Banglalion কিনবেন নাকি Telitalk 3G?

সবাইকে শীতের সকালের শুভেচ্ছা!

আজ আপনাদের সাথে ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করব, কিছুদিন আগে বাংলা লায়ন নিয়ে কিছু ভোগান্তির কথা আপনাদের জানিয়ে ছিলাম, তখন অনেক পাঠক সমস্যা সমাধানে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ।

বাংলা লায়ন কেয়ারে অনেক ঘুরাঘুরি করে যখন কোন কাজ হলনা তখন তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলাম, দফায় দফায় আলোচনার পর সর্বশেষ যা জানানো হল, তা হলঃ যেহেতু তারা ওয়্যারলেস নির্ভর সেবা প্রদান করছে তাই এর থেকে ভাল স্পীড পাবনা। কি আর করাব? মনটা খুব খারাপ হল। তারপরও ব্যাবহার করছিলাম কারন তাদের আনলিমিটেড প্যাকেজে ফেয়ার ইউসেজ পলিসি ছিল অন্য অপারেটরের তুলনায় ভাল। যেখানে অন্য সব অপারেটর আনলিমিটেড  অফারের লিমিট ছিল ৩০ জিবি সেখানে বাংলা লায়নের ছিল প্রতিদিন ৪ জিবি, সে হিসেবে মাসে প্রায় ১২০ জিবি, শুধু এটা ভেবেই ব্যাবহার করছিলাম।

কিন্তু গতমাস থেকে বাংলালায়নও আনলিমিটেড অফারে লিমিটেড পলিসি নীতিতে চলার ঘোষণা দিল তাতে মেজেজটা  গেল খারাপ হয়ে, দিলাম বন্ধ করে বাংলা বিলাই (বাংলা লায়ন) কে।

সিদ্ধান্ত নিলাম দেশের টাকা দেশে রাখার, কিনে ফেললাম টেলিটক ফ্ল্যাশ মডেম। ভাসতে লাগলাম বাঁধ ভাঙার জুয়ারে...

৭৮০ টাকা দিয়ে 512kbps স্পীডের ১০ জিবি প্যাকেজ নিয়েছি, স্পীড কেমন পাচ্ছি তার স্কিনশট দিলাম, Unbelievable...

সাথে বাংলা বিলাই এর স্পীডটেস্টের স্কিনশট, ভালমন্দ যাচাই করার দায়িত্ব আপনাদের। তবে আমি খুব Happyyyyyyyyyyyy !!

বাংলা বিলাই (512 kbps- Safari King)...

টেলিটক ফ্ল্যাশ ( D22- 512kbps)...

কমেন্ট করে জানাবেন, সবাই কে ধন্যবাদ।

আগের পোষ্টের লিঙ্ক...

যারা Banglalion WiMAX কিনতে চান তারা এদিকে আসুন!!

Level 0

আমি Hozaifa Bin Sadeque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

limited pack!!!!!!!!!!

vhi bangla lion er limited koto korechy.mane unlimited protidin jdi 4gb kory dai taholy akhon koto diyechy.cuz vhi amr telltalk er unlimited 25 gb 12 diny ses
ted pakg lagbohoye jai.tai amr unlimi

vhai 512kbs king er mane ki king man ki unlimited naki.r speed kemon thakbe akto dharona dity parben.vhi telltalk chaliye kono moja e nai.25 gb te kichoi hoy na

    @EASIN ARAFAT:
    Banglalion Safari king প্যাকেজের দাম হবে ১৫০০ টাকা, লিমিট পাবেন ৩৩জিবি, স্পীড তেমন ভাল না, খুবই খারাপ অবস্থা।

কথা ১০০% সত্য বাংলা লায়ন এর চেয়ে টেলিটক অনেক ফাস্ট…।

টেলিটক বাংলালায়ন থেকে অনেক ভাল।

😀 Thik amar moto amio banglaloin use kore birokto hoye gechi network connection bar bar cole jawar karone, tai rag kore market theke teletalk 3g niye aschi 10-15 din dhore use korchi connection loss er kono tension e thakena

আমিও আপনার মত কাজ করেছি। বাংলালায়ন ৫১২ তে যেই স্পীড পাওয়া যায় তার চাইতে টেলিটক ৩জি তে বাংলালায়ন এর ২গুন স্পীড পাওয়া যায়। আমার বাংলালায়ন মডেমে প্রব্লেম্ন হয়েছে আর ওদের কেয়ার থেকে বলে নেটওয়ার্ক এর প্রব্লেম। আমিও কিছু দিন আগে একটা পোস্ট করেছিলাম এই খানে। আর এর বাংলালায়ন এর প্রব্লেম এর সমাধান না পাওয়ায় প্রায় ৩ জিবি নেট মডেমে রেখে টেলিটক ফ্ল্যাশ কিনেছি। রাজশাহী এর বাহিরে আছি রাজশাহীতে গেলেই বাংলালায়ন এর মডেম সেল করে দিব। বাংলালায়ন এর ঝামেলা আএ ভাল লাগে না।

kinto bhiera teletalk a tho limitnet thake ja ki amr pet vory na.amr 50 gb er nichy hoy na.achcha mi sonchi gp naki 900 takay unlimited dai kono limit nai.keo ki janen janly akto janaben

    @EASIN ARAFAT:
    ভাই! বিলাই লায়ন এ এখন আর সেইদিন নাই, বিলাইও এখন আনলিমিটেড দেয় না, গতমাস থেকে বন্ধ করে দিয়েছে, একারণেই ত আমি লাথি মাইরা বাইর কইরা দিছি। টা ছাড়া টেলিটক এ ৫১২ টে আমি ১ এমবিপিএস স্পীড পাই যা আমি বিগত ২ বছরে বিলাই এ পাইনাই।
    বিলাই এর FUP এর লিঙ্ক দিলাম, দেখে নিয়েন…
    http://www.banglalionwimax.com/index.php/customer-support/fair-usage-policy

টেলিটকের upload speed বাংলা বিলাইয়ের থেকে অনেক ভালো। বাংলা বিলাই download করার জন্য best ছিল। কিন্তু এখন তো unlimited এউ লিমিট করে দিয়েছে।

ব্রড বান্ডের লাইন নিয়ে সব থেকে ভালো। speed কম হলেউ পুরা unlimited.

    Level 0

    @রাকিব হাসান: Apnar sathe ekmot. Ami broadband chalai. 500 taka dea ami legally monthly 60GB er moto download kori ar illegally to kono hisheb-e ni. Ar Youtube 2.5 mega byte/sec. Youtube theke live HD movie ar songs to ache-e. Broadband e best. My ISP ti “BUCT” Next month 1200 taka dea 1 mega byte/sec connection nebo inshallah.

অনেক গুরুত্ত পূর্ণ একটা Tune করছেন ভাই।
Teletalk 3G বেস্ট মাই অপিনিওন ।
আপনি 128K লিখা একটা সিম ব্যাবহার করেন দেকবেন স্পীড ডাবল পাবেন
আমি পাই ১৩০-১৩৫ কেবি ৫১২ কেবি লাইন এ বগুড়া জেলাই থাকি।
মাসের শেষের দিক অনেকটা স্লো হয়ে গেলেও ৭৫ এর নিছে নামে না। অনেক ভাল Teletalk 3G ।

    @সার্ভারবিডি টেকনোলজি: একমত…