বাংলালায়ন এর যে কোন ইউজার নেম এর পাসওয়ার্ড কিভাবে পাব ???

 

সবাই আমার সালাম নিবেন ।আশা করি সবাই ভালো আছেন ।আমি আপনাদের কাছে একটু সাহায্যের জন্য অনুরোধ করব ।

আমি বাংলালায়ন মডেম ব্যাবহার করি । আমি আপনাদের কাছে জানতে চাই যে, যদি কোন আইডির ইউজার নেম এবং মেক নাম্বার জানা থাকে তাহলে ঐ আইডিটার পাসওয়ার্ড কিভাবে বের করতে পারব ?

যদি কোন ভাইয়ের অথবা বোনের জানা থাকে তাহলে দয়াকরে একটু সহায়তা করুন ।

আমি নতুন তাই ভুল কিছু লিখে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি ।

Level 0

আমি মাজহারুল ইসলাম মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Forgaot password en………..tarpor…mail check koren

forget password dile Security Question option ta ase but Security Question to jani na….what can i do? #Ashik

Apni nijer id er pass ber korte chaitesen naki onner ? 😀

dore nin onno joner ta @llxx_lord_xxll

Level 2

আপনি বাংলালায়ন কল সেন্টার এ ফোন দিন । আপনার ইউজার আইডি বলুন তারপর আপনার ওই ইউজার আইডির আন্ডারে যে নাম্বার রেজিস্ট্রেশান করা আছে সেনাম্বারে ওরাই একটা টেম্পোরারি পাসওয়ার্ড পাঠিয়ে দিবে ।

সেটা অবৈধ হবে
দুঃখিত, আপনাকে অবৈধ কাজে সাহায্য করতে পারছি না

আরে ভাই অন্যের পাসওয়ার্ড দিয়ে আমি কি করব ? আমার মডেমটা Bikroy.com থেকে কিনেছিলাম ।পাসওয়ার্ড মনে রাখতে পারিনা তাই নোটপেড এ লিখে রাখছিলাম ।কপাল গুনে পিসি ফরমেট দিতে হইছে ।সেই সাথে আমার পাসওয়ার্ড ও গেছে ।কাস্টমার কেয়ার এ গেলাম, তারা ভেরিফিকেশন করা ছাড়া পাসওয়ার্ড দিতে পারবে না ।যেহেতু আমার মডেম Bikroy.com থেকে কেনা সেহেতু আমার কাছে কোন ভেরিফিকেশন প্রশ্নের উওর তারা পায়নি ।আমি মালিকানা পরিবর্তন করি নাই । তাই কোন উওর আমার জানা নাই । প্রায় ৬ মাস আগে মডেম টা কিনছিলাম,যার কাছ থেকে কিনছি তাকেও আমি চিনিনা ।তার সাথে যে যোগাযোগ করব সেটার ও কোন উপায় নাই । আমি এখন কি করব ভাই আপনিই বলেন ??? কয়েকদিন আগে ১৪৯৯ টাকা রিচার্জ করছি । ভাই পারলে একটা Solution দেন ।সারা জীবন কৃতজ্ঞ থাকব । @llxx_lord_xxll

    Level 0

    @মাজহারুল ইসলাম মিথুন: Brother, আপনার সাথে যোগাযোগ করতে চাই। স্কাইপ বা WhatsApp দিলে ভাল হত। নাহয় ইমেইল এড্রেস দিন।