আজকাল বিভিন্ন প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁসহ জনসমাগম হয় এমন জায়গায় (পাবলিক প্লেস) বিনা মূল্যে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক এখন সহজলভ্য।
যেহেতু বিনা মূল্যের Wifi তাই সেটি পাওয়ামাত্রই অনেকে তাঁদের স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার শুরু করে দেয়।
কিন্তু বিনা পয়সার এই Wifi নিরাপদ কি না, তা কখনো ভেবে দেখেছেন?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিনা মূল্যের Wifi ব্যবহারের আগে বিবেচনা করে তারপর অনলাইনে যাওয়া উচিত।
প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে, বিনা মূল্যের Wifi ব্যবহার করে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ওয়েবসাইট ব্যবহারে সতর্ক থাকা উচিত। কারণ, সামান্য অসাবধানতায় আপনার ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের কাছে পাচার হয়ে যেতে পারে।
সাধারণত তরুণেরা এবং নতুন ইন্টারনেট ব্যবহারকারী এসব ঝুঁকিতে বেশি থাকে।
তাই আপনার তথ্য সুরক্ষিত রাখতে বিনামূল্যের Wifi ব্যবহারে সচেতন থাকুন।
সৌজন্যে:
আমি হাফিজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।