Wifi রেঞ্জ এর জন্য সাহায্য চাই

আমি কখনো টিউন করিনি, তাই কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। আমি আসলে WIFI  সম্পর্কে একটু সাহায্য চা্ই।

আমাদের বাজারে ্ওয়াইফাই দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। আমার বাড়িতে ঘরের বাইরে ওয়াইফাই রেঞ্জ হালকা পাওয়া যায়। তার পর আমি বাজারে গিয়ে তাদের এখান থেকে একটি কানেকশন নি।যেহেতু আমার বাইরে হালকা রেঞ্জ পাওয়া যায় তাই আমি Tp-link-WN722N এই এডাপ্টরটির মাধ্যমে কানেক্ট করি কানেক্ট হওয়ার পর 2 মিনিট চলে এর পর রেঞ্জ চলে যায়। এখন  এই এডাপ্টারটার সাথে কোন এন্টিনারের মাধ্যমে কি আমি ওয়াইফাই রেঞ্জ বাড়াতে পারি? কারো যদি জানা থাকে দয়াকরে আমাকে বলবেন। আমি Youtube অনেক ঘাটাঘাটি করছি কিন্তু কোন ভাবেই আমি এই রেঞ্জ বাড়াতে পারিনি। এখন এধরনের কোন এন্টিনার বা কোন ডিভাইজ যদি থাকে Plz আমাকে জনিয়ে একটু হেল্প করবেন। কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।

টিউনমেন্ট এর শব্দ কম হওয়াই  !!!!!!!!! !!!!!!!! !!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!!

আমাদের বাজারে ্ওয়াইফাই দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। আমার বাড়িতে ঘরের বাইরে ওয়াইফাই রেঞ্জ হালকা পাওয়া যায়। তার পর আমি বাজারে গিয়ে তাদের এখান থেকে একটি কানেকশন নি।

বাইরে ওয়াইফাই রেঞ্জ হালকা পাওয়া যায়। তার পর আমি বাজারে গিয়ে তাদের এখান থেকে একটি কানেকশন নি।

বাইরে ওয়াইফাই রেঞ্জ হালকা পাওয়া যায়। তার পর আমি বাজারে গিয়ে তাদের এখান থেকে একটি কানেকশন নি।

বাইরে ওয়াইফাই রেঞ্জ হালকা পাওয়া যায়। তার পর আমি বাজারে গিয়ে তাদের এখান থেকে একটি কানেকশন নি।

Level 0

আমি Shimul Debnath। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার সাথে যোগাযোগ করুন। আমার ই-মেইল : [email protected]

ভাই এত ঝামেলা না কর একটা WiFi Extender Use করেন ।আশা করি কাজে দেবে ।

যতদূর বোঝা যাচ্ছে , আপনার সিগন্যাল গেইন নিয়ে সমস্যা হচ্ছে। যদি আপনার কাছে সিগন্যাল কম আসে সেক্ষেত্রে আপনি একটা ‘Wi-Fi Signal Repeater’ এবং ‘Wi-Fi Signal Extender’ কিনে নিন [ হইত খরচ বেশী পড়বে ]। যদি আপনার বাড়ি ও ওয়াইফাই স্টেশন এর মধ্যে দূরত্ব ১কিমি হই তাহলে আপনার বাড়ির ১০০ মিটার দূরত্বে কারোর বাড়ির ছাদে extender টা এবং আর ১০০ মিটার দূরে অন্য জনের বাড়ির ছাদে রিপিটার টা বসিয়ে দেখুন। সিগন্যাল বাড়বেই!
তবে, আপনার আমার আইডিয়া টা পছন্দ নাও হতা পারে।কারন অন্যের বাড়ির ছাদে বসাতে গেলে টাকা দিতে হবে এছাড়া ঝর,বরশা,ব্রিস্তি ত আছেই।

    Thanks for your advice.
    Je Vai ame totolink ar range extender kince. kintu ata amr ISP ar sata connect hoy na. ISP ta mac Ip deya kora ota kevaba connect korbo plz janla aktu bolban.

আর হ্যাঁ, এই লিঙ্ক টা দেখবেন [Product Description] :- http://www.ebay.com/sch/Computers-Tablets-Networking-/58058/i.html?_from=R40&_nkw=wireless+signal+repeater

Apnader okhane wired broadband paoa jai Na? Asole ISP er theke abhabe tana-tani kore Wi-Fi neoata asubidhar.
Ami Howrah(India) te thaki (rural area) .Ekhane WishNet er Wired (Fiber Optic) broadband nie6i.Monthly 485 takai Gore 120kbps dei. Unlimited.AR akta ‘LinkSys E1200 Router’ kine6i.Or sahajei gota barita [0.6katha] area te full-WiFi zone hoe ge6e.Ate amader 3 te Android & 2 PC chole (motamuti/sob aksathe chole Na).Apni Wi-Fi receive korar bodole broadband nie nijei HotSpot banan.Reply korben.
Apni Range Extend kore hoito connection paben kintu se connection er Releability thakbe Na.Connection drop hobe/Bank er website kaj korte korte Akbar connection drop manei re-log in.Apnar pokkhe sob dikei osoubidhe.Machine gulo line phele6en.Bhabun Ki korben.Reply deben.Ami Mac – IP -connect korte Janina.

AI daran.daran!
AI product ta ekbar dekhun.Kotogulo antenna ar akta .Ata weak 3G signal dhorar jonno.Tobe ha Wlan er khetreo kaje laglte pare.Tobe khub akta bishal kicchu hobe Na

http://www.amazon.in/Generic-2-4GHz-Booster-Antenna-Wireless/dp/B0196EVC66?tag=googinhydr18418-21

    হে দাদা এগুলো WIFI তেও ইউস করা যাবে। কিন্তু আমি বাংলাদেশে থাকি আর আমার কাছে মাষ্টার কার্ড নেই তাই এগুলো কিন্তে পারছিনা। এইগুলা দিয়ে আমি মোটামুটি কাভার করতে পারবো। আর আমাদের এখানে আপনার ওখানের মতো WishNet er Wired (Fiber Optic) broadband নাই।