কারো কারো কম্পিউটারে একটি মাত্র ড্রাইভ আছে যেটি হল অপারেটিং সিস্টেমের ড্রাইভ (C Drive)। কোন কারনে কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অথবা কোন কারনে অপারেটিং সিস্টেম পুনরায় সেটআপ দেওয়া প্রয়োজন হলে। একটি ড্রাইভ থাকাতে এবং সেটি অপারেটিং সিস্টেম ড্রাইভ হওয়ায় ড্রাইভ ফরম্যাট দিতে হলে গুরুত্বপূর্ণ ডাটা হারাতে হতে পারে।
আবার যাদের একাধিক ড্রাইভ (C:, D:, E: ইত্যাদি) আছে তাদের ক্ষেত্রে একটি বড় ড্রাইভের মধ্যে সকল ডাটা থাকলে প্রয়োজনীয় ডাটা খুঁজে বের করা বা সার্চের মাধ্যমে বের করে নিয়ে আসা অধিকতর সময় সাপেক্ষ হয়। তাই ডাটার প্রকৃতি/ধরন অনুসারে ভিন্ন ভিন্ন ড্রাইভ তৈরি করা হলে ডাটা খুঁজে পাওয়া সহজ হয় ও ডাটাগুলো সুরক্ষিত থাকে।
চলুন শিখে নিই কিভাবে অপারেটিং সিস্টেমে প্রয়োজন মোতাবেক নতুন ড্রাইভ তৈরি করা যায়।
ভিডিও এর মাধ্যমে সহজে জানতে প্রবেশ করুন উইন্ডোজে নতুন ড্রাইভ তৈরি করুন লিঙ্কে।
১। অপারেটিং সিস্টেমের ম্যানেজমেন্ট এ প্রবেশ করুন।
২। যে ড্রাইভ থেকে জায়গা নিয়ে নতুন ড্রাইভ তৈরি করবেন সেটাকে Shrink করুন।
৩। বের হয়ে আসা Unallocated space এ নতুন ড্রাইভ তৈরি করুন।
ভিডিও লিঙ্কঃউইন্ডোজে নতুন ড্রাইভ তৈরি করুন।
ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন
আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।