কিভাবে খুব সহজে ওয়াই ফাই হ্যাক করবেন কোন প্রকার কানেক্টকৃত ডিভাইস ছাড়াই

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। ভালো তো থাকতেই হবে কারন আমি আবার একটি হ্যকিংয়ের টিউন নিয়ে হাজির হয়েছি। আমরা বেশিরভাগ মানুষই কিভাবে ওয়াই ফাই হ্যাক করতে হয় সে সম্পর্কে জানতে চাই। তাই আমি এর আগেও দুটো ওয়াই ফাই হ্যাকিং এর টিউন করেছি চাইলে পড়ে আসতে পারেন। তবে সেখানে উল্লেখিত পদ্ধতিতে ওয়াই ফাই হ্যাক করতে হলে আপনার ওয়াই ফাইটি যেকোন ডিভাইসে কানেক্ট থাকতে হবে এবং সেখান থেকে হ্যাক করতে হবে। কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে হ্যাক করবো তার জন্য কোন ডিভাইসে কানেক্ট থাকতে হবে না।

টিউনটি শুরু করার আগে বলে রাখি এটি শুধু মাত্র জানার জন্য এবং সতর্ক থাকার জন্য করা হচ্ছে। তাই যদি কেউ এটি খারাপ কাজে ব্যবহার করে তাহলে তার সকল দায়িত্ব তার। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের টিউনটি শুরু করা যাক। আশা করি অনেক কিছু শিখতে পারবেন।

আজকে যে পদ্ধতিতে ওয়াই ফাই হ্যাক করা দেখাবো তা অনেক সহজ। তবে তার জন্য আপনাকে রাউটার এর কাছে থাকতে হবে। কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাকটি করবেন তা জানতে পুরো টিউনটি ভালো করে পড়ুন।

 

কিভাবে হ্যাক করবেন?

প্রথমে আপনি আপনার ফোনে থাকা Settings অপশনটিতে যাবেন। এবং তার সাথে রাউটারের কাছেও যাবেন।

এখান থেকে wi-fi অপশনটিতে ক্লিক করবেন এবং প্রবেশ করবেন।

এই পেজটির উপরে তিনটি ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। তাহলে নিচের মতো একটি মেন্যু বের হবে।

এখানে অনেকগুলো অপশন রয়েছে তা থেকে Advanced অপশনে ক্লিক করবেন।

এখানেও অনেক গুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে WPS Push Button অপশনটি খুঁজে নিবেন। এবং সেখানে আবারও একটি ক্লিক করবেন।

ক্লিক করার পর যখন দেখতে পাবেন এই পপআপ অপশনটি এসেছে তখন আপনি আপনার রাউটারের কাছে যাবেন এবং রাউটারের উপরে একটি বাটন দেখতে পাবেন।

উপরের ছবিটার মতো একটি বাটন দেখবেন। এটি যেকোন রাউটারে অবশ্যই থাকবে শুধু মাত্র খুঁজে নিবেন। এবং আপনার মোবাইলের অপশনটির লোডিং শেষ হওয়ার আগেই সেখানে একটি ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার মোবাইলে সেই ওয়াই ফাইটি কানেক্ট হয়ে গেছে কোন প্রকার পাসওয়ার্ড ছাড়াই।

আশা করি টিউনটি ভালো লেগেছে যদি ভালো লাগলে তাহলে জোসসে ক্লিক করতে পারেন। এবং নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদেরকে ফলো করতে পারেন। পরবর্তীতে কি ধরনের টিউন চান তা টিউমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস