*শুধুমাত্র শিক্ষামুলক উদ্দেশ্যে শেয়ার করা হল*
বাংগালির স্বভাব হল ফ্রি খাওয়া! আমিও এর বেতিক্রম না! 😛 বাংগালি বলে কথা! 😀 😀
যাই হোক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাংলালায়ন এর জন্য ফ্রি ইন্টারনেট। 🙂
আপনারা সকলেই জানেন যে ২০১৩ সালের দিকে বাংলালায়ন এর ভিপিএন এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যেত। কিন্তু এই প্রসেস অনেক আগেই বন্ধ হয়ে গেছে এবং এটা সারাজীবনের জন্যই বন্ধ হয়ে গেছে। 🙁
তাই বলে আমরা কি বসে থাকব? না। বাঙালি বসে থাকার মানুষ না। বাংলালায়নের ফ্রি ইন্টারনেট বন্ধ হবার পর থেকেই দেশের টপ ক্লাস হ্যাকাররা নতুন নিয়ম বের করার জন্য চেস্টা করে যাচ্ছিল।
ফ্রি ইন্টারনেট ব্যবহার এর নতুন একটা নিয়ম নিয়ে কিছুদিন আগে টেকটিউনস এ একজন ভাই টিউন লিখেছিলেন। তিনি মুলতঃ একটি টানেল সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বাংলালায়নে ফ্রি নেট ব্যবহার এর কৌশল জানিয়েছিলেন।
দুর্ভাগ্যবশত সেটিও গতকাল রাতে বন্ধ করে দেয়া হয়। :(:(
তবে চিন্তার কোনো কারণ নেই! 😀 আমি আছি কিজন্য?;) গতকাল সারারাত চেস্টার পর আজ সকালের দিকে আমি বাংলালায়ন এ ফ্রি নেট চালাতে সক্ষম হই।
মুলতঃ এখনকার ফ্রি নেটটি হল BTS ID চেঞ্জ এর মাধ্যমে কাজ করে। আশা করি এটি অনেকদিন কাজ করবে।
এই টিপসটি সম্পুর্ন আমার নিজের। অনেক কস্ট করে এই টিপস অনুযায়ী একটা সফটওয়্যারও বানিয়েছি।
নিচের থেকে সফটোয়ারটি ডাউনলোড করে নিন। বাংলালায়ন এর রাউটার, মডেম এবং Mirage ডিভাইসে এটি কাজ করবে। শুধু Pocket Router বাদে সবখানে চলবে।
২) এরপর ইনস্টল দিন।
নোটঃ যেহেতু এটা একটা হ্যাকিং সফটওয়্যার, এজন্য এন্টিভাইরাস সমস্যা করতে পারে। নিশ্চিন্তে Antivirus Disable করে ইন্সটল করতে পারেন। 🙂
৩) Start Menu তে দেখুন বিড়ালের একটা আইকন আছে। 😛 সেখানে ক্লিক করুন।
৪) মোডেম/রাউটার/Mirage Device লাগিয়ে Scan now এ ক্লিক করুন।
নোটঃ- মডেমের ক্ষেত্রে IP Address এর ঘর খালি রাখবেন। রাউটার ব্যবহার করলে 192.168.1.1 অথবা আপনার গেটওয়ে এড্রেস দিন।
৫) কয়েক মিনিট সময় লাগবে। অপেক্ষা করুন।
৬) Change current এ ক্লিক করুন।
৭) Done!! লেখা আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন!
8) মডেম খুলে আবার লাগান। ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যে কানেকশন পেয়ে যাবে! 😀
নোটঃ- একাউন্ট যদি ১ MBPS হয় তাহলে ১ MBPS –ই পাবেন, ২ MBPS হলে ২ MBPS। এর বেশিও পাবেন না, কমও পাবেন না। সফটওয়ারটা তাড়াহুড়ার মদ্ধ্যে বানিয়েছি। যদি কাজ না করে তাহলে মডেম খুলে আবার লাগান অথবা কম্পিউটার রিস্টার্ট দিবেন।
কেমন লাগলো জানাবেন। 🙂
টিউনটি Black Hat Hackerz Extreme গ্রুপ থেকে কপি করা হল। 🙂
আমি নিস্তব্ধ রাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।