কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় ডাটা/ফাইল অটোমেটিক মুছে যাবে, কম্পিউটার গতি বাড়ান খুব সহজে

    অটোমেটিক (Automatically) অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে, আপনার কম্পিউটার ফাস্ট হবে। আজই শিখে নিন।

  • আমরা বেশির ভাগ ব্যবহারকারী কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার জন্য CClener অথবা অন্য কোন সফট্ওয়ার ব্যবহার করে থাকি এবং মাঝে মাঝে এই সফট্ওয়ারের সাহায্যে ম্যানুয়ালী অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করি।
  • আমরা অনেক জানি না Windows 10 অপারেটিং সিস্টেমে ধারুন একটি ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমে আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল নির্দিষ্ট সময়ে অটোমেটিক ডিলিট হবে। আপনার হার্ড-ডিস্কের মূল্যবান স্টোরেজ জায়গা Save করবে এর ফলে আপনার কম্পিউটারের গতিও বৃদ্ধি পাবে।
  • ম্যানুয়ালি খুঁজেঁ খুঁজেঁ অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করার জন্য মূলবান সময় নষ্ট হবে না। আপনার নির্দিষ্ট করে দেয়া সময়ে কম্পিউটার নিজে নিজে অপ্রয়োজনীয় ফাইল মূছে দিবে।
  • আমি বলছি Windows -10 এর Storage Sense এর কথা, এই ফিচারটি অনেকটা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মত কাজ করে। আপনার হার্ডডিস্কের স্পেস Save করে পিসির গতি ঠিক রাখতে ধারুন ভুমিকা রাখে। আমি অনেক দিন ধরে এই ফিচারটি ব্যবহার করছি।

 

  • নিচে সুবিধিগুলো তুলে ধরা হল:
    ০১. নির্দিষ্ট করে দেওয়া সময়ে অটোমেটিক Junk File ডিলিট করবে।
    ০২. Recycle Bin এর ডাটা অটো ডিলিট করবে।
    ০৩. অপ্রয়োজনীয় Download করা ফাইল অটো ডিলিট করবে (আপনি সময় সেট করে দিতে পারবেন)
    ০৪. কাজটি বার বার করার প্রয়োজন নাই, একবার সেট করে দিলে আপনার পিসি অটোমেটিক কাজ করবে।
    ০৫.অতি:রিক্ত কোন সফট্ওয়ারের প্রয়োজন নেই, Windows-10 এর মধ্যে ফিচারটি রয়েছে।
    ০৬. হার্ডডিস্কের জায়গা খালি করে কম্পিউটারে গতি বৃদ্ধি করে।
    এই ফিচারটি শুধুমাত্র Windows -10 অপারেটং সিস্টেমে রয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে Storage Sense আপনাদের কম্পিউটারে কিভাবে চালু করবেন।

Windows Start>Setting>System>Storage Sense এখানে গিয়ার বাটন অন করে দিতে হবে।

আপনারা জানেন এসব বিষয় লিখে তুলে ধরা খুব কষ্টকর। ভিডিওর মাধ্যমে খুব সহজে ধাপে ধাপে বিষয়টি দেখালে সবাই এই গুরুত্ত্বপূর্ণ কাজটি খুব সহজে করতে পারবেন। নিচের ভিডিওতি বিস্তারিত দেখানো হলো।
আপনাদের এ বিষয়ে কোন সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি সর্বাত্ত্বক সহযোগিতা করব।

 

জীবন রক্ষাকারী এমএস এক্সেল টিপস্ এন্ড ট্রিকস্, সবারই জানা অতি প্রয়োজন, নিজের মহা-মূল্যবান সময় বাঁচান

 

 

আপনি যদি একজন প্রযুক্তি প্রেমিক হোন, তাহলে দেখতে পারেন।
https://shorturl.at/dDKOZ

 

 

 

 

 

 

 

Level 1

আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস