আপনার WiFi Speed Test করার ৭ টি দুর্দান্ত অ্যান্ড্রয়েড অ্যাপ

টিউন বিভাগ ওয়াইফাই
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বর্তমানে আমরা কিন্তু প্রায় সকলেই মোবাইল ডাটা পরিবর্তে ব্রডব্যান্ড ইন্টারনেট তথা ওয়াইফাই ব্যবহার করি। আবার অনেকে রয়েছে যারা মোবাইল ডাটা দিয়ে ও ইন্টারনেট ব্যবহার করে। তবে ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আপনাকে স্পিড জনিত কিছু সমস্যার সম্মুখীন হতে হয় বা আমরা হয়েও থাকি। এক্ষেত্রে আপনার তখন জানার প্রয়োজন পড়ে যে, আপনার নেওয়া সেই নির্ধারিত স্পিড পাওয়া যাচ্ছে কিনা অথবা মোবাইল ডাটার ক্ষেত্রে সেই টেলিকম আপনাকে ফুল স্পিড দিচ্ছে কিনা। আপনি কি আপনার ফোনে ওয়াইফাই স্পিড কত, সেটি সঠিকভাবে জানতে চান?

আজকের এই টিউনে বলা অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো আপনাকে এটি খুঁজে বের করতে সাহায্য করবে। এতে করে আপনি প্রথমেই আপনার মোবাইল থেকে ইন্টারনেট স্পিড এর সকল খুঁটিনাটি পরীক্ষা করার পর আপনার আইএসপি অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে জানাতে পারেন। এক্ষেত্রে আপনাকে স্পিড জনিত সমস্যা নিয়ে হয়তোবা দীর্ঘ সমস্যায় পড়তে হবে না।

অনেক সময় উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিয়েও আপনার ইন্টারনেট স্পিড কোন সমস্যার কারণে কিছুটা ধীর গতির হতে পারে। আপনি যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগটি নিয়েছেন, আপনি এটির সঠিক গতি পাচ্ছেন কিনা এটি ভাবতে-ভাবতে কি আপনি ক্লান্ত? এখন থেকে আপনাকে আর বেশি ক্লান্ত হতে হবে না। এক্ষেত্রে যখনই আমাদের ইন্টারনেট স্পিড অনেক স্লো হয়ে যাবে বা ভিডিও বাফার করতে থাকবে, তখনই আপনাকে আর Wi-Fi Service Provider এর কাছে ফোন করতে হবে না। এজন্য প্রথমেই আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যে, আপনার ওয়াইফাই অথবা ইন্টারনেট এর গতি পরীক্ষা করতে পারবেন।

খুব সহজেই আপনার ইন্টারনেট স্পিড এর খুঁটিনাটি সকল তথ্য বের করার জন্য, আমি আজকের এই টিউনে কিছু নির্ভরযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য Wi-Fi Speed Test অ্যাপের তালিকা তৈরি করেছি। যেসব অ্যাপগুলো আপনি আজ থেকেই ব্যবহার শুরু করতে পারেন। চলুন তবে, আজকের অ্যাপগুলোকে পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক।

১. Speedtest by Ookla

Speedtest by Ookla

Speedtest by Ookla এই অ্যাপটি দ্বারা আপনি আপনার মোবাইলে ডাউনলোড স্পিড, পিং এবং আপলোড স্পিড এর গতি শনাক্ত হতে পারবেন। এক্ষেত্রে আপনি যখন ইন্টারনেট স্পিড কম পাবেন, তখন অ্যাপ থেকে নেওয়া এসব তথ্যগুলো আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর কাছে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার ইন্টারনেট স্পিড এর একটি বাস্তব চিত্র তার কাছে তুলে ধরতে পারবেন এবং এতে খুব সহজেই আপনার আইএসপি সমস্যাটি ধরে আমাকে দ্রুত সমাধান দিতে পারবে।

এছাড়া আপনার ইন্টারনেট সংযোগটি দিয়ে ভিডিও স্ট্রিমিং করার অভিজ্ঞতা ও আপনি এই অ্যাপটির মাধ্যমে পরীক্ষা করতে পারবেন। যেখানে ভিডিও স্ট্রিমিং এর অভিজ্ঞতা পরীক্ষা করার জন্য Speedtest by Ookla একটি দারুণ অ্যাপ। এই অ্যাপটি আপনার নেটওয়ার্কে ভিডিওর মান কেমন হবে, সেটি পরীক্ষা করার জন্য কয়েকটি ভিডিও ক্লিপ চালায়। এক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে, আপনার নেটওয়ার্ক কোয়ালিটি অনুযায়ী ভিডিওর মান কি রকম হয় এবং ভিডিওতে বাফারিং কত শতাংশ হচ্ছে। আপনার নেটওয়ার্কে ভিডিওর মান পরীক্ষা করার পর সর্বশেষ একটি রেজাল্ট আপনার সামনে প্রদর্শিত হবে, এক্ষেত্রে আপনি সেখানে ভিডিওর রেজুলেশন এবং ভিডিও প্লে হতে কি রকম বাফারিং হয়েছে সেটিও দেখতে পাবেন।

তবে Speedtest by Ookla অ্যাপটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য, প্রথমে অ্যাপ ইন্সটল করে আপনাকে কিছু Permission কে Allow বা অনুমতি প্রদান করতে হবে।

এছাড়া এই অ্যাপটি ভিপিএন পরিষেবা ও সরবরাহ করে। তবে SpeedTest VPN টি প্রতিমাসে আপনাকে শুধুমাত্র 2 জিবি ফ্রি ব্যান্ডউইথ প্রদান করবে। কিন্তু আপনি যদি আনলিমিটেড ভাবে তাদের ভিপিন পরিসেবা কে ব্যবহার করতে চান, তবে এক্ষেত্রে অ্যাপটিকে আপগ্রেড করে নিতে পারেন।

Speedtest by Ookla

Official Download @ Speedtest by Ookla

২. Meteor

Meteor

Meteor অ্যাপটি আপনার ওয়াইফাই ইন্টারনেট এর গতি এবং ৩জি, ৪জি এবং ফাইভ-জি নেটওয়ার্ক এর গতি ও পরীক্ষা করতে দেয়। আপনি যদি একবার আপনার ওয়াইফাই এর স্পিড কিভাবে পরীক্ষা করবেন সেটা শিখতে পারেন, তবে সঠিক এবং নির্ভরযোগ্য ফলাফল পাওয়া আপনার জন্য সহজ হবে। এই অ্যাপটির মাধ্যমে আপনি মাত্র একটি ক্লিকের মাধ্যমেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ইন্টারনেট এর গতি সম্পূর্ণ পরীক্ষা করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে ডাউনলোড স্পিড, আপলোড স্পীড এবং পিং পরীক্ষা করতে হবে না।

এক্ষেত্রে স্পিড চেক করার পর ফলাফল প্রদর্শনের সময় আপনাকে ডাউনলোড স্পিড, আপলোড স্পিড এবং পিং এর হার একসঙ্গে দেখাবে। এছাড়া Meteor এই অ্যাপটির মাধ্যমে আপনি দেখতে পারবেন যে, কোন অ্যাপতে ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যাচ্ছে। অর্থাৎ, কোন অ্যাপের ভিতরে ইন্টারনেট স্পিড কেমন, সেটি আপনি দেখতে পারেন। যেমন ইউটিউব অ্যাপ এর ভিতরে ডাউনলোড স্পীড ও আপলোড স্পিড কেমন এবং পিং রেট এসব বিষয়গুলো দেখতে পারবেন। ব্রডব্যান্ড ইন্টারনেট নেওয়ার সময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে যদি ইউটিউব এবং ফেসবুকের জন্য আলাদা ব্যান্ডউইথ দিয়ে থাকে, তবে আপনি এই অ্যাপটির মাধ্যমে সেগুলোর আলাদা আলাদাভাবে ডাউনলোড এবং আপলোড স্পীড দেখতে পাবেন।

এক্ষেত্রে সে সময় আপনি যদি দেখেন, ইউটিউব এবং ফেসবুকে ডাউনলোড এবং আপলোড স্পিড ও অনেক কম, তবে পরবর্তীতে আপনি সার্ভিস প্রোভাইডার এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এছাড়া অন্যান্য অ্যাপে আপনি যখন ইন্টারনেটের স্পিড পরীক্ষা করতে যান, তখন সেসব অ্যাপের ভিতর অনেক বিরক্তিকর বিজ্ঞাপণ চলে আসে। এক্ষেত্রে বিজ্ঞাপণ দেখতে দেখতে আপনার মধ্যে একটি বিরক্তিকর ভাব চলে আসতে পারে। যাইহোক, Meteor অ্যাপের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিজ্ঞাপণ মুক্ত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অর্থাৎ, এই অ্যাপে কোন ধরনের বিজ্ঞাপণের ঝামেলা নেই।

Meteor

Official Download @ Meteor

৩. SpeedTest Master

SpeedTest master

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন কে ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেটের গতি পরীক্ষা করার জন্য SpeedTest Master একটি সহজ অ্যাপ। এই অ্যাপটি ওপেন করার পরেই একটি Start বাটন পেয়ে যাবেন এবং যেখানে ক্লিক করলে আপনার ইন্টারনেটের ডাউনলোড এবং আপলোড গতি প্রদর্শন করবে। যদিও এই অ্যাপটিতে প্রবেশ করতে এবং আপনার ইন্টারনেটের গতির ফলাফল প্রদর্শন এর আগে আপনাকে একটি বিজ্ঞাপণ দেখতে হবে।

SpeedTest Master অ্যাপের সাহায্যে আপনার চারপাশে থাকা ওয়াইফাই নেটওয়ার্ক গুলোকে শনাক্ত করার জন্য ওয়াইফাই ডিটেক্টর ব্যবহার করতে পারেন, সেই সাথে SpeedTest Master এর মাধ্যমে পিং টেস্ট করতে পারেন এবং ওয়াইফাই এর সিগন্যালের শক্তিমাত্রা ও পরীক্ষা করতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারেন যে, আপনার ওয়াইফাই এর Signal কতটা শক্তিশালী। এছাড়া আপনি যতবার Speed test করবেন, সেগুলো History অপশনে জমা হয়ে থাকবে। এক্ষেত্রে আপনি কোন সময় History ট্যাব থেকে কোন সপ্তাহ অথবা মাসের ডেটাগুলো কে আপনি অ্যাক্সেস করতে পারেন। এভাবে করে আপনি দেখতে পারেন যে, কোনদিন আপনার ইন্টারনেট এর স্পীড কিরকম ছিল।

যদিও SpeedTest Master অ্যাপটির বিনামূল্যের ভার্সন ভালোই কাজ করে, তবে আপনি অধিক সুবিধা নেবার জন্য প্রিমিয়াম ভার্সনে যেতে পারেন। প্রিমিয়াম ভার্সনে আপগ্রেড করলে SpeedTest Master অ্যাপটিতে একটি বিজ্ঞাপণ মুক্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এবং আনলিমিটেড ভাবে Speed পরীক্ষা করতে পারবেন। যেখানে বিনামূল্যের ভার্সনে আপনাকে আনলিমিটেড ভাবে Speed test করতে দেবে না। এছাড়া প্রিমিয়াম ভার্সনে, আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছে, সেটিও আপনি সনাক্ত করতে পারেন এবং সেই-সঙ্গে আপনি বিভিন্ন ওয়েবসাইটের Latency ও পরীক্ষা করতে পারবেন।

SpeedTest Master

Official Download @ SpeedTest Master

৪. Wi-Fi Router Master

WiFi Router Master

যদিও আপনার মোবাইলে ইন্টারনেটের গতি কম হবার পেছনে অনেক কারণ থাকতে পারে। এক্ষেত্রে আপনি WiFi router master অ্যাপ ব্যবহার করার মাধ্যমে এটি নিশ্চিত হতে পারেন যে, কোন কারনে আপনার ওয়াইফাই ইন্টারনেটের গতি কম হচ্ছে। এই অ্যাপটি অন্যান্য অ্যাপ এর মতই আপনার ওয়াইফাই স্পিড পরীক্ষা করা, আপনার ওয়াইফাই নেটওয়ার্ক কে কে ব্যবহার করছে সেটি শনাক্ত করা এবং সেই-সঙ্গে আপনার ওয়াইফাই সিগন্যালের শক্তি পরীক্ষা করার বৈশিষ্ট্য রয়েছে।

Wi-Fi Router Maste অ্যাপটি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের পিং রেট এবং আপলোড ও ডাউনলোড এর গতি চিহ্নিত করে থাকে। এছাড়া এই অ্যাপটি অন্যান্য অ্যাপ এর মতই, আপনি এই অ্যাপটির দ্বারা সকল Speed test এর History এবং আপনার পরীক্ষা করা সকল ফলাফল সম্পর্কে অতিরিক্ত বিবরণ সম্পর্কে অতিরিক্ত বিবরণ অ্যাক্সেস করতে পারেন। তবে এই অ্যাপটি ব্যবহার করার ক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা হতে পারে। দুর্ভাগ্যবশত, এই অ্যাপের বেশিরভাগ বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য আপনাকে অনেক বিজ্ঞাপণ দেখানো হতে পারে এবং যা আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু তবুও অন্যান্য অ্যাপ এর মতো, আপনি এই অ্যাপটি ও ব্যবহার করে দেখতে পারেন।

Wi-Fi Router Master

Official Download @ Wi-Fi Router Master

৫. Internet speed test Meter

 Internet speed test Meter

Internet Speed Test Metre অ্যাপটি আপনাকে আপনার মোবাইলের সঙ্গে সংযুক্ত ওয়াইফাই-এর ডাউনলোড এবং আপলোড স্পিড সম্বন্ধে জানিয়ে দেয়। যেখানে এই অ্যাপটি ও অন্যান্য অ্যাপ এর মত কাজ করে, তবে এই অ্যাপটির ইন্টারফেস অন্যান্য অ্যাপ এর চাইতে আলাদা। যেখানে এই অ্যাপটির ইন্টারফেস রঙ্গিন এবং অনেক সহজ বোধ্য। এই অ্যাপটি রাতে ব্যবহার করার জন্য আপনি Light mode থেকে Dark mode-এ পরিবর্তন করতে পারেন।

এছাড়া এই অ্যাপের সাহায্যে আপনি আপনার ইন্টারনেটের গতির ফলাফল দেখার সঙ্গে সঙ্গে এটিকে History ট্যাবে দেখার জন্যও Save করে রাখতে পারেন। যার মাধ্যমে পরবর্তীতেও আপনি অতীতের স্পিড এর ফলাফল গুলো দেখতে পারবেন। যদি কোন সময় আপনার ওয়াইফাই এর স্পিড কমতে থাকে, তখন আপনার ইন্টারনেট সংযোগ টি পরীক্ষা করার জন্য বা আপনার সমস্যাটির সমাধান করার জন্য Internet Speed Test Metre অ্যাপটি সাহায্য করতে পারে।

এই অ্যাপটি ব্যবহার করার সময় অনেক বিজ্ঞাপণ চলে আসে। তবে আপনি যদি এই অ্যাপটি প্রিমিয়াম ভার্সনে আপগ্রেড করেন, তবে অ্যাপটিতে আর কোন ধরনের বিজ্ঞাপণ পাবেন না এবং প্রতিদিন আনলিমিটেড ভাবে Speed test অ্যাক্সেস করতে পারবেন।

Internet speed test Meter

Official Download @ Internet speed test Meter

৬. Speed Test

Speed Test

এই অ্যাপটি উপরে বলা অন্যান্য তালিকার অ্যাপ এর মতই। আপনি আপনার ফোনে ওয়াইফাই স্পিড পরীক্ষা করার জন্য Speed Test কে ব্যবহার করতে পারেন। ইন্টারনেট স্পিড পরীক্ষা করার জন্য অন্যান্য অ্যাপ এর মতই এই অ্যাপটিও কাজ করে থাকে। Speed Test অ্যাপটি আপলোডের গতি, আপলোডের গতি এবং আপনার ওয়াইফাই সংযোগের পিং হার পরীক্ষা করে থাকে।

এই অ্যাপটির সহজ ইন্টারফেস আপনাকে খুব সহজেই ইন্টারনেট স্পিড পরীক্ষা করতে সাহায্য করবে। এছাড়া এই অ্যাপটির মাধ্যমে আপনি অতিরিক্ত কিছু সুবিধা পাবেন, যেমন আপনি কোন নেটওয়ার্ক ব্যবহার করছেন এটির নাম, এছাড়া আপনি যে তারিখে ইন্টারনেট স্পিড টেস্ট করেছেন, সেটিও দেখতে পারেন।

অন্যান্য অ্যাপ এর মতই Speed Test অ্যাপটিতে ও বিজ্ঞাপণ রয়েছে। তাই অ্যাপ এর ভেতরে আপনাকে বিভিন্ন বিষয়গুলো কে অ্যাক্সেস করতে হলে অবশ্যই বিজ্ঞাপণের মধ্য দিয়ে যেতে হবে। তবে এই অ্যাপটিতে কিন্তু অন্যান্য অ্যাপ এর মত অনেক বেশি ফিচার নেই। তাই আপনি যদি শুধুমাত্র ইন্টারনেটের গতি পরীক্ষা করতে চান, তবেই আপনি কেবল এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। তবে আপনার পছন্দ হলে এই অ্যাপটিকে ও ট্রাই করে দেখতে পারেন।

Speed Test

Official Download @ Speed Test

৭. Simple Speedcheck

Simple Speedcheck

এই নামটি থেকে বোঝা যায় যে, Simple Speedcheck আপনার ইন্টারনেটের গতি পরীক্ষা করার ক্ষেত্রে একটি সহজ অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি আপনাকে আপনার ইন্টারনেটের স্পিড পরীক্ষা করার ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি প্রদান করে। অর্থাৎ, অন্যান্য অ্যাপের তুলনায় এই অ্যাপটি দিয়ে আপনি খুব সহজেই ইন্টারনেট স্পিড পরিমাপ করতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে আপনার ইন্টারনেটের পিং মনিটরের ব্যবস্থা থেকে শুরু করে, আপনার ইন্টারনেট সংযোগটি পরীক্ষা করতে এবং আপনার সংযোগটির বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে অ্যাপটিকে ব্যবহার করতে পারেন।

এছাড়া এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই পূর্বের আপনার পরীক্ষা করা ফলাফলগুলো কেও দেখতে পারেন। এছাড়া এই অ্যাপটির মাধ্যমে আপনি অতিরিক্ত কিছু তথ্য পেতে পারেন এবং সেই সাথে এই অ্যাপটি মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্টারনেট টিপস ও পেতে পারেন। অন্যান্য অ্যাপ এর মত এই অ্যাপে ও বিজ্ঞাপণ দিয়ে থাকে। তবে আপনি যদি বিজ্ঞাপণ-মুক্ত ভাবে অ্যাপ ব্যবহার করতে চান, তবে অবশ্যই আপনাকে অ্যাপটিকে প্রিমিয়াম ভার্সনে আপগ্রেড করে নিতে হবে। আর তাহলে আপনি বিজ্ঞাপণ-মুক্ত Simple Speedcheck অ্যাপ পাবেন।

Simple Speedcheck

Official Download @ Simple Speedcheck

আপনার স্মার্টফোন থেকে ওয়াইফাই এর গতি পরীক্ষা

আপনার স্মার্ট-ফোনে ইন্টারনেট ধীরগতি হবার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এ ক্ষেত্রে এটি হতে পারে দুর্বল সিগন্যাল এর কারণে, আপনি হয়তোবা ভিপিএন ব্যবহার করছেন, অথবা এমন হতে পারে আপনার রাউটারটি ভুল জায়গায় রয়েছে। এছাড়া বিভিন্ন কারণে আপনার ওয়াইফাই ইন্টারনেটের গতি কম হতে পারে। তবে আপনি যদি উপরের অ্যাপগুলোকে ব্যবহার করেন, তবে আপনি কোন একটি সামান্য সমস্যায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে কল না দিয়েও আপনার সমস্যা বের করতে পারেন। এক্ষেত্রে আপনাকে তাদের কে ফোন করে জানতে হবে না যে, কি কারনে আপনার ইন্টারনেট ধীরগতির হচ্ছে।

আপনি বিভিন্ন Speed test অ্যাপের মাধ্যমে আপনার বাড়ি অথবা অফিসের ইন্টারনেটের আপলোড স্পিড, ডাউনলোড স্পিড এবং পিং রেট পরীক্ষা করতে পারেন। যেখানে এইসব অ্যাপের ব্যবহার অত্যন্ত সহজ, সেই সাথেই এসব অ্যাপে অনেক বেশি পারমিশন বা অনুমতির প্রয়োজন হয় না এবং খুব কম সময়ের মধ্যে আপনি আপনার ইন্টারনেটের Speed test এর ফলাফল পেয়ে যাবেন। এছাড়া আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে সঠিক ইন্টারনেট স্পিড দিচ্ছে কিনা এটি জানার জন্যও আপনি উপরের এসব অ্যাপ গুলোকে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি দেখতে পান যে, কোন ভাবে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে ঠকাচ্ছে, তবে আপনি তাৎক্ষণিক তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করছি, এসব অ্যাপগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে।

আজকে আলোচনা করা সমস্ত অ্যাপগুলোর কাজ গুলো প্রায় একই ধরনের, তবে প্রত্যেকটি অ্যাপের ইউজার ইন্টারফেস এবং ফিচার একটির থেকে অন্যটি কিছুটা ভিন্ন। তবে সবশেষে এগুলোর সবার কাজই এক এবং সমস্ত অ্যাপই ব্যবহার হবে আপনার ইন্টারনেট এর সঠিক স্পিড মাপার জন্য।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস