আপনি হয়তোবা এরকম অনেক সময় দেখেছেন যে, হ্যাকারেরা কোন ব্যক্তির ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে নেয়। তবে, তারা কীভাবে একটি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে? ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং এর জন্য তারা কোন ধরনের টেকনোলজি বা টুল ব্যবহার করে?
অন্যান্যদের মতো আপনিও কি জানতে চান, যে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা হয়। আজকের আমি এরকম কয়েকটি বিভিন্ন Type এর Wi-Fi Password Finder নিয়ে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে হ্যাকাররা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে থাকে।
Disclaimer: এই টিউনটিতে একজন হ্যাকার কিভাবে ও কী টুল ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং করে সে সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। যা ইথিক্যাল হ্যাকিং এর শিক্ষার অংশ। যার মাধ্যমে হ্যাকাররা কীভাবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে এবং এজন্য তারা কোন Tools ব্যবহার করে সে সম্বন্ধে জ্ঞান লাভ করা যায় এবং পারসোনাল সাইবার সিকিউর মেইনটেইন করা যায়। কারও ক্ষতি করার উদ্দেশ্যে এই টিউন ব্যবহার করা হলে টিউনার ও টেকটিউনস কোন দ্বায় বহন করবে না।
যদি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং এর কথা সামনে আসে, তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে, কেউ কী কোন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারে এবং হ্যাকার দ্বারা কী কারো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব? এর উত্তর হল, হ্যাঁ। বেশিরভাগ ওয়ারলেস নেটওয়ার্ক কানেকশনগুলো পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তার জন্য WEP বা WPA Authentication Techniques ব্যবহার করে। তবে এই দুইটি নিরাপত্তা পদ্ধতিতেই কিছু দুর্বলতা রয়েছে, যা একজন হ্যাকারকে Wi-Fi Password Crack সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।
তাহলে এবার মূল প্রশ্নে আসা যাক। আর সেই প্রশ্নটি হল, কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক হয়? আসলেই কী কোন কার্যকর ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকার রয়েছে? এটি জানার জন্য সম্পূর্ণ টিউটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। আশা করছি যে, এই টিউনটির মাধ্যমে আপনি Wi-Fi Password Hacking সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
একজন হ্যাকার বিভিন্নভাবে আপনার পাসওয়ার্ড বের করার উপায় খুঁজতে পারে। এটি হতে পারে তার ব্যক্তিগত অনুমান অথবা বিভিন্ন টুল এর ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াইফাই এর দুর্বল পাসওয়ার্ড গুলোই শুধুমাত্র হ্যাকিং এর শিকার হয়। তবে, একজন হ্যাকার আরও বিভিন্ন উপায়ে একটি ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে পারে। আমি এরকম ৫ টি উপায় বলবো যেগুলোর মাধ্যমে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকার বের করতে পারে। আর আপনিও এসব পদ্ধতি গুলো ব্যবহার করার মাধ্যমে নিজের ওয়াইফাই পাসওয়ার্ড ও পুনরুদ্ধার করতে পারেন।
কেউ যদি তার পিসিতে ব্যবহার করা পূর্বের পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে Windows Command Prompt সেটি ফিরে পেতে সাহায্য করতে পারে। এর কারণ হলো, Windows কম্পিউটার তার সাথে সংযুক্ত প্রতিটি ওয়াইফাই এর একটি নেটওয়ার্ক প্রোফাইল তৈরি করে। একজন হ্যাকার যদি কোন ভাবে আপনার কম্পিউটারের অ্যাক্সেস পায় তবে একজন হ্যাকার CMD ব্যবহার করে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করে তা নিচে দেওয়া হল।
১. এজন্য হ্যাকার প্রথমে Windows এর Start Menu থেকে CMD টাইপ করে এবং তারপর Command Prompt থেকে Run as administrator অপশনটি সিলেক্ট করে।
২. এরপর তার সামনে Command Prompt Window খুলে, এরপর এখানে "netsh wlan show profile" লিখে Enter করে। এরপর তার কাছে কয়েকটি ওয়াইফাই প্রোফাইল চলে আসে, যেগুলো আপনি পূর্বে আপনার উইন্ডোজ কম্পিউটারের সাথে কানেক্ট করেছিলেন। আপনার কম্পিউটারে পূর্বে যেসমস্ত ওয়াইফাই নেটওয়ার্ক গুলো কানেক্ট করেছিলেন, সেগুলোর একটি প্রোফাইল চলে আসে, যেগুলো থেকে সে পাসওয়ার্ড বের করতে পারে।
৩. এবার সে যে প্রোফাইলটির পাসওয়ার্ড বের করে, সেটিকে মনে রাখে এবং সেটির পাসওয়ার্ড দেখার জন্য "netsh wlan show profile Wi-Fi Name key=clear" লিখে Enter করে। তবে, এখানে থাকা Wi-Fi Name এর জায়গায় সেই ওয়াইফাই এর নামটি টাইপ করে দেয়। উদাহরণ হিসেবে এখানে যেহেতু পূর্বে কানেক্ট করা Internet নামক প্রোফাইলটির পাসওয়ার্ড বের করা হয়েছে, তাই এখানে "netsh wlan show profile Internet key=clear" লিখে Enter করা হয়েছে। আপনার ক্ষেত্রে এখানে ভিন্ন নাম হতে পারে।
৪. এবার মূলত আপনার কম্পিউটারের পূর্বে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের হয়েছে। এটি দেখার জন্য সে এই তালিকা থেকে নিচের দিকে Scroll করে এবং Security Setting-এ পুরাতন ওয়াইফাই পাসওয়ার্ডটি পেয়ে যায়। যেখানে Key Content এর অধীনে সেই পাসওয়ার্ডটি দেখা যায়।
তবে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, আমি যেসব ওয়াইফাই কে আমার পিসির সাথে পূর্বে কানেক্ট করিনি, সেসব ওয়াইফাই এর পাসওয়ার্ড একজন হ্যাকার কীভাবে খুঁজে বের করবে? কেননা, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রতিবেশীদের পাসওয়ার্ড আমাদের কম্পিউটার হয়তোবা পূর্বে কানেক্ট করা হয়নি।
হ্যাকার যদি আপনার আশেপাশের ব্যক্তিদের ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে বের করতে চায়, সে ক্ষেত্রে সে Professional Wi-Fi Password Finder Tool ব্যবহার করে। আর এই তালিকাতে আমি আপনাকে WEP এবং WPA ক্র্যাকিং এর উপর ভিত্তি করে কয়েকটি Wi-Fi Password Hacker টুল এর সাথে পরিচয় করিয়ে দিব।
Aircrack হল WEP ভিত্তিক Wi-Fi Password Hacker Tool, যেটি ওয়্যারলেস পাসওয়ার্ড হ্যাক করার জন্য সেরা এলগরিদম ব্যবহার করে। এই টুলটি মূলত Linux এ কাজ করে। তবে এটি এখন Windows, macOS, FreeBSD, Solaris, OpenBSD এবং আরো অন্যান্য কিছুতেও কাজ করে।
ওয়াইফাই পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য একজন হ্যাকারকে নিশ্চিত হয় যে, তাঁর কাছে একটি সঠিক Wi-Fi Adapter রয়েছে এবং সেটি Packet Injection সাপোর্ট করে এবং সেটি Command Line এর জন্য Compatible। কারণ এটি Packet Capture করে ওয়াইফাই পাসওয়ার্ড রিকভার করে। তবে, ক্র্যাকিং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছু সময় নেয়, তাই অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হয়। একজন হ্যাকার কারো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য এই টুলটিও ব্যবহার করে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Aircrack
Kismet আরো একটি কার্যকর Wi-Fi Password Finder টুল, যা মূলত ওয়াইফাই, ব্লুটুথ Software-Defined Radio বা SDR ইত্যাদির মতো ওয়্যারলেস নেটওয়ার্কে কাজ করে। এটি আশেপাশে থাকা ওয়ারলেস নেটওয়ার্কের Packet কালেক্ট করে Visible এবং Hidden ওয়্যারলেস নেটওয়ার্কের পাশাপাশি Sniffer Packet এবং কোন অনুপ্রবেশ ও সনাক্ত করতে পারে। মজার ব্যাপার হলো, এটি প্রায় সমস্ত অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। একজন হ্যাকার কারো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য এই টুলটিও ব্যবহার করে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Kismet
CoWPAtty হল আরো একটি Automated Wireless Cracking Tool, যা মূলত Pre-shared Keys (PSK) এবং WPA Protection Wireless Network ক্র্যাক করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ওয়াইফাই থাকার টুলটির একটি Command Line Interface রয়েছে এবং একটি লিস্টে ক্র্যাক করা পাসওয়ার্ড গুলো দেখায়। এটি ব্যবহার করা খুবই সহজ, তবে এটি দিয়ে পাসওয়ার্ড হ্যাক করতে কিছুটা সময় লাগতে পারে। একজন হ্যাকার কারো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য এই টুলটিও ব্যবহার করে।
অফিসিয়াল ওয়েবসাইট @ CoWPAtty
Wireshark হলো আরো একটি বহুল ব্যবহৃত Network Protocol Analyzer, যাও ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার কাজে ব্যবহার করে। এটি আপনার নেটওয়ার্কে কি ঘটছে, তা চেক করতে পারে। আর এটি প্যাকেটগুলো লাইভ ক্যাপচার করতে পারে এবং শত শত প্রটোকল গভীরভাবে পরিদর্শন করতে পারে, যা কোন একজন হ্যাকার কে ওয়াইফাই পাসওয়ার্ড ক্র্যাক করার কাজে করতে সাহায্য করে।
এটি Windows, Linux, FreeBSD, OSX এবং আরো অনেক কিছুতে ব্যবহার করা যেতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Wireshark
আশা করছি যে, আপনি বুঝতে পেরেছেন, কীভাবে এবং কী কী টুলস ব্যবহার করে একজন হ্যাকার একটি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে থাকে। কোন একজন হ্যাকার উপরের কয়েকটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে নিতে পারে। আর আজকের এই টিউনের মূল টপিক ছিল, একজন হ্যাকার কীভাবে এবং কোন টুল ব্যবহার করে ওয়াইফাই হ্যাক করতে পারে সেটি সম্পর্কে। উপরে আলোচনা করা সমস্ত টুলগুলোর ব্যবহার পদ্ধতি অনেক Difficult এবং সময় সাপেক্ষ।
এগুলো চাইলে যেকেউ ব্যবহার করতে পারেনা। এসব টুলগুলো Command Prompt এর ব্যবহার করতে হয়, যা অনেকের দ্বারাই করা সম্ভব নয়। যাইহোক, আমরা ও ওয়াইফাই হ্যাকিং শেখার জন্য আসিনি, একজন হ্যাকার WiFi পাসওয়ার্ড হ্যাকিং এর জন্য কোন ধরনের টুল ব্যবহার করতে পারে, সেগুলো জানাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।
Disclaimer: এই টিউনটিতে একজন হ্যাকার কিভাবে ও কী টুল ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং করে সে সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। যা ইথিক্যাল হ্যাকিং এর শিক্ষার অংশ। যার মাধ্যমে হ্যাকাররা কীভাবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে এবং এজন্য তারা কোন Tools ব্যবহার করে সে সম্বন্ধে জ্ঞান লাভ করা যায় এবং পারসোনাল সাইবার সিকিউর মেইনটেইন করা যায়। কারও ক্ষতি করার উদ্দেশ্যে এই টিউন ব্যবহার করা হলে টিউনার ও টেকটিউনস কোন দ্বায় বহন করবে না।
একজন হ্যাকার অনেকভাবেই আপনার রাউটারের পাসওয়ার্ড অনুমান করে আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারে। তবে, যেকোনো Wi-Fi Password Finder Tool ব্যবহার করেই কিন্তু সবার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব নয়। আর এটিকে অসম্ভব ও বলতে পারেন। কোন একজন ব্যক্তি যদি তার ওয়াইফাই এর শক্তিশালী পাসওয়ার্ড সেট করে থাকেন, WiFi রাউটারের ব্যাসিক সিকিউরিটি গুলো সঠিক ভাবে কনফিগার করেন, তাহলে কোনভাবেই সেটি কোন টুল দিয়ে হ্যাক করা সম্ভব নয়। সাধারণ কমন পাসওয়ার্ড গুলো সাধারণত যেকোন টুল দিয়ে সহজেই হ্যাক করা যায়। তবে, সেই হ্যাকিং এর প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অনেক সময় নেয়, যে সময় পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করা প্রায় অসম্ভব।
তাই, আমরা যদি আমাদের ওয়াইফাই কে নিরাপদ করতে চাই, তাহলে আমরা অবশ্যই সেটিতে WPA2 PSK এর মতো শক্তিশালী পাসওয়ার্ড সেট করবো এবং WiFi রাউটারের ব্যাসিক সিকিউরিটি গুলো সঠিক ভাবে কনফিগার করা জেনে নিব, যেগুলো হ্যাক করার প্রায় অসম্ভব। আর আপনাকে বলে রাখি যে, হ্যাকিং এর কাজ কখনো নৈতিক হতে পারে না। কারো Wi-Fi Password হ্যাক করে চালালে, সেটি চুরি হিসেবেই গণ্য হবে এবং এর জন্য আপনাকে পরকালে জবাবদিহি করতে হবে। তাই আমার পক্ষ থেকে উপদেশ থাকবে যে, কখনোই কারো অজান্তে কারো ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে ইন্টারনেট ব্রাউজ করার চেষ্টা করবেন না।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)