আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেটির মাধ্যমে ওয়াইফাই দিয়ে আপনার অ্যান্ড্রোয়েড ফোন এ দ্রুত ফাইল ট্রান্সফার, কল বা চ্যাট সবই করুন ফ্রীতে। অ্যাপটির নাম Wi-Fi Talkie। গুগল প্লে স্টোরে অ্যাপটির দাম ছিল ২.৬৭ ডলার আর এখন 0.99$ এবং রেটিং ৪.৫।
এবার যেকোন একটা ফোনকে ওয়াইফাই হটস্পট বানিয়ে ওই নেটয়ার্কে সবাই ওয়াইফাই দিয়ে কানেক্ট হন। এরপর সবাই অ্যাপটি ওপেন করুন। এবার যার যার স্ক্রিনে available ডিভাইসগুলো দেখা যাবে। এবার আপনার দরকার অনুযায়ী ডিভাইসের উপর প্রেস করে Call/Send File/Chat করতে পারবেন। বাকীটা আপনারা বুঝে নিন…! এভাবে আপনারা কল, চ্যাট, ফাইল সেন্ড সবই করতে পারবেন। (**একই বিল্ডিং এ গার্লফ্রেন্ড থাকলে তো কথাই নাই…!! ফ্রি কল
বিঃদ্রঃ
১. ফোনে কোন ইন্টারনেট থাকার দরকার নাই।
২. কল, চ্যাট, ফাইল সেন্ড করতে কোন পয়সা লাগবেনা।
৩. এই অ্যাপটি শুধু আপনার ওয়াইফাই ইউজ করবে (সবই ওয়াইফাই এর মাধ্যমে হবে)।
অ্যাপ টির সাইজ মাত্র ১.২০ MB এবং গুগল প্লে স্টোরের রেটিং ও অনেক ভাল। তাই দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন অ্যাপটি কতটা কাজের।
টিউন টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।
বিপিএল এর সবগুলো ম্যাচ কোন প্রকার বাফারিং ছাড়াই অনলাইন এ দেখতে এখানে আসুন