করব। মাত্র কয়েক সেকেন্ডেই এটা করা যাবে বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে। In command prompt we will type attrib and then +h +s +r folder name
আমি শাহেদ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।