আমি যে পদ্ধতি দেখাবো, এতে আপনার laptop, normal পদ্ধতিতে যদি hotspot চালু না- হয় আপনি বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
মোট কথা, আপনার laptop এ wifi চললে, hotspot ও চলবে।
পদ্ধতি ১:
এই পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন, normally অন্য সব laptop এর মত, আপনার laptop এ কি hotspot চালু হবে কি না!
যদি না হয় পদ্ধতি ২ এ চলে যান সরাসরি।
প্রথমে CMD launch করুন, (যারা জানেন না, Search box এ CMD লিখুন, না আসলে, run এ যান, CMD লিখে OK দিন)
CMD(Command Prompt) তে নিচের inverted কমার ভেতরের অংশটুকু copy-paste করে, enter দিন
“netsh wlan show drivers”
এখন যে লেখাগুলো আসবে, সেখানে দেখুন একটা লেখা এমন আছে,
“Hosted network supported : Yes অথবা No”
যদি YES আসে, আপনার কপাল ভালো, normally hotspot on হবে, আর No হলে, আর দেখার প্রয়োজন নেই, সরাসরি, পদ্ধতি ২ এ চলে যান।
এখন আসি, যাদের YES আসবে, তারা এখানে থেকে myPublicWIFI - software টা নামিয়ে নিন।
আর install করে, নিজের নাম password দিয়ে চালু করে ফেলুন আপনার personal hotspot!
পদ্ধতি ২:
এই পদ্ধতিতে আপনার একটা software নামাতে হবে, তার আগে বলে রাখি, এটা অনেকটা force করে চালু করার মত।
প্রথমত যে কয়টা জিনিস ঠিক থাকতে হবে…
এখন PC restart দিয়ে, এখান থেকে ConnectifyHOTSPOT সফটওয়ার টি নামিয়ে install দিন, আর আপনার পিসি কে বানিয়ে ফেলুন router!
আমি রকিবুল ইসলাম রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I can't explain and you don't understand