উইন্ডোজ এইটে বাংলালায়ন মডেমের ড্রাইভার সমস্যার সমাধান

উইন্ডোজ এইটে বাংলালায়ন মডেমগুলো ব্যবহার করা গেলেও কিছু সমস্যা থেকেই যায়। যেমনটা হয়েছিল আমার ক্ষেত্রে। আমার Beceem WU216 মডেমটা কম্প্যাটিবিলিটি মোডে ড্রাইভার ইন্সটল নিলেও ঝামেলা হত কানেক্টেড থাকার ২/৩ ঘণ্টা পরে। ব্লু স্ক্রিন দেখিয়ে পিসি বসে যেত। প্রথম প্রথম ধরতেই পারছিলাম না সমস্যাটা কোথায়। কয়েকবার উইন্ডোজ রিইন্সটল করার পরেও কোন লাভ হচ্ছিল না। শেষে নানান ঝামেলার পর ডাম্প অ্যানালাইসিস করে দেখলাম মডেমের ড্রাইভারটাই কাল্প্রিট। সারাদিন গুগলিং করেও কোন ড্রাইভার পেলাম না এই অখ্যাত মডেমের জন্য। আনইন্সটলও করতে পারছিলাম না। পরে এক বন্ধুর কাছে জানতে পারলাম যে বাংলালায়ন ZTE WIXUBB-116 মডেমের সাথে একটা বিশেষ ড্রাইভার দিচ্ছে যেটা বাংলালায়নের পুরোন সব মডেলের মডেম সমর্থন করে। ভাবলাম ইন্সটল দিয়েই দেখি। ইন্সটল করার পরে মনটা ভাল হয়ে গেল। এখন আমার উইন্ডোজ এইট 64-বিটে WU216 মডেমটা চলছে স্বাভাবিকভাবেই।

Banglalion ZTE WIXUBB-116

আরও অনেকেই এই সমস্যায় ভুগছেন, তাই নতুন ড্রাইভারটা শেয়ার করলাম।

ডাউনলোড লিঙ্ক- http://sdrv.ms/Wg2e9Z

ডিস্ক্লেইমার:

  1. সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন।
  2. নতুন ড্রাইভার/কানেকশন ম্যানেজার ইন্সটলের আগে আগেরটা অবশ্যই আনইন্সটল করে নিতে হবে।
  3. ড্রাইভারটির স্বত্ব বাংলালায়নের।

কৃতজ্ঞতা:

Level New

আমি মেসবাউল হক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস