৬ মাস আগে আইডি খুলা ছিলো। আমি ভুলেই গেছিলাম।
প্রথম টিউন তাই টিউন টি কেমন হল জানাবেন।
কিছু হ্যাকিং নিয়ে বকবক করেই আমি ওয়াফাই হ্যাক করা নিয়ে কথা বলব। আমি এইভাবে ওয়াইফাই হ্যাক করে পাশের বাসার একজনের ২৫ জিবি ১ মাসে খাইছি।
আচ্ছা হ্যাকিং কি ?
কোন বস্তুর সিকিউরিটির দুর্বল পয়েন্ট গুলোর মাধ্যমে সেটির কন্ট্রল নেওয়াটাই হ্যাকিং।
সেক্ষেত্রে আপনার রিমোট কন্ট্রল এসি পর্যন্ত হতে পারে হ্যাক। আমরা সাধারনত ওয়েবসাইট হ্যাক সোশ্যাল আইডী হ্যাক, ক্রেশিট কার্ড হ্যাক, ইত্যাদিই বুঝে থাকি।
সবাই জানেন যারা হ্যাক করে তাদের বলে হ্যাকার। এই হ্যাকার রা তিন প্রকারের হয়।
১। ব্লাক হ্যাট। (সকল ধরনের খারাপ কাজ এরা করে থাকে।)
২। হোয়াইট হ্যাট। (এরা ভালো মানের হ্যাকার। সাধারনত খারাপ কাজ করে না। এদের সিকিউরিটি স্পেশালিস্ট বলতে পারেন।)
৩। গ্রে হ্যাট। (এরা কখনো ব্লাক কখনো হোয়াইট হ্যাট দের মত আচরন করে থাকে।
হ্যাকিং করতে গেলে কি জানতে হবে ?
আপনাকে মুলত সকল প্রগ্রামিং জানতে হবে আর থাকতে হবে নিজের অসাধারন বুদ্ধি (যেটার অভাব নাই)
আপনার প্রগ্রামিং এর দক্ষতা যত বেশি হবে আপনি তত ভালো হ্যাকার হতে পারবেন। এছাড়াও হ্যাকারদের নিজস্ব ভাষা আছে এর নাম " লিট"।
আচ্ছা আসুন এবার ওয়াইফাই হ্যাকিং শিখি।
প্রথমে Dumpper এখান থেকে এবং Jumpstart সফটওয়্যার এখান থেকে রার ফাইলে ডাউনলোড দেই।অথবা গুগল থেকে সার্চ করেও এই দুইটা নামায় নিতে পারেন।এবার সেটা এক্সট্রাক্ট করে নেই এবং সেখান থেকে Jumpstart ইনস্টল করি।
এরপর Dumpper রান করি। এটা ইন্সটল করা লাগবে না।
রা করার পর নিচের ছবির মত করে
wps সিলেক্ট করে সেখান থেকে স্কান করবেন। তাহলে আপনার আশেপাশের সকল ওয়াইফাই নেটওয়ার্ক সেখানে শো করবে। এরপর আপনি যে নেটওয়ার্ক টা হ্যাক করতে চান ঐটায় ক্লিক করুন তাহলে নিচের লাল চিহ্ন দেওয়া ঘরে wps pin নামে একটা পিন পাবেন ঐটা কপি করে নিন। এবার প্রোগ্রাম বন্ধ করে jumpstart ওপেন করুন।
সেখানে join a wireless network সিলেক্ট রেখে নেক্সট করুন। এরপর নিচের ছবির মত আসবে।
এরপর Enter a new pin from my access point সিলেক্ট করুন। তখন নিচে একটা ফাকা বক্স পাবেন। সেখানে আগের কপি করা পিন টি ctrl+v চেপে পেস্ট করে দিন । এরপর নেক্সট করুন। এরপর একটু সময় নিবে কানেক্ট হতে। অপেক্ষা করুন হয়ে যাবে।
শর্ত
১ নেটওয়ার্ক ৫০ % এর উপরে থাকতে হবে ।
এটা আমি নিজে করেছি। ট্রাই করে দেখুন অবশ্যই হবে।
আমাকে ফেসবুকে খুজুন এখানে
আমার একটি ছোট্ট সাইট আছে চাইলে ঘুরে আস্তে পারেন এখানে
আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
cesta kore delhbo