সবাইকে শীতের সকালের শুভেচ্ছা!
আজ আপনাদের সাথে ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করব, কিছুদিন আগে বাংলা লায়ন নিয়ে কিছু ভোগান্তির কথা আপনাদের জানিয়ে ছিলাম, তখন অনেক পাঠক সমস্যা সমাধানে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ।
বাংলা লায়ন কেয়ারে অনেক ঘুরাঘুরি করে যখন কোন কাজ হলনা তখন তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলাম, দফায় দফায় আলোচনার পর সর্বশেষ যা জানানো হল, তা হলঃ যেহেতু তারা ওয়্যারলেস নির্ভর সেবা প্রদান করছে তাই এর থেকে ভাল স্পীড পাবনা। কি আর করাব? মনটা খুব খারাপ হল। তারপরও ব্যাবহার করছিলাম কারন তাদের আনলিমিটেড প্যাকেজে ফেয়ার ইউসেজ পলিসি ছিল অন্য অপারেটরের তুলনায় ভাল। যেখানে অন্য সব অপারেটর আনলিমিটেড অফারের লিমিট ছিল ৩০ জিবি সেখানে বাংলা লায়নের ছিল প্রতিদিন ৪ জিবি, সে হিসেবে মাসে প্রায় ১২০ জিবি, শুধু এটা ভেবেই ব্যাবহার করছিলাম।
কিন্তু গতমাস থেকে বাংলালায়নও আনলিমিটেড অফারে লিমিটেড পলিসি নীতিতে চলার ঘোষণা দিল তাতে মেজেজটা গেল খারাপ হয়ে, দিলাম বন্ধ করে বাংলা বিলাই (বাংলা লায়ন) কে।
সিদ্ধান্ত নিলাম দেশের টাকা দেশে রাখার, কিনে ফেললাম টেলিটক ফ্ল্যাশ মডেম। ভাসতে লাগলাম বাঁধ ভাঙার জুয়ারে...
৭৮০ টাকা দিয়ে 512kbps স্পীডের ১০ জিবি প্যাকেজ নিয়েছি, স্পীড কেমন পাচ্ছি তার স্কিনশট দিলাম, Unbelievable...
সাথে বাংলা বিলাই এর স্পীডটেস্টের স্কিনশট, ভালমন্দ যাচাই করার দায়িত্ব আপনাদের। তবে আমি খুব Happyyyyyyyyyyyy !!
বাংলা বিলাই (512 kbps- Safari King)...
টেলিটক ফ্ল্যাশ ( D22- 512kbps)...
কমেন্ট করে জানাবেন, সবাই কে ধন্যবাদ।
আগের পোষ্টের লিঙ্ক...
আমি Hozaifa Bin Sadeque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
limited pack!!!!!!!!!!