ল্যাপটপে ওয়াই-ফাই হটস্পট(Wi-Fi Hotspot) চালু করুন কোন সফটওয়্যার ব্যবহার না করেই

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই?
বর্তমানে সব ধরনের ল্যাপটপেই Wi-Fi সুবিধা থাকে।
তবে ব্রডব্যান্ড সংযোগ থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে ল্যাপটপে Hotspot তৈরি করতে হবে । আর এ জন্য রয়েছে নানা সফটওয়্যার । কিন্তু বেশিরভাগ সফটওয়্যার ফ্রি নয় । কিন্তু যেগুলো ফ্রি সেগুলোতে থাকে নানা সমস্যা । চাইলে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার না করে সিএমডি(CMD) ব্যবহার করেই ল্যাপটপটিকে ওয়াই-ফাই হটস্পটে পরিণত করা যায় । এজন্য প্রথমে স্টার্ট মেনু থেকে সার্চ বাটনে সিমডি(CMD) লিখে সার্চ করে রাইট বাটন ক্লিক করে এডমিনিস্ট্রেটর(Administrator) হিসেবে সিএমডি(CMD) ওপেন করতে হবে । এবার সিএমডি(CMD) ওপেন হলে “netsh wlan show driver” লিখে এন্টার দিতে হবে । কিছু সময় অপেক্ষা করতে হবে । নিচের মত লেখা খুজে বের করুন
Hosted Network Supported : Yes
এ রকম লেখা থাকলে তাহলে বুঝতে হবে আপনি ওয়াই-ফাই হটস্পট চালু করতে পারবেন । এরপর নিচে "netsh wlan set hostednetwork mode=allow ssid=Wi-FiHotspotName key=yourpassword" এই লেখাটুকু লেখবেন Wi-FiHotspotName এর জাগায় হটস্পটের নাম ও yourpassword এর জাগায় পাসওয়ার্ড দিয়ে এন্টার দিতে হবে । তৈরি হয়ে গেল আপনার ওয়াই-ফাই হটস্পট । এরপর লিখুন "netsh wlan start hostednetwork" এখন ইন্টার চাপুন । এখন Open Network and Sharing center এ যান । এরপর ইন্টারনেট কানেকশন সিলেক্ট করুন । এরপর Properties এ ক্লিক করুন এরপর Sharing টেপ এ ক্লিক করুন । এখানে "allow other network users to connect through this computer's internet connection" টিক দিন । এখন Home network connection এ "local area connection* 13 এখানে যেকনো সংখ্যা হতে পারে" সিলেক্ট করুন । ওকে(Ok) করে বের হয়ে আসুন । দেখুন ওয়াই-ফাই হটস্পট চালু হয়েগেছে ।
বুঝতে কোন সমস্যা হলে এই ভিডিও টি দেখতে পারেন ।

ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন । আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা নিয়ে আগে টিউন হয়েছে

Level 2

ধন্যবাদ……

Age tune hoileo amar moto jara Tara paynai….dhoobad ei oshadharon post er jonno

bai …ajj dextop er jonno WiFi kinlam …. thanx kaje lagbe …. ami akta jinis lokkho korci …. amar kokhono kichu dorkar boy tokhon e tt te a niye post kora boy …..I am so lucky. ….. thanx tuner bai der … /?/

Level 0

এইভাবে অনেক সমস্যা হয় .. এ চেয়ে আপনি mhotspot সফটওয়ারটি ব্যবহার করতে পারেন.. 🙂

প্রিয়তে নিলাম । পরে লাগবে । কিছু ছবি দিলে ভাল হতো ।