ওয়াইফাই হ্যাক করুন সাথে হ্যাকিং নিয়ে কিছু কথা

৬ মাস আগে আইডি খুলা ছিলো। আমি ভুলেই গেছিলাম।

প্রথম টিউন তাই টিউন টি কেমন হল জানাবেন।

 

কিছু হ্যাকিং নিয়ে বকবক করেই আমি ওয়াফাই হ্যাক করা নিয়ে কথা বলব। আমি এইভাবে ওয়াইফাই হ্যাক করে পাশের বাসার একজনের ২৫ জিবি ১ মাসে খাইছি।

আচ্ছা হ্যাকিং কি  ?

কোন বস্তুর সিকিউরিটির দুর্বল পয়েন্ট গুলোর মাধ্যমে সেটির কন্ট্রল নেওয়াটাই হ্যাকিং।

সেক্ষেত্রে আপনার রিমোট কন্ট্রল  এসি পর্যন্ত হতে পারে হ্যাক। আমরা সাধারনত ওয়েবসাইট হ্যাক সোশ্যাল আইডী হ্যাক, ক্রেশিট কার্ড হ্যাক, ইত্যাদিই বুঝে থাকি।

সবাই জানেন যারা হ্যাক করে তাদের বলে হ্যাকার। এই হ্যাকার রা তিন প্রকারের হয়।

১। ব্লাক হ্যাট। (সকল ধরনের খারাপ কাজ এরা করে থাকে।)

২। হোয়াইট হ্যাট। (এরা ভালো মানের হ্যাকার। সাধারনত খারাপ কাজ করে না। এদের সিকিউরিটি স্পেশালিস্ট বলতে পারেন।)

৩। গ্রে হ্যাট। (এরা কখনো ব্লাক কখনো হোয়াইট হ্যাট দের মত আচরন করে থাকে।

হ্যাকিং করতে গেলে কি জানতে হবে ?

আপনাকে মুলত সকল প্রগ্রামিং জানতে  হবে আর থাকতে হবে নিজের অসাধারন বুদ্ধি (যেটার অভাব নাই)

আপনার প্রগ্রামিং এর দক্ষতা যত বেশি হবে আপনি তত ভালো হ্যাকার হতে পারবেন। এছাড়াও হ্যাকারদের নিজস্ব ভাষা আছে এর নাম  " লিট"।

আচ্ছা আসুন এবার ওয়াইফাই হ্যাকিং শিখি।

প্রথমে Dumpper  এখান থেকে এবং   Jumpstart  সফটওয়্যার এখান থেকে রার ফাইলে  ডাউনলোড দেই।অথবা গুগল থেকে সার্চ করেও এই দুইটা নামায় নিতে পারেন।এবার  সেটা এক্সট্রাক্ট করে নেই এবং সেখান থেকে Jumpstart ইনস্টল করি।

এরপর Dumpper রান করি। এটা ইন্সটল করা লাগবে না।

রা করার পর নিচের ছবির মত করে

wps সিলেক্ট করে সেখান থেকে স্কান করবেন। তাহলে আপনার আশেপাশের সকল ওয়াইফাই নেটওয়ার্ক সেখানে শো করবে। এরপর আপনি যে নেটওয়ার্ক টা হ্যাক করতে চান ঐটায় ক্লিক করুন তাহলে নিচের লাল চিহ্ন দেওয়া ঘরে wps pin নামে  একটা পিন পাবেন ঐটা কপি করে নিন। এবার প্রোগ্রাম বন্ধ করে  jumpstart ওপেন করুন।

সেখানে join a wireless network সিলেক্ট রেখে নেক্সট করুন। এরপর নিচের ছবির মত আসবে।

এরপর  Enter a new pin from my access point সিলেক্ট করুন। তখন নিচে একটা ফাকা বক্স পাবেন। সেখানে আগের কপি করা পিন টি  ctrl+v চেপে পেস্ট করে দিন । এরপর নেক্সট করুন। এরপর একটু সময় নিবে কানেক্ট হতে। অপেক্ষা করুন হয়ে যাবে।

শর্ত

১ নেটওয়ার্ক ৫০ % এর উপরে থাকতে হবে ।

এটা আমি নিজে করেছি। ট্রাই করে দেখুন অবশ্যই হবে।

আমাকে ফেসবুকে খুজুন এখানে 

আমার একটি ছোট্ট সাইট আছে  চাইলে ঘুরে আস্তে পারেন এখানে

Level 0

আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

cesta kore delhbo

ভাই হবে ত

ভাইয়া এন্ড্রয়েড দিয়ে হ্যাক করার কোনো উপায় আছে কি? @অমিত ভাই

vai software kichu lekha utha na.help me

ওহ।ভাই কাজ হয়েছে ।অনেক অনেক ধন্যবাদ।আজকে আমি জীবনের প্রথম হ্যাক করলাম।

আমি জানতাম হবেই । ভুয়া টিউন করলে এ যাবত ১০০০+ টিউন করতাম

kono lekha aschena.

just show this
” no se ha encontrado el archivo de idioma”

korsi kintu jeta copy korte setai pachi na

দেখি ভাই কাজ হয় কি না

ভাই দয়া করে এন্ড্রয়েড এর টা দেন।
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ !!!!!

ধন্যবাদ অমিত ভাই।

ভাই আপনার ফেসবুক আইডির লিংক টা দেন!!

@Amit vi:thanks…..

vai plzz tararari android phone thake wifi password hack korer tune ta diben…

সত্যই অসাধারন। ধন্যবাদ আপনাকে…

Level 0

android er jonno din plz

ভাইয়া অনেকেই এন্ড্রয়ডের জন্য এরকম টিউন চেয়েছেন । আগে শিওর হয়ে নেই কাজ করে কি না তারপর টিউন করবো । তবে খুব তারাতারি ।

প্রিয় তে রাখলাম Android এর জন্য ওয়েট করলাম তারাতারি দিয়েন bro

bro Rangpur er kothay thaken

ভাই এন্ড্রএড মোবাইল এর জন্য একটা ১০০% উপকারি পোষ্ট করেন।ভাই আমি ওমান থেকে বলতেছি, এখানে ইন্টারনেট অনেক দাম। এবং waps/wap/wep সবগুলার জন্য।

অপেক্ষায় রইলাম

এতো পপুলার পোষ্ট
প্রথমবার দেখলাম 😮

Level 0

ভাই Jumpstart ইন্সটল হয়না। স্ক্রীনশট দিলাম প্লিজ একটু দেখুন…।
http://i59.tinypic.com/29m2fwm.jpg

ভাই অ্যান্ড্রয়েড এর জন্য wifi হ্যাকের টিউনের অপেক্ষায় রইলাম। আশা করি নিরাশ করবেন না।

Kaj hoy Na Na Na…………Probar pin Locked. Vuwa…..

ভাই কোনো লেখা আসতেছে না।কি করবো plz help করেন।

Level 0

wifi passsword locked

Dumpper run hoi na,bole j to run this application you first install following version of .NET framwork, jumpstart install hoece