Wi-Fi 6 প্রযুক্তির সেরা ৯ টি ওয়াই-ফাই রাউটার

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আমরা জানি Wi-Fi 6 প্রযুক্তি আগের যেকোনো ওয়াই-ফাই প্রযুক্তি থেকে অনেক বেশি এডভান্সড। আর তাই মডার্ন সব ডিভাইস গুলোতেও ব্যবহৃত হচ্ছে Wi-Fi 6 টেকনোলজি। আপনিও যদি Wi-Fi 6 ডিভাইস কিনে থাকেন তাহলে এখন আপনার দরকার একটি Wi-Fi 6 রাউটার৷ কারণ একই প্রযুক্তির রাউটার ছাড়া আপনি এই সুবিধা নিতে পারবেন না। তাছাড়া ভবিষ্যতে সব ডিভাইসেই এই প্রযুক্তি থাকবে। সুতরাং এখন সঠিক সময় আপনার রাউটারটি বদলানোর৷

আজকের এই টিউনে আমরা দুর্দান্ত স্পীডের সেরা কিছু Wi-Fi 6 রাউটার নিয়ে আলোচনা করব।

এখনো অনেক ডিভাইসে Wi-Fi 6 নেই তারপরেও আপনার Wi-Fi 6 রাউটার কেনা উচিৎ কারণ খুব দ্রুতই প্রায় সকল ডিভাইসে এই প্রযুক্তি আসতে চলেছে। আপনাকে এই ধরনের রাউটার কিনতে একটু বেশি অর্থ ব্যয় করতে হবে। তবে বাফারিং ছাড়া ইন্টারনেট সুবিধা দিতে Wi-Fi 6 এর বিকল্প নেই।

বেস্ট ওভারঅল : Asus ROG Rapture GT-AX11000

এই টিউনে সব দিকে ভাল রাউটার হিসেবে আমরা বাছাই করেছি Asus ROG Rapture GT-AX11000 কে। দাম বেশি হলেও এর দারুণ সব ফিচার, রেঞ্জ হিসাব করলে আপনার বিনিয়োগ সঠিক জায়গায় হতে পারে।

সুবিধা

  • অবিশ্বাস্য ডাটা ট্রান্সফার স্পীড
  • ASUS এর AiProtection Security
  • চমৎকার রেঞ্জ
  • গেম সার্ভার অগ্রাধিকার

অসুবিধা

  • ব্যয়বহুল

আপনি যদি সিরিয়াস গেমার হোন তাহলে আপনার অবশ্যই Wi-Fi 6 কানেকশন প্রয়োজন। আর সেক্ষেত্রে আপনার জন্য সেরা বিবেচনা হতে পারে Asus ROG Rapture GT-AX11000। ব্যয়বহুল হলেও এতে পাবেন adaptive QoS এবং WTFast এর মত ফিচার যা আপনার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গেমিং ডিভাইসকে প্রাধান্য দেবে। ল্যাগ এর পরিমাণ খুবই কমে যাবে।

শুধু মাত্র গেমিং নয় বরং এই রাউটার হোম নেটওয়ার্ক এর জন্যও রেখেছে দারুণ সব ফিচার৷ এটি Alexa, IFTTT সাপোর্ট করবে, এবং 5Ghz ব্যান্ডে পাবেন আপ টু 4804Mbps স্পীড। শুধু স্পীডের জন্য নয় বরং এই রাউটারটি আপনি কিনবেন এর এডভান্সড সব সেটিংস এর জন্য।

আপনার ঘর যদি বড় হয় এবং পুরো ঘরে কাভারেজ চান তাহলে Asus ROG Rapture GT-AX11000 হতে পারে আপনার জন্য সলিড অপশন। আপনার কোন ডিভাইস যদি Wi-Fi 6 নাও সাপোর্ট করে তারপরেও এটি ব্যবহার করতে পারেন কারণ 802.11a/b/g/n/ac Wi-Fi পর্যন্ত সাপোর্ট করে।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 240 ডলারে।

বড় ঘরের জন্য সেরা রাউটার : Netgear Nighthawk RAX120

দুর্দান্ত Wi-Fi 6 রাউটার হিসেবে বাজারের অন্যতম একটি রাউটার হচ্ছে Netgear Nighthawk RAX120। এতে আছে এডভান্সড সাইবার থ্রেট প্রোটেকশন, MU-MIMO সহ আরও অনেক কিছু৷ নতুন একটি রাউটারে যা যা থাকা প্রয়োজন সবই এখানে আপনি পাবেন।

সুবিধা

  • ৩৫০০ স্কয়ার ফিট রেঞ্জ
  • MU-MIMO
  • সহজ সেটআপ
  • ডুয়েল ব্যান্ড

অসুবিধা

  • আকারে বড়সড়

Netgear Nighthawk RAX120 রাউটারে সাপোর্ট করবে আট স্ট্রিম MU-MIMO, Wi-Fi 6, চারটি Gigabit ইথারনেট পোর্ট৷

২.৪GHz ব্যান্ডে আপনি 1200Mbps এবং 5GHz ব্যান্ডে 4800Mbps ইন্টারনেট স্পীড আশা করতে পারেন। এতে আছে একটি 64-bit Quad-core 2.2GHz CPU, Google Assistant, এবং Alexa সাপোর্ট। তাছাড়া সহজেই এটি সেটআপ করা যায়।

আপনি মাঝারি আকারের ঘরে থাকেন তাহলে এই রাউটারটি আপনার জন্য দারুণ হতে পারে। এর কাভারেজ হবে আপটু ৩৫০০ স্কয়ার ফিট। ফিচার হিসেবে এতে পাবেন WPA3 security, দারুণ সব এনক্রিপশন মেথড, এবং IPv6 সাপোর্ট। ফিচার এবং দাম বিবেচনায় এটা বেস্ট ভ্যালু রাউটার।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 159 ডলারে।

Alexa এর জন্য সেরা : Amazon eero Pro

Alexa এর সাথে ভাল কাজ করতে সেরা একটি Wi-Fi 6 রাউটার হচ্ছে Amazon eero Pro। এতে আছে শক্তিশালী সিকিউরিটি ব্যবস্থা এবং এক সাথে আপ টু ৭৫ টি ডিভাইস কানেক্ট করার সুবিধা।

সুবিধা

  • আপ টু ৭৫ টি ডিভাইস সাপোর্ট করে
  • TrueMesh অপটিমাইজেশন
  • সেরা সিকিউরিটি সফটওয়্যার
  • Alexa সাপোর্ট

অসুবিধা

  • কাভারেজ বেশি নয়

যেহেতু Amazon এর প্রোডাক্ট সেহেতু এখানে আপনি Alexa এর সাপোর্ট পেয়ে যাবেন। ভয়েস কমান্ট দিয়ে এই রাউটারের সেটিং আপনি চেঞ্জ করতে পারবেন। রয়েছে প্যারেন্টিং কন্ট্রোল। বাবা মা চাইলে শিশুদের ইন্টারনেট এক্সেস নিয়ন্ত্রণ করতে পারবে।

Amazon eero Pro 6 ব্যবহার করা হয়েছে TrueMesh টেকনোলজি। এই প্রযুক্তি, ড্রপ অফ কমাতে সাহায্য করবে। সকল ট্রাফিক সঠিক ভাবে রাউট করে, ডাউন টাইম কমিয়ে সব ডিভাইসকে কানেক্ট রাখবে। এই রাউটার কোন ধরনের ঝামেলা ছাড়াই এক সাথে আপ টু ৭৫ টি ডিভাইস কানেক্ট রাখবে।

যদি আপনার ঘর বেশি বড় বা কয়েক তলা হয় তাহলে Amazon Eero Pro 6 কে এক্সটেন্ডার সহ ব্যবহার করতে পারেন। রেঞ্জ নিয়ে কোন ঝামেলা থাকবে না।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 90 ডলারে।

বেস্ট সিকিউরিটি : TP-Link AX6600

সেরা সিকিউরিটি ফিচার সমৃদ্ধ TP-Link AX6600 রাউটারে আপনি পাবেন আটটি এন্টেনা। ঘরের প্রতিটি কোণায় কোনায় আপনি ইন্টারনেট পাবেন। এতে আছে প্যারেন্টাল কন্ট্রোল।

সুবিধা

  • Alexa সাপোর্ট
  • ভাল রেঞ্জ
  • প্যারেন্টাল কন্ট্রোল

অসুবিধা

  • বাড়তি সিকিউরিটির জন্য সাবস্ক্রিপশন লাগবে

TP-Link AX6600 রাউটারটি 5GHz ব্যান্ডে আপনাকে 4804 Mbps ডাটা ট্রান্সফার স্পীড দিতে সক্ষম। রাউটারটিতে আপনি পাবেন ফ্রি HomeShield Basic প্ল্যান। শিশু বা অফিসের কর্মীদের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করে দিতে পারবেন। এমনকি দেখতে পারবেন কতক্ষণ ওয়েবসাইটে ছিল এবং কি দেখেছে।

রাউটারে অতিরিক্ত সিকিউরিটির জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হবে। পাবেন বাড়তি অনেক ফিচারও। যেমন এখানে পাবেন শিশুদের জন্য রিওয়ার্ড সিস্টেম। নির্দিষ্ট কাজ করার জন্য দিতে পারবেন রিওয়ার্ড।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 299 ডলারে।

সেরা অ্যাপ : NETGEAR R6700AX

NETGEAR R6700AX সাশ্রয়ী Wi-Fi 6 রাউটার যা কাভার করতে পারে ১৫০০ স্কয়ার ফিট এরিয়া এবং আপ টু ২০ ডিভাইস কানেক্ট হতে পারে। রাউটারটি সহজেই সেটআপ করা যায়, রয়েছে প্যারেন্টাল ও সিকিউরিটি ফিচার।

সুবিধা

  • স্মার্ট প্যারেন্টাল কন্ট্রোল
  • ইজি সেট আপ
  • Nighthawk অ্যাপ

অসুবিধা

  • কাভারেজ খুব বেশি নয়

NETGEAR R6700AX এমন একটি Wi-Fi 6 রাউটার যাতে আপনি অনেক বেশি ফিচার পাবেন না। এটা মূলত তৈরি করা হয়েছে এভারেজ ইউজারদের জন্য। 1.8Gbps স্পিড, এবং ১৫০০ স্কয়ার ফিটের কাভারেজে আপনি ২০ টি আলাদা আলাদা ডিভাইস কানেক্ট করতে পারবেন।

চারটি ইথারনেট পোর্ট আপনাকে গেমিং এ ভাল অভিজ্ঞতা দিতে পারে। গেমিং কনসোলে ল্যাটেন্সি নিয়ে ঝামেলায় পড়বেন না। প্যারেন্টিং ফিচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন কখন সবাই অনলাইনে থাকতে পারবে কখন পারবে না।

রাউটারটির Nighthawk অ্যাপ আপনাকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেবে। কে কানেক্ট আছে দেখতে পারবেন, ব্যান্ডউইথ মনিটর করতে পারবেন এবং জানতে পারবেন আপনার কানেকশন সিকিউর কিনা।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 89 ডলারে।

সেরা মিড রেঞ্জ রাউটার : ASUS RT-AX3000

ASUS RT-AX3000 রাউটারটি দামের দিকে মিডরেঞ্জ হলেও এতে আছে হাই এন্ড সব ফিচার। বলা যায় Wi-Fi 6 লিস্টের অন্যতম সেরা রাউটার।

সুবিধা

  • ৩০০০ স্কয়ার ফিট
  • বিল্ড ইন VPN
  • AI Mesh কম্পিটিবল

অসুবিধা

  • সেট প্রক্রিয়া কিছুটা জটিল

আপনি যদি মিড রেঞ্জের বাজেটে ভাল ফিচার সমৃদ্ধ কোন রাউটার খুঁজেন তাহলে আপনার জন্য সেরা রাউটার হতে পারে ASUS RT-AX3000। এতে এমন সব ফিচার আছে যা আপনাকে অবাক করে দেবে।

রাউটারটির রেঞ্জ হচ্ছে ৩০০০ স্কয়ার ফিট। এর AI Mesh টেকনোলজির মাধ্যমে আরেটি Asus রাউটার ব্যবহার করে এই রেঞ্জ আরও বাড়িয়ে নিতে পারবেন। এতে পাবেন কমার্সিয়ালি গ্রেড নেটওয়ার্ক সিকিউরিটি, প্যারেন্টাল কন্ট্রোল সহ আর অনেক কিছু। আর সব কিছু কন্ট্রোল করা যাবে রাউটার অ্যাপ দিয়ে।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 130 ডলারে।

ফ্যামিলির জন্য সেরা : Linksys AX1800

Linksys AX1800 রাউটার দিতে আপনি পাবেন আপ টু 1.8Gbps স্পীড এবং ১৫০০ স্কয়ার ফিটের কাভারেজ। এক সাথে কানেক্ট করা যাবে ২০ টি ডিভাইস। প্যারেন্টাল কন্ট্রোল সহ বিভিন্ন ফিচার থাকায় এটা আপনার জন্য সেরা বিনিয়োগ হতে পারে।

সুবিধা

  • প্যারেন্টাল কন্ট্রোল ও গেস্ট এক্সেস
  • সাশ্রয়ী
  • আপ টু ২০ ডিভাইস কানেক্ট

অসুবিধা

  • রেঞ্জ এভারেজ

আপনি ফ্যামিলি ব্যবহারের জন্য যদি সলিড Wi-Fi 6 কোন অপশন খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে Linksys AX1800। যদিও এখানে দামী রাউটার গুলোর মত এত বেশি কাভারেজ পাবেন না তবে ফ্যামিলি মেম্বারদের কম টাকায় দারুণ একটা প্যাকেজ উপহার দিতে পারবেন। তবে রেঞ্জ আরেকটু বাড়াতে চাইলে ২৮০০ স্কয়ার ফিটের আরেকটা ভার্সন আছে।

আপনি যদি হেভি ইউজার বা গেমার অথবা স্ট্রিমার না হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য সেরা হবে। রাউটারটি এক সাথে ২০ টি ডিভাইস কারেক্ট করতে পারবে, তার মানে আপনি ঘরের সব ডিভাইস এক সাথে কানেক্ট করতে পারবেন। স্পীড আপ টু 1.8Gbps যা এত ফাস্ট না হলেও স্লো না।

এর প্যারেন্টাল কন্ট্রোল এবং গেস্ট এক্সেস সুবিধার মাধ্যমে আপনি জানতে পারবেন, নেটওয়ার্কে কে কে আছে। কেউ আপনার পারমিশন ছাড়া আপনার নেটওয়ার্কে এক্সেস নিতে পারবে না।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 50 ডলারে।

গেমিং এর জন্য সেরা : ASUS AX5400

গেমিং এর জন্য অন্যতম সেরা একটি Wi-Fi 6 রাউটার হচ্ছে ASUS AX5400। এতে Super Speed Gaming Port এর মত দারুণ সব ফিচার রয়েছে। তবে এটা তাদের জন্য উপযুক্ত যাদের স্পেস কম।

সুবিধা

  • ASUS AiMesh টেকনোলজি
  • কনসোল, পিসি এবং মোবাইল গেমিং এর জন্য সেরা

অসুবিধা

  • ডিজাইন সবার পছন্দ নাও হতে পারে

ASUS AX5400 শুধু মাত্র Wi-Fi 6 এর ফাস্ট একটি রাউটারই নয় এটা গেমিং এর জন্য বিশেষ ভাবে অপটিমাইজ করা। এটি PlayStation 5 এর সাথে কম্পিটিবল।

অধিকাংশ Wi-Fi 6 রাউটার যেখানে মাল্টিপল এন্টেনা থাকার কারণে আকারে বড় সেখানে ASUS AX5400 নিজেকে কম্পেক্ট রেখেছে। এটি রাউটার আগে Wi-Fi 5 তুলনায় ভাল রেঞ্জ দেবে। তবে ASUS এর AiMesh প্রযুক্তির মাধ্যমে এটির রেঞ্জ আরও বাড়ানো সম্ভব। AiMesh সাপোর্ট অন্য রাউটার দিয়ে আপনি এক SSID এর অধীনে পুরো বাড়িতে ইন্টারনেট পেয়ে যাবেন।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 159 ডলারে।

বেস্ট ভ্যালু : TP-Link Archer AX21

TP-Link Archer AX21 এমন একটি Wi-Fi 6 রাউটার যা প্রমাণ করেছে সাশ্রয়ী মূল্যেও ফিচার সমৃদ্ধ রাউটার পাওয়া সম্ভব। এটি সহজে সেটআপ করা যায় এবং আছে প্যারেন্টাল কন্ট্রোল।

সুবিধা

  • সহজ সেটআপ
  • মাল্টিপল ল্যান পোর্ট
  • প্যারেন্টাল কন্ট্রোল

অসুবিধা

  • অন্য রাউটারের তুলনায় স্পীড কম

TP-Link সেরা প্রযুক্তি দিয়ে সাশ্রয়ী মূল্যে রাউটার তৈরি করছে। TP-Link Archer AX21 রাউটারে পাবেন ল্যাটেস্ট রাউটার টেকনোলজি তাও সাশ্রয়ী মূল্যে। হাই এন্ড রাউটারের মোটামুটি সব ফিচার এতে পাবেন যেমন, Beam forming প্রযুক্তি, OFDMA, এবং এক সাথে ৪০ টি ডিভাইস কানেক্ট সুবিধা।

রাউটারটি আপনি সহজেই সেটআপ করতে পারবেন, এতে আলাদা টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই। আপনি Alexa দিয়ে সেটিংস গুলো ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই রাউটারটি তাদের জন্য ভাল হবে যাদের স্পীড একটু কম হলেও সমস্যা নেই তবে রাউটারের পেছনে অতিরিক্ত ব্যয় করতে চায় না।

Amazon  এ এই রাউটারটি পেয়ে যাবেন 75 ডলারে।

কীভাবে সঠিক Wi-Fi 6 রাউটার সিলেক্ট করবেন

আপনার জন্য সেরা Wi-Fi 6 কোনটা হবে সেটা নির্ভর করবে, কি উদ্দেশ্যে রাউটার ব্যবহার করবেন, এক সাথে কয়জন ইন্টারনেট ব্যবহার করবে, কি পরিমাণ জায়গা কাভার করতে চান।

মেশ রাউটার আপনার জন্য ভাল হবে, যদি চান দেয়াল অতিক্রম করেও নেট অন্য রুমে বা ফ্লোরে পৌছাক৷ এজন্য ব্যবহার করতে পারেন Amazon Eero Pro 6। চাইলে এক্সট্রা নোড ব্যবহার করে কাভারেজ আরও বাড়িয়ে নিতে পারেন।

আবার যদি শক্তিশালী সিগনাল এবং কাভারেজ চান তাহলে ভাল হবে ডুয়েল ব্যান্ড রাউটার যেমন NERGEAR Nighthawk RAX120। মাল্টিপল USB কানেকশন, এডভান্সড সিকিউরিটি, মাল্টিপল ওয়াইফাই স্ট্রিম এর মত সুবিধা থাকায় অন্য ঘর থেকেও ইন্টারনেট ব্যবহার করে বিনা বাধায় বিনোদন ও গেমিং করতে পারবেন।

তবে আপনি যদি আরও কিছু খরচ করতে পারেন এবং গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য উপযুক্ত হবে ROG Rapture GT-AX11000। এটাতে যে সমস্ত ফিচার রয়েছে সেগুলো আপনাকে আপ টু ডেট রাখবে। ভবিষ্যতে যে সমস্ত ডিভাইস আসবে সেগুলোকেও সাপোর্ট করবে।

সব মিলিয়ে আমরা বেস্ট ওভারঅল বলতে পারি Asus ROG Rapture GT-AX11000 কে। Asus ROG Rapture GT-AX11000 এই লিস্টের অন্যতম ব্যয়বহুল রাউটার হতে পারে, তবে এর দারুণ সব ফিচার এবং অবিশ্বাস্য রেঞ্জ এর জন্য এটি সেরা বিনিয়োগ হতে পারে।

FAQ

Wi-Fi 6 কি আসলেই ভাল?

Wi-Fi 6 আগের Wi-Fi 5 থেকে অনেক বেশি স্পীডে ডাটা ট্রান্সফার করতে পারবে। তাছাড়া এটি আপকামিং স্মার্ট টেকনোলজি এর সাথে তাল মিলিয়ে চলতে পারবে।

বর্তমান সময়ে এক সাথে অনেক গুলো স্মার্ট ডিভাইস আমাদের ঘরে চলে যেমন, স্মার্ট ডোরলক, ডোরবেল, লাইট ইত্যাদি। আর তাই সব ডিভাইস এক সাথে নিরবচ্ছিন্ন কানেক্ট রাখতে সাহায্য করে Wi-Fi 6।

Wi-Fi 6 পুরনো ডিভাইসে কাজ করে?

Wi-Fi 6 আগের Wi-Fi 5 ডিভাইসও সাপোর্ট করে। পুরনো ডিভাইসেও Wi-Fi 6 কাজ চমৎকার ভাবে কাজ করবে।

তবে সর্বোচ্চ সুবিধা পেতে নিশ্চিত হতে হবে ডিভাইসটি Wi-Fi 6 কম্পিটিবল কিনা।

Wi-Fi 6 কি নিরাপদ?

সোজা উত্তর হচ্ছে, হ্যাঁ। Wi-Fi 6 ওয়ারলেস কানেকশন তৈরি করতে WPA 3 সার্টিফিকেশন ব্যবহার করবে। WPA শক্তিশালী মডার্ন সিকিউরিটি এলগোরিদম ব্যবহার করে আপনার ওয়াইফাইকে সর্বোচ্চ নিরাপদ রাখবে।

শেষ কথা

প্রযুক্তির এই যুগে কেন আপনি পিছিয়ে থাকবেন। দ্রুত গতির ইন্টারনেট, আরও বেশি ডিভাইস কানেক্ট এবং শক্তিশালী সিকিউরিটির জন্য নিয়ে নিতে পারেন Wi-Fi 6 রাউটার। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক রাউটারটি বাছাই করতে ফলো করতে পারেন এই টিউনটি৷

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 623 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস