বাংলালায়নের ইন্টারনেট এবং বাংলালায়ন মডেম এর লাল নীল সিগন্যালের খেলা।

গত মাস থেকেই আমি নেট নিয়ে প্রব্লেমে আছি। প্রব্লেমটা হল কয়েক মিনিট (১০/১৫ মিনিট) পরেই পরেই নেট ডিস-কানেক্ট। কয়েকদিন আমি এই ঝামেলা সহ্য করার পর গেলাম, তাদের প্লাজাতে আমাকে টেকনিক্যাল সেন্টেরে নিয়ে গেল। আমি আমার প্রব্লেম বললাম। আমাকে বলল BSID কত পান? আমার জানা না থাকায় আমি বলতে পারলাম না। তার পর আমাকে বলল দেখেন আর প্রব্লেম হয় কি না, আর BSID দেখে কালকে আবার আসেন।
বাসায় আসার পর আবার একি প্রব্লেম। সব কিছু দেখে আমি আবার গেলাম। কালকে যে ছিল তাকে পেলাম না, অন্য জন আজকে দেখল, আমার প্রব্লেম আবার বললাম, মডেম  ডিস-কানেক্ট হলে আমার নেটওয়ার্ক কি অবস্থায় থাকে সেইটা কাপচার করে নিয়েছিলাম। ঐটা দেখালাম। দেখে কি বুঝল বুঝলাম না। উনি মডেম এর ড্রাইভারটা মনে হয় আপডেট করে দিলান। যা আমি বাসায় আসার পর কয়দিন ব্যবহার করলা ভাল মতই এর পর মাঝখানে ২/১ বার একি প্রব্লেম হল এর পর দেখি আবার নেট ঠিক মতই চলছে। গত ৩/৪ দিন থেকে এই প্রব্লেমটা আবার শুরু হয়েছে। বলা ভাল, আমার পাশের রুমে একজন বাংলালায়ন ব্যবহার করে তার কোন প্রব্লেম নাই, আমার বাসার নিচ তলায় একজন আমার মডেল এর বাংলালায়ন মডেম ব্যবহার করে তার কোন প্রব্লেম নাই, কিন্তু আমার এই প্রব্লেম।
এই সব ঝামেলার গতকাল আবার গেলাম, জানি তারা বলবে আপনি কিসে ব্যবহার করেন(ল্যাপটপ না ডেস্কটপে) এই ঝামেলাটা এর আগেউ হয়েছে তাই কাল ল্যাপটপ সঙ্গে নিয়ে যাই। তারা দেখল তাদের পিসিতে আমার মডেম ভালই চলছে, আমার ভাগ্য ভাল তারা আমার পিসি না দেখে বলেনি যে আমার পিসিতে প্রব্লেম আছে। এর পর আমাকে বলল আপনি আপনার পিসিতে কিছুখন নেট ব্যবহার করে দেখেন। আমি পিসিতে মডেম লাগালাম, এর পর মডেম এর নীল বাতি জ্বলতে শুরু করলেউ পিসিতে দান কর্নারে চার কোনা নেটওয়ার্ক এর যে চিহ্ন থাকে তার ভিতর একটা হলুদ চিহ্ন ছিল, মানে মডেম কানেক্ট হয়েছে কিন্তু নেট চলছে না। আমি তার পরও ব্রাউজার ওপেন করে কয়েকটা ওয়েবসাইটে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আমি যদিও জানতাম কোন ওয়েবসাইটে যাওয়া যাবে না, শুধু ওদের দেখালাম। এর পর আমার পিসিটা ওদের হাতে দিয়ে বললাম, প্রব্লেমটা দেখেন। এইটা দেখে আমাকে বলল এই ধরনের প্রব্লেম কি আগে হয়েছে? আমি বললাম এই কয়েকদিন থেকেই হচ্ছে। তারপর তারা আইপি দিয়ে দেখল নেট চলচ্ছে, কিন্তু আইপি বাদ দিলে কাজ করছে না। পরে ল্যাপটপটা আরেক জনের কাছে পাঠাল, সে কিছুখন দেখে বলল মডেম রেখে যেতে হবে, এই প্রব্লেম এর সমাধান এর জন্য বেস কিছুখন সময় লাগবে। মডেম দিয়ে আসলাম। আজ দুপুর ২টায় ফোন দিয়ে বলে মডেম ঠিক হয়েছে নিয়ে যান, আমি বুঝতে পারলাম মডেম যখন ঠিক হয়েছে তাইলে আর ল্যাপটপ আজাইরা নিয়ে গিয়ে কি করব। আমি গেলাম, তার আগেই বলল ল্যাপটপ নিয়ে আসছেন কি না। আমি বললাম না, বলল নিয়ে আসলে ভাল হতো, চেক করে দিতে পারতাম। কি আর করার, নিয়ে যখন যাইনি কিছু তো করার নাই।
এর পর আমি বাসায় এসে পিসি অন করে মডেম লাগালাম কিন্তু যেই লাউ সেই কদু। আবার আগের অবস্থা মডেমে নীল বাতি জ্বলেছে কিন্তু নেট নাই...
এর পরে আবার পিসি অফ করে অন করলাম আবার মডেম লাগালাম নেট কিছুখন চলল এর পর আবার নীল বাতি জ্বলছে, কিন্তু  ঠিক ধরেছে আবার নেট নাই...
আবার ফোন দিলাম ওদের কেয়ারে বলে আমি মডেম নিয়ে আসেন মডেম রিপ্লেস করে দিতেছি। আমি এই হরতাল/ অবরোধ এর ভিতরে ভয়ে ভয়ে আমি আবার গেলাম এই আমাকে বলল আপনি পিসিতে কিছুখন নেট ব্যবহার করে দেখেন কি হয়, ১ঘন্টা এর অপর ওদের কেয়ারে বসেও থেকে নেট ব্যবহার করলাম, কিন্তু কোন প্রব্লেম নাই। আমি আবার বাসায় আসলাম। বাসায় এসে পিসি অন করেই মডেম লাগালাম, আবার নীল বাতি কিন্তু এইবারও ঠিক ধরেছে নেট আবার নাই।
আবার ফোন দিলাম, সব কিছু আবার বললাম, তারা বলে মডেম আমাদের এই খানে কয়েকদিন এর জন্য দিতে হবে, তারা দেখতে চাইল কি কিসের প্রব্লেম। যদি নেটওয়ার্ক এর প্রব্লেম হয় তাইলে আমার লোকেশানে এসে দেখবে। কথা বলতে বলতে আমার ফোনের টাকা শেষ, মনে করেছিল তারা কল ব্যাক করবে। কিন্তু তারা করল না। কি আর করার এখন আবার নেট কানেক্ট করে নেট ব্যবহার করতে লাগলাম, কতখন থাকে বলে, কিন্তু এই বার অনেক্ষন ধরে চলছে প্রব্লেম হচ্ছে না।
যদি প্রব্লমে না হয় তাইলে ভাল না হলে কি আর করার মডেম বিক্রি করে অন্য কোন অপেরাটর এর নেট ব্যবহার করতে হবে।
এখন আমার প্রশ্ন হল
১) আমার মডেম এর কি প্রব্লেম তা কয়েকদিন প্রথম থেকে বুঝতে পারল না কেন?
তারা সার্ভিস এর নামে কি শুধু মডেম এর সফটওয়্যার আপডেট করে দেয়?
২) আমি কালকে মডেম দিয়ে আসেছিলাম, তারা কাল মডেম নিয়ে কি করল যে আবার প্রব্লেম হল?
৩) আমি একদিন মডেম রাখার পরেউ তারা কি ভাবে বলল যে আবার রাখতে হবে, কিসের (মডেম এর প্রব্লেম না নেটওয়ার্ক এর প্রব্লেম) প্রব্লেম দেখার জন্য?
৪) মডেম রিপ্লেস করার কথা বলে যেতে বলল কিন্তু মডেম রিপ্লেস না করে না দিয়ে বসিয়ে রেখে দেখতে বলল কোন প্রব্লেম হল কি না?
বুঝলাম আমার ঐ খানে নেট এর কোন প্রব্লেম হল না, তাই রিপ্লেস করল না। কিন্তু আমার বাসায় আসার পর আবার প্রব্লেম কেন?

যাই হোক এর আগে অনেক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে বাংলালায়ন থেকে এই ভাবে হেনস্তা করার কথা অনেক পড়েছি আর আজকে আমি নিজেই হলাম।
এর পর বাংলালায়ন নিয়ে আর কি বলব, কিছুই বলার নাই। একটু ভাল স্পীড এর জন্য বাংলালায়ন এর নেট ব্যবহার করতাম তার আবার এই অবস্থা, গত ২ দিন থেকে তো তাদের স্পীড বলতে কিছুই নাই, বলে আমাদের নেটওয়ার্ক এর প্রব্লেম, আবে সালা তদের ১২ মাস যদি নেটওয়ার্ক এর প্রব্লেম থাকে তাইলে নেট বিক্রি করিস কেন?

অনেক কিছুই বললাম, আসেন সব শেষে একটু মজা করি 😀 , বাংলালায়ন থেকে কি ভাবে নেট পাব বলেন?
তাদের একটা হেল্পলাইন ফোন ছিল তা হলঃ 01198989898
বাংলালায়ন কিন্তু তাদের এই ফোন নং এর মাধ্যমে তাদের নেট নাই, কি ভাবে????
নং তা প্রথম থেকে একটু তারাতারি বলার চেষ্টা করুন, কি ধরতে পেরেছে?
না পারলে আমি বলে দিতেছিঃ জিরো ওয়ান ওয়ান- নাইনেট নাইনেট নাইনেট নাইনেট 😀 😀
মনে হয় এই বার আপনারা সবাই বুঝতে পেরেছেন।

আমার ২টা বিষয় জানা খুব দরকার।

১) টেকটিউনসে আমার অন্য একটি আইডি আছে, তার নাম DurontoMamun। আমি এইডিটা কোন মেইল আইডি দিয়ে খুলেছি আমার মনে নাই, আর আমার এই আইডি আমি কি ভাবে রিকভার করব?

২) আমি বাংলালায়ন বাদ দিয়ে টেলিটক ব্যবহার করতে চাইছি, টেলিটক ২জি  এর আনলিমিটেড এর লিমিট কত জিবি পজন্ত?

আমি কয়েকদিন পর গ্রাম এর বাড়ি যাবো তাই ২জি আনলিমিটেড ছাড়া ৩জি ব্যবহার করতে পারব না।

অনেক কষ্টে এই পোস্টটা লিখলাম, শুধু বাংলালায়ন এর নেট সম্পর্কে আপনাদের জানাতে, যদিও আপনারা আগে থেকেই জানতেন। আবার জানালাম।
অনেক বড় পোস্ট আর বানান ভুল হতেই পারে, বানান ভুল হলে সঠিক করে পরে নিয়েছেন আশা করি। আর অন্য কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি DurontoMamun2। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারও একি সমস্যা হচ্ছে কিছুদিন ধরে। এর একটা উদ্ভট সমাধান আছে যেটা আমি প্রয়োগ করিঃ
১। যদি দেখেন পিসিতে ডান কর্নারে চার কোনা নেটওয়ার্ক এ হলুদ চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে বাংলালায়ন সফটওয়ার টা ওপেন করুন এবং ক্রস বাটন চেপে Exit করুন।
২। আপনার মডেমটি খুলে আবার লাগান।
৩। এবার সফটওয়ারটা আল্লাহর নাম নিয়ে কানেক্ট করুন। আশাকরি এবার নেটওয়ার্ক পাবে।
৪। এই সমস্যা আবার কতক্ষন পরে শুরু হবে বলা মুশকিল। সেক্ষেত্রে আবার স্টেপ ১ থেকে ফলো করা শুরু করুন।

অর্ধশূন্য ভাইঃ
আমিও একি কাজ করে ব্যবহার করতেছি, কিন্তু কথা হল এই ভাবে বার বার মডেম খুলতে আর লাগাতে শুরু করলে তো ল্যাপটপ এর ইউএসবি পোর্ট এর সাথে মডেম এর ইউএসবি ও আল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে।
আর আমার ইউএসবি মডেমটাতে কোন সফটওয়্যার ওপেন করতে হয় না। আমারটা নতুন মডেল এর মডেম খুলে লাগালেই হয়। আর নেটওয়ার্ক সিগন্যাল দেখার জন্য আইপি দিয়ে লগিন করতে হয়।
কিন্তু আমাদের কাছে যে সমাধান আছে তা অনেক বিরক্তি কর।
কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

আমার এই সমস্যা হত। কিন্তু অফিসে ফোন দেওয়ার পর থেকে এই সমস্যা এখনো হয়না। দেখা যাক সামনে হয় কিনা। আমার বাংলা লায়নের স্পীডের চেয়ে প্যাকেজটাই অনেক মজার তাই ইউজ করতেছি। আমার প্যাকেজ quck act=4 GB 300 (with vat) 600kbps 1month ।

Level 0

এই শা….রা ফাইলামি শুরু করছে, কেয়ার এ ফোন দিয়া ইচ্ছামতো ঝারেন আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে, আমারও একটা সমস্যা হয়ে ছিলো কিন্তু কেয়ার এ ঝাড়ার পর ঠিক কইরা দিছিল, ইদানিং এদের লাইন এর অবস্থা যাচ্ছেতাই এই আছে তো এই নাই, এখন বেটাদের মডেম ব্যবহার করা বন্ধ করে দেন, ঠেলা পড়লে এমনিতেই সব ঠিক হয়ে যাবে, যত্তসব বাটপার এর দল, নাম দিছে আবার লায়ন, একটা বিলায়ের ব্যান্ডউইথ ও নাই.

    @shonzim:
    ভাই আর বইলেন না, ওদের কে গালা গালি করে কোন কাজ হয় না। একদিন ওদের লাইন না থাকায় আমি গিয়েছি ঝারার জন্য গিয়ে দেখি রুয়েট এর এক ভাই ভাল মত ঝারল, ঐ ভাই এর মডেম এর প্রব্লেম ছিল, প্রব্লেম এর সমাধান করতে পারেনি।
    এর পর আমার পালা, ওদের নেটওয়ার্ক ছিল না, আমিও দিলাম। কিন্তু সত্যি বলতে এদের কে কিছু বলে লাভ নাই, এরা করছে চাকরি, কিন্তু যে মালিক তাকে একটা লম্বা অঝরা বাঁশ দিয়ে হবে। তাইলে সব ঠিক হবে। কিন্তু সেইতা তো দিতে পারছি না।

quck act=4 GB 300 (with vat) 600kbps 1monএই প্যাকেজ টা কিভাবে পেতে পারি?

    @মিরাক্কেল:
    ভাই গত নয় তারিখ পজন্ত এই সুযোগ ছিল, আখন আর নিতে পারবেরন না। তবে অপেক্ষা করতে পারেন তাদের নতুন অফার এর জন্য। যদি সেই অফার আপনার জন্য প্রযোজ্য হয়।

টেলিটক ২জি আনলিঃ ভ্যট সহ ৬৯০ টাকা। সবোচ্চ ১মাসে ৩০ জিবি পর্যন্ত ব্যবহারের সুযোগ রয়েছে,
চালু করার জন্য D6 লিখে 111 এ মেসেজ সেন্ড করতে হবে। ওরা বলে আনলিঃ এর স্পিড ১২৮ কেবিপিএস তবে কোন প্যকেজ নেওয়ার আগে টেলিটক থেকে ওদের হেলাপ লাইনে ফোন করে ১২১ এ বিস্তারিতো জেনে নিন।

    @মাহমুদ কলি।:
    ধন্যবাদ ভাই ইনফোটা দেওয়ার জন্য। ২জি তে যদি ৩০ জিবি ব্যবহার করতে পারি তাইলে তো অনেক ভাল। দামটা জানতাম অন্য অপেরাটপর এর চেয়ে অনেক কম। গ্রামের বাড়ি গেলে সবাইকে যদি বলেই যে টেলিটকে ৭০০ টাকায় আনলিমিটেড (৩০ জিবি) তাইলে আমার বিশ্বাস কেউ জিপি বা রবি ব্যবহার করবে না। সবাই টেলিটক ব্যবহার করবে। তবে স্পীড যদি হয় ১২৮ তাইলে অনেক খারাপ।

Level 0

vaiaH amr modem a ALLAH r rohomote ai dhoroner kono prob nei. . allhumdulillah

    @tanjim99:
    হ্যাঁ ভাই আমার ও প্রব্লেম ছিল না, কিন্তু ক্যামনে জানি এই প্রব্লেম তা শুরু হল।

আপনার সমস্যা টা ভালই জটিল, আমার মনে হয় আপনার বাসায় নেট নাই । আপনি রুম পরিবর্তন করে দেখতে পারেন । জানালার পাশে যেয়ে দেখুন ।

@মিরাক্কেল – ওই প্যাক টি এখন আর নেয়া সম্ভব না । ৯ তারিখ পর্যন্ত ছিল সুযোগ, তাও আবার ৩ মাস বন্ধ মদেম এ ।

    @রাহুল এ্যাশ:
    ভাই ২ বছর থেকে আমি এই একি রুমে, একি জায়গায় বাংলালায়ন এর নেট ব্যবহার করতেছি, কোন প্রব্লেম হইনি, আমি বলেছি আমার পাশে আর নিচ তলায় বাংলালায়ন ব্যবহার করে, কিন্তু আমি যখন নিচ তলায় যাই তখন আবার এই প্রব্লেম হয়। আর আমার বাসায় নেট না থাকার কোন কথাই নাই।

সাজিদুল হাসান ভাই,
আপনার ভাগ্যটা আসলেই অনেক ভাল। একটা ফোন দিয়েই কাজ হয়ে গেছে। কিন্তু আমি যে ভাবে হয়রান হয়েছি তা তো বললাম। আমার ভাগ্য ভাল যে আমার বাসা বাংলালায়ন এর প্লাজা অনেক কাছে, থেকে হেটে গেলেউ ১০ মিনিট লাগে।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

Level 0

apnar pc te garaunteed prob…eta amr o hoisilo…windows setup den

    @sugata2:
    আমি আগেও বলেছি এখন বলছি, আমার পিসিতে কোন প্রব্লেম নাই,
    আর উইন্ডোজ এর কথা যেইটা বললেন ঐ তা আসলে ভুল। আমার হার্ডডিস্ক এর প্রব্লেম হয়েছিল গত মাসে, আর বাংলালায়ন এর প্রব্লেম শুরু হওয়ার পর হার্ডডিস্ক এর প্রব্লেম এর জন্য ৫/৬ বার উইন্ডোজ দেওয়া হয়েছিল।
    আপনি আবার যদি বলেন আমি যে ওএস ব্যবহার করি তার প্রব্লেম? আসলে সেইটা বলাও ভুল হবে। কারপন আমার ৭/৮ ২টাতেই প্রব্লেম দেখাইতেছিল।
    বাংলালায়ন কেয়ার থেকে আমার পিসি ২ দিন দেখার পর যখন বলতে পারলনা যে আমার পিসি তে প্রব্লেম আছে, আর আপনি না দেখেই ব;লে দিলেন আমার পিসিতে প্রব্লেম? ভালই বলেছেন।
    তাইলে মনে হয় আমার অন্য পিসিতেও প্রব্লেম।
    আর একটা কথা বলে রাখি আমার মডেম বাদে অন্য মডেম বাংলালায়ন এর অন্য একটা মডেম দিয়ে ভালই নেট চলেছে কোন প্রব্লেম হয় নি।

এইটা বাংলালায়নের নতুন প্রবলেম , বারিধারা ও তার আশে পাশের এলাকা গুলোতে আজ সকাল থেকে শুরু হয়েছে আমাদের বাসায় ২টা ল্যাপটপ এবং ২টা তেই আলাদা আলদালা মডেমে উনলিমিটেড ইন্টারনেট নেয়া হয়েছে । তার মানে একি সাথে ২টা পিছি তে প্রবলেম হবে না তাইনা ?

    @অজানা অচেনা:
    আমি রাজশাহীতে থাকি।
    ভাই আপনার সাথে আমার কিছু আছে।
    আমার অন্য পিসিতে একি প্রব্লেম দেখাইতেছে।
    কিন্তু আমার ল্যাপটপে বাংলালায়ন এর অন্য মডেম দিয়ে নেট ব্যবহার করলে কোন প্রব্লেম নাই।