আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে ভালো আছি। আপনারা সবাই আল্লার রহমতে ভালো আছেন নিচয়। অনেক দিন থেকে কিছু লিখব মনে করছি লাম কিন্তু সময় করে উতে পাছিলাম না। যায় হোক এখন কাজের কথায় আসাজাক।
আজকের বিষয় হচ্ছে
যারা wifi দিয়ে business করতে চান তাদের জন্য সুথবর। ১টা টাওয়া থেকে ১কি:মি: দূর থেকে wifi দিয়ে ইন্টারনেট ব্যাবোহার করা সম্ভ এবং অল্প খরচে। ব্যাবোহার করা যাবে ইসমাট ফোন, টাব, ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার এ।
এবার wifi দিয়ে Internet Broadband Business কবতে কি কি ডিভাইস লাগবে?
1. Computer
2. Mikrotik Router board
3. Radio Device
4. LAN Cabal Cat 5 or 6
এই ডিভাইস গুলো লাগবে সুধু ওইফাই নেটওয়র্ক করার জন্য।
আর আপনি কি ভাবে আএসপি থেকে bandwidth নিবেন? আপনি Radio Device দিয়ে নিতে পারেন বা optical fiber কানেকসন নিতে পারেন। যদি আপনার আসপাপে কোন nationwide isp থাকে তাহলে তাদের কাছ থেকে নিতে পারেন। বর্তমানে বাংলাদেশের যে কোন প্রান্তে bandwidth পাওয়া সম্ভ।
এথন মেন বিষয় হচ্ছে কোন ডিভাইস দিয়ে ১ কি:মি: নেটওয়ার্ক পাওয়া সম্ভ এবং এর জন্য কী করতে হবে?
বাংলাদেশে যে ডিভাইস পওয়া যাই সেগুলো দিয়ে সবোচ ৪০০ মিটার দূর থেকে নেটওয়ার্ক পাওয়া যায়। যেমন Nano station M2 2.4GHz দিয়ে সবোর্চ ৪০০ মিটার দূর থেকে নেটওয়ার্ক পাওয়া যায়। চাইনা কিছু ডিভাইস আছে যেগুলো দিয়ে ১কি: মি: নেটওয়ার্ক পওয়া সম্ভ।এর জন্য আপনাকে টাওয়ারের হাইট দিতে হবে মিনিমাম ৮০ ফিট হাইট যত বেশি হবে নেটওয়ার্ক তর্ত দূরে যাবে। টাওয়ারের হাইট নিভর করে এলাকার উপর।
আমি নিজে করে WIFI Hotspot Broadband Business করতেছি। নিচে আমার টওয়ারের ছবি দিলাম
এটা আমার মেন টাওয়ার নিচের টা রিপিটার
এটা আছে মেন টাওয়া থেকে ৪কি:মি: দূরে। আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে পারেন। আর লিখার মাঝে কোন ভুল হলে নিসচয় খমার চোখে দেখবেন। আবারো হাজির হবো কোন এটা বাজে টিউস নিয়ে আজ এই পর্যন্ত আল্লাহাফেজ।
facebook link
আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnar phone number ta den please