হ্যালো বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকাকে আরেকটু বেশি ভালো করার জন্য আমি আরো একটি মজাদার টিউন নিয়ে হাজির হয়েছি। আমরা তো সবাই কম বেশি ওয়াই ফাই হ্যাকিং করতে চাই। কিন্তু কিভাবে তা আমরা অনেকেই জানি না। আর যদি জানতে চান তাহলে আমাদের সাথে থেকে পুরো টিউনটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি অনেক উপকৃত হবেন। এই টিউনটি করার আগে আমি আরো একটি টিউন করেছি। যেখানেও ওয়াই ফাই পাসওয়ার্ড কিভাবে নেওয়া যায় তা বিস্তারিত ভাবে বলেছি। আজকের এই টিউনেও ওয়াই ফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করা যায় তা দেখাবো তবে ভিন্ন ভাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আজকের এই টিউনটিতে যে পদ্ধতিতে ওয়াই ফাই পাসওয়ার্ড বের করা দেখাবো তা মোবাইল দিয়ে সম্ভব না। তাই যারা মোবাইল ব্যবহারকারি রয়েছেন তারা টিউনটি না পড়লেও কোন সমস্যা নেই। আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করেন মূলত তাদের জন্যই আজকের এই টিউন। যদি আপনি মোবাইল দিয়ে ওয়াই ফাই হ্যাকিং করতে চান তাহলে চাইলে আমার আগের টিউনটি পড়তে পারেন।
প্রথমে আপনি দেখে নিন আপনি যে ওয়াই ফাইটির পাসওয়ার্ড বের করবেন তা কানেক্ট অবস্থায় আছে কিনা। যদি না থাকে তাহলে কানেক্ট করেনিন। আর যদি কানেক্ট করা থাকে তাহলে আপনি আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন।
এখানে আসার পর আপনি বিভিন্ন অফশন দেখতে পাবেন। সেখান থেকে Network and Internet অপশনে ক্লিক করে প্রবেশ করুন।
তারপর আরো কিছু অপশন দেখতে পাবেন। দেখতে পাবেন Network and Sharing Center এর নিচে লেখা রয়েছে View Network and status task এই অপশনে ক্লিক করুন। তাহলে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এই পেজের ডান পাশে আপনি আপনার কানেক্টকৃত ওয়াই ফাইটি দেখতে পাবেন। এবং সেই ওয়াই ফাই নামের উপর একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি Popup menu অপেন হবে। যাতে ওয়াই ফাই এর সকল তথ্য রয়েছে।
এখান থেকে Wireless Properties নামে একটি বাটন দেখতে পাবেন। সেখানে একটা ক্লিক করবেন। তাহলে আরো একটি Popup Menu অপেন হবে।
এখান থেকে Security ট্যাবে যাবেন। এবং নিচে দেখতে পাবেন একটি Show Character নামে চেকবক্স রয়েছে। সেখানে চেক দিয়ে দিবেন। তাহলে আপনি Network Security key অপশনে আপনার ওয়াই ফাই এর কাঙ্গিত পাসওয়ার্ডটি দেখতে পাবেন। আর সহজেই সেই পাসওয়ার্ড দিয়ে যেকোন ডিভাইসে কানেক্ট করতে পারবেন।
আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে জোসসে ক্লিক করতে পারবেন। আর এইরকম টিউন পেতে আমাদেরকে ফলো করতে পারেন। এবং পরবর্তিতে কি ধরনের টিউন করবো তা টিউমেন্ট করে জানাতে পারেন।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।