যেভাবে আপনার বাংলালায়ন এর 192.168.1.1 আইপি এড্রেস এর পাসওয়ার্ড এবং ওয়াইফাই এর সিকিউরিটি স্ট্রং করবেন ।

বাংলালায়ন আপনি যদি গত কয়েকদিন থেকে আপনার অ্যাকাউন্ট রিচার্জ করতে সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত আমি বাংলালায়ন  কাস্টমার কেয়ার এক্সিকিঊটিভ সাহদাত ভাইকে ধন্যবাদ দিব । কারন, সাহাদাত ভাই এবং ফারাহ আপুদের মত কাস্টমার কেয়ার এক্সিকিঊটিভ আছে বলে বাংলালায়ন কাস্টমার কেয়ার বলতে এখনও কিছু আছে। প্রথমেই যেনে নেয়াযাক কি করে আপনার ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করবেন ?

  1. --  ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে প্রথমেই আপনাকে কাস্টমার কেয়ার এর সহযোগিতা নিতে হবে। একজন প্রতিনিধি     আপনার উসার নেম চাওার পর সেই আপনাকে নতুন পাসওয়ার্ড দিবে।
  2. --  নতুন পাসওয়ার্ডটি পাওার পর আপনার করনীয় কাজ হবে আপনার ওয়াইফাইটি সিকিউরিটি বাড়ানো। এটি অনেকেই জানে না আমিও জানতাম না গত দের বছর ধরে আমি একজন বাংলালায়ন  এর গ্রাহক অথচ আমাকে এটি কেউ বলে নাই।

আমরা ইতিমধ্যেই জানি ওয়াইফাই হ্যাকিং এর জন্য অনেক রকম সফটওয়ার এসেছে। আপনার ওয়াইফি এর পাসওয়ার্ড কেউ যাতে হ্যাক করতে না পারে সেক্ষেত্রে করনীয় দিকগুলি নিম্নরূপ --

  1.   প্রথমেই আপনি আপনার আইপি এড্রেস দিয়ে লগইন করবেন । এর পর আপনি, ডান দিকে উপরে ওয়াইফি অপশন্‌স ক্লিক করবেন ।
  2.   এর উপর Lan অপশন্‌স এর নিচে Security নামক অপশন্‌স ক্লিক করবেন।
  3.  এর পর Auth Mode  আপনি WPAPSK/WPA2PSK mixed mode সিলেক্ট করবেন
  4.   Encrypt Type আপনি TKIPAES সিল্কেট করবেন
  5. সব শেষে Passphrase নামক অপশন্‌সটি ক্লিক করবেন এবং ১-৮ এর মধ্যে একটি পাসওয়ার্ড বসাবেন।

এভাবেই আপনার ওয়াইফাইকে আরও সিকিউর করতে পাড়বেন। সব শেষে আমি ধন্যবাদ যানাই সাহাদাত ভাই কে ওনি নিজ থেকে না বলেলে আমি এটা জানতেও পাড়তাম না ।

Level 0

আমি হাসান তানভীর মনসুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই,
আপনার ভাই / আপু কে বলেন, বাংলালায়ন কে বাংলার বিড়াল হওয়া থেকে রক্ষা করতে ।

Level 0

Goutom vai….. o valo

বাংলা লাওয়ন এখন গ্রাম আসে নাই । আপনার দরকার আমার দরকার নাই।

প্রয়োজনীয় জিনিস । জানানোর জন্য ধন্যবাদ । 🙂

Level 0

আগে জানতাম। বাংলা লায়ন এর মা বোন কেজে কি করতে মোন চায়। কিছু বলতে পারলাম না।

সবচেয়ে ভাল হয় সর্বনিম্ন ৮ অক্ষর থেকে পাস দেওয়া তাহলে অই পাস এনক্রিপ্ট করা কঠিন হয়ে যায়