আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই?
বর্তমানে সব ধরনের ল্যাপটপেই Wi-Fi সুবিধা থাকে।
তবে ব্রডব্যান্ড সংযোগ থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে ল্যাপটপে Hotspot তৈরি করতে হবে । আর এ জন্য রয়েছে নানা সফটওয়্যার । কিন্তু বেশিরভাগ সফটওয়্যার ফ্রি নয় । কিন্তু যেগুলো ফ্রি সেগুলোতে থাকে নানা সমস্যা । চাইলে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার না করে সিএমডি(CMD) ব্যবহার করেই ল্যাপটপটিকে ওয়াই-ফাই হটস্পটে পরিণত করা যায় । এজন্য প্রথমে স্টার্ট মেনু থেকে সার্চ বাটনে সিমডি(CMD) লিখে সার্চ করে রাইট বাটন ক্লিক করে এডমিনিস্ট্রেটর(Administrator) হিসেবে সিএমডি(CMD) ওপেন করতে হবে । এবার সিএমডি(CMD) ওপেন হলে “netsh wlan show driver” লিখে এন্টার দিতে হবে । কিছু সময় অপেক্ষা করতে হবে । নিচের মত লেখা খুজে বের করুন
Hosted Network Supported : Yes
এ রকম লেখা থাকলে তাহলে বুঝতে হবে আপনি ওয়াই-ফাই হটস্পট চালু করতে পারবেন । এরপর নিচে "netsh wlan set hostednetwork mode=allow ssid=Wi-FiHotspotName key=yourpassword" এই লেখাটুকু লেখবেন Wi-FiHotspotName এর জাগায় হটস্পটের নাম ও yourpassword এর জাগায় পাসওয়ার্ড দিয়ে এন্টার দিতে হবে । তৈরি হয়ে গেল আপনার ওয়াই-ফাই হটস্পট । এরপর লিখুন "netsh wlan start hostednetwork" এখন ইন্টার চাপুন । এখন Open Network and Sharing center এ যান । এরপর ইন্টারনেট কানেকশন সিলেক্ট করুন । এরপর Properties এ ক্লিক করুন এরপর Sharing টেপ এ ক্লিক করুন । এখানে "allow other network users to connect through this computer's internet connection" টিক দিন । এখন Home network connection এ "local area connection* 13 এখানে যেকনো সংখ্যা হতে পারে" সিলেক্ট করুন । ওকে(Ok) করে বের হয়ে আসুন । দেখুন ওয়াই-ফাই হটস্পট চালু হয়েগেছে ।
বুঝতে কোন সমস্যা হলে এই ভিডিও টি দেখতে পারেন ।
ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন । আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
এটা নিয়ে আগে টিউন হয়েছে