আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন,
এটা তেমন কনো দরকারি টিউন নয়, অথবা এই বিষয়ে অনেকেই জানেন তবু কিছু একটা নিয়ে টিউন করব তাই টিউন করা। এখন Smartphone এর যুগ তবু আমার মত যারা নোকিয়া Symbian মোবাইল কে Hotspot হিসেবে ব্যবহার করে থাকেন তারা লক্ষ করে থাকবেন Windows 8.1 এ WiFi নেটওয়ার্ক আইকন আসলেও কানেক্ট অপশন আসেনা, এই টুলস টি দিয়ে যে কনো ফ্রী Wifi Network'a Connect হতে পারবেন। আমি আবারো বলছি শুধুমাত্র ফ্রী নেটওয়ার্ক। Software টির নাম Wefi এটি ডাউনলোড করুন এইখান থেকে।
আপনার নোকিয়া S60v3 / V5 মোবাইল কে HotSpot করতে Joiku hotspot software টি ডাউনলোড করে নিন। প্রয়োজনে google এর সাহায্য নিন অথবা এই লিঙ্কে গিয়া http://www.mrcrab.net/download/4526/Joikuspot_Premium_V3.10.1026_Symbian_S60v3_S60v5_S3_Unsigned_Cracked.html ডাউনলোড করে নিন।এটা ব্যবহার করতে হলে ফোন হ্যক করা থাকতে হতে পারে। লিঙ্কে গিয়া নিচের ছবির মত পেজ আসবে এর সবুজ রঙের "Download Now" Button -এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। নিচের ছবির মত। আমি অনেকদিন ধরেই এভাবে নেট ইউজ করে আসছি, আর এতে Regular Modem এর চাইতে স্পিড থাকে বেশি। চেষ্টা করে দেখতে পারেন। কোন ভূল থাকলে টিউমেন্টস করে জানাবেন। আর ১টা সমস্যা, এই টিউন টা গতকাল থেকে পাবলিশ করার চেষ্টা করছি, কিন্তু বারবার "টিউনের বিষয়বস্তু খুব অল্প (টিউনের বিষয়বস্তু কমপক্ষে 200 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 185 টি) " লিখা আসে। কেউ এর সমাধান দিলে খুশি হব।
আজ এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।
আমি Rumi PK। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Rajshahi University Of Engineering & Technology. Depart. Of Electronics & Telecommunication Engineering.....
dhonnobad bhaia.