টিউনের শুরুতেই সালাম জানাই সম্মানিত টিউনার, টিউডার, টিউজিটর ও টেকটিউনস কতৃপক্ষ কে। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন।
আজকে আমার টেকটিউনসে করা প্রথম টিউনে আমি আপনাদের সামনে নিয়ে হাজীর হলাম হ্যাকার দের হাত থেকে রাউটার কে বাঁচানোর সবচেয়ে জটিল, কার্যকর এবং সবথেকে সেরা পদ্ধতি টি।
এই ফিচার টি ব্যবহার করলে হ্যাকার রা আপনাদের পাসওয়ার্ড জেনে গেলেও আপনার Wifi কানেক্ট করতে পারবেনা।
ব্যাপার টা কিছুটা এমন যে কানেক্ট করতে হলে আপনি আপনার ফোন দিয়ে তার ফোনের ম্যাক এড্রেস (ম্যাক এড্রেস কি সেটা একটু পরেই বলে দিচ্ছি) আপনার রাউটারে বসিয়ে দিবেন তারপর সে চাইলে আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে। অন্যথায় পাসওয়ার্ড জেনে গেলেও সে আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবেনা।
যেহুতু এই ফিচার টি সম্পর্কে জানতে হলে আপনাকে ম্যাক এড্রেস সম্পর্কে জানতে ব্যবহার করতে হবে সেহূতু আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি যে ম্যাক অ্যাড্রেস কি?
ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার ফোনে থাকা এমন একটি এড্রেস বা ঠিকানা যা আপনার ফোনে Internet কানেকশন এ সহায়তা করে। প্রতিটি ফোনে ইন্টারনেট কানেকশন এর জন্য একটি করে ম্যাক অ্যাড্রেস রয়েছে। এবং প্রতিটি ফোনের ম্যাক এড্রেস আলাদা আলাদা হয়। আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস টি কত অথবা কেমন সেটি যদি দেখতে চান তাহলে নিচের গাইডলাইন টি ফলো করুন:-
প্রথমে আপনার ফোনের সেটিং যান। যেয়ে সার্চ অপশন এ ক্লিক করুন।
Mac Address লিখে সার্চ করুন। সবার প্রথমে যে অপশনটি পাবেন সেটিতে ক্লিক করুন।
এরপর নীচে অথবা উপড়ে একটু খুঁজাখুঁজি করলেই আপনার ফোনের ম্যাক এড্রেস টি দেখতে পাবেন।
এরপর ফিচার টি ব্যবহারের জন্য আপনাকে আরো একটা বিষয় জানতে হবে। আর সেটি হলো এডমিন প্যানেল। এই দুটি বিষয় না জানলে আপনি ফিচার টি ব্যবহার করতে পারবেন না। উল্টো আরো সমস্যায় পড়তে পারেন। তাই, আপনাকে এই ছোট্ট দুটি বিষয় জানতেই হবে যদি আপনি আজকের ফীচার টি কাজে লাগাতে চান। যাঁরা জানেন তো জানেন। যারা জানেন না তারা জেনে নিন।
এডমিন প্যানেল হচ্ছে আপনার রাউটার কে পরিচালনা করার জন্য একটি ওয়েব পেজ যেখান থেকে আপনি আপনার রাউটারের রাউটারের নাম পরিবর্তন পাসওয়ার্ড পরিবর্তন সহ সমস্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ আপনার রাউটার কে সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে ক্রোম যেয়ে এই কোড দুটির (192.168.0.1 এবং 192.168.1.1) যেকোনো একটি লিখে Go করতে হবে। (মনে, রাখবেন, Go করতে হবে Search করতে নয়, অর্থাৎ নিচের ছবির মতো আপনি যে কোড টি লিখেছেন তার নীচে এইভাবে লিঙ্ক চলে আসবে সেটিতে ক্লিক করবেন। )
এরপর যদি ইউজারনেম ও পাসওয়ার্ড চায় তাহলে মনে করবেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। কিন্ত যদি ইউজারনেম ও পাসওয়ার্ড না চায়। যদি এরোর আসে বা গুগল এর কোনো পেজ আসে। তাহলে মনে করবেন আপনি সঠিক জায়গায় নেই। সেক্ষেত্রে পূর্বে যেই কোড টি দিয়েছেন সেটি বাদ দিয়ে পরবর্তি কোড টি ব্যবহার করুন। এবার নীচে দেখুন আমার পেজ এ ইউজারনেম ও পাসওয়ার্ড চেয়েছে।
অর্থাৎ আমি সঠিক জায়গাতে আছি। আপনার ফোনে যে পেজ আসবে সেটা আমার দেখানো পেজের মতো না ও হতে পারে। এতে কোনো সমস্যা নেই। ইউজারনেম ও পাসওয়ার্ড চাইলেই মনে করবেন আপনি সঠিক জায়গায় আছেন। এরপর আপনারা সকলে ইউজারনেম ও পাসওয়ার্ড বসিয়ে দিন। যাঁরা ইউজারনেম ও পাসওয়ার্ড জানেন না তারা উভয় পাশে ইংরেজি ছোট হাতের অক্ষরে Admin লিখুন নিচের দেওয়া ছবির মত। দিয়ে লগিন এ ক্লিক করুন।
এতে পেজ টি খুলে যাবে। এডমিন প্যানেল টি ওপেন হয়ে যাবে। যদি পেইজ টি না খুলে তবে আপনার আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যিনি আপনাকে ইন্টারনেট সেবা টি প্রদান করেছেন। ) এর কাছ থেকে আপনার রাউটারের এডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড টি জেনে নিবেন। আবার কিছু রাউটারে এডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড দেওয়া থাকেনা। সেগুলো আগে থেকেই খোলা থাকে।
দেখুন আমার এডমিন প্যানেল টি ওপেন হয়ে গেছে। এই পর্ব আমি এই পর্যন্তই রাখছি। আপাতত এই দুই কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। আর একটি কাজ Homework হিসেবে নিয়ে নিন। সেটি হলো এডমিন প্যানেল থেকে Wireles Mac Filtering অপশন টি খুঁজে বের করা। যাঁরা পারবেন তো পারবেন। না পারলে পরবর্তি ক্লাসে দেখিয়ে দিব।
বাকি সমস্ত কাজ ও আমি আপনাদের কে পরবর্তি পর্বে দেখিয়ে দিবো। ততক্ষনে সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। আর টেকটিউনসের সাথেই থাকুন। ধন্যবাদ।
আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।