এবার ওয়াইফাই তো হ্যাক হবেই সাথে ওয়াইফাই বাপ ও হ্যাক হবে ১০০% গ্রান্টি কেউ মিস করবেন না।

সবাই কেমন আছেন।
আশা করি সবাই ভালো আছেন।
টেকটিউনসের সাথে থাকলে তো
সবাই ভালো থাকে।আরো ভালো
থাকার জন্যে আপনাদের সামনে নিয়ে আসলাম আজ পর্যন্ত অনেক
এপস ব্যবহার করে দেখেছেন ওয়াইফাই হ্যাক করার জন্যে জানি বিফল হয়েছেন। শুধু আপনি
না আমিও হয়েছিলাম। কিন্তু এবার এমন একয়েকটা অ্যাপ নিয়ে হাজির হয়ছি যে,যে কোনো ওয়াইফাই পাসয়ার্ড হ্যাক করা সম্ভব।তবে আপনাকে ৩০ গজের মধ্যে থাকতে হবে।যত সম্ভব ওয়াইফাই এর কাছে থাকুন।কাছে থাকলে দ্রুত ওয়াইফাই হ্যাক হওয়ার সম্ভব থাকে যায়। আসলে সত্যি কথা বলতে কি
এই সব হ্যাক করতে গেলে আপনাকে
অক্লন্ত পরিশ্রম করতে হবে নয় তো
পারবেন না।আর দরকার অনেক অনেক ধৈর্য যা সবার মাঝে থাকে না।
ধৈর্য না থাকার কারনে অনেকে ব্যর্থ
হবেন।চেষ্টা করুন সফল হবেন।তো
আর বগবগ করবো না কাজের কথায় আসি।
1.Step:অ্যাপটি ওপেন করুন permission চাইলে allow করেদিন।Root না হলেও চলবে।
2.Step:তার পর add network ক্লিক করুন।
3.Step:wifi search করুন।এবার দেখুন আপনার
আশেপাশের wifi গুলো চলে আসছে।যে wifi টা
হ্যাক করবেন তার উপর ক্লিক করুন।
4.Step:small Dictionary,Middle Dictionary &
Big Dictionary সব গুলো টিক দিন।নিচের Configure Bruteforce ক্লিক করুন।
5.Step:সব গুলো টিক দিন।
Save Configuretion এ ক্লিক করুন।
6.Step:আবার small Dictionary,Middle
Dictionary & Big Dictionary সব গুলো টিক দিন।
add to Queue তে ক্লিক করুন।
7.Step:এখানে অপেক্ষা করুন। যত ক্ষন না।পাসওয়ার্ড দেখাবে।
8.Step:Test Succeeded দেখালে।আপনি সফল হবেন।
নিচে দেখুন পাসওয়ার্ড দেখাচ্ছে।পাস কপি করুন।
9.Step:এবার default wifi গিয়ে পাসওয়ার্ড দিন।
10.Step:দেখেন wifi connected হয়ে গেছে।আমি তিনটি অ্যাপ দিয়ে ওয়াইফাই হ্যাক করায় সফল হয়েছি।তিনটি অ্যাপ ডাউনলিংক দিলাম।
১.ডাউনলোড লিংক এখানে
২.ডাউনলোড লিংক এখানে
৩.ডাউনলোড লিংক এখানে
কষ্ট করে টিউনটা পড়ার জন্যবাদ
বি:দ্র:Root/unroot মোবাইলে ১০০% হ্যাক হবেই।
আগেই বলে রাখছি ধৈর্য ধরা লাগবে।
মানুষ মাত্রই ভুল যদি ভুল ত্রুটি
হয় তাহলে ছোট ভাই হিসেবে
ক্ষমা করে দিবেন।

Level 0

আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস