কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
আজকেও আবার আমি আপনাদের জন্য নিয়ে আসলাম WIFI এর আরেকটি টিউটোরিয়াল।
আজকের টিউটোরিয়ালে আমি দেখাবকিভাবে আপনি কাউকে আপনার Wifi থেকে ব্লক করবেন।
অর্থাৎ কারো কাছে আপনার Wifi Password থাকার পরও যদি আপনি কাউকে আপনার wifi ব্যবহার করা থেকে বিরত রাখতে চান তাহলে কিভাবে তা করবেন?
তো এই বিষয়েই আজ আমি আপনাদের সাথে আলোচলা করব।
আমি আপনাদের কে TP-Link এর নিয়ম দেখিয়েছি, আপনার অন্য রাউটারেও চেস্টা করে দেখতে পারেন।
এর জন্য প্রথমে আমরা যাকে ব্লক করব তা MAC Address জানতে হবে।
PC এর MAC Address জানার জন্য আমরা Commanf Prompt এ লিখব ipconfig/all
এবং ফোনের MAC Address জানার জন্য আমরা ফোনের Setting থেকে About Phone এ যাব তারপর Status এ আমাদের Mac Address দেখতে পাব।
wifi নিয়ে আরো কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই সাথেই থাকুন।
আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
ফেইসবুকে আমিঃ Shehab Editz
সাবস্ক্রাইব করুনঃ Youtube
যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি।
আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি