‘হার্ডডিস্ক মাই পাসপোর্ট ওয়ারলেস’ নিয়ে এসেছে ওয়াই ফাই সুবিধা

প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল নিয়ে এসেছে ওয়াই ফাই সুবিধা সম্বলিত ‘হার্ডডিস্ক মাই পাসপোর্ট ওয়ারলেস’। এর ফলে স্মার্টফোন কিংবা অন্যান্য ওয়াই ফাই সুবিধাযুক্ত ডিভাইস থেকে ব্যবহার করা যাবে এই হার্ডডিস্ক।

এই কাজে ব্যবহার করা হয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল মাই ক্লাউড মোবাইল অ্যাপ। ১ টেরাবাইট স্টোরেজের ক্ষেত্রে এর মূল্য ধরা হয়েছে ১৮০ ডলার এবং ২ টেরাবাইটের ক্ষেত্রে ২২০ ডলার। বর্তমানে অনলাইনে অগ্রিম বুকিং নিচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহের শেষের দিকে বিক্রি শুরু হবে ডিভাইসটির।

এই ধরণের হার্ডডিস্কের ধারণা এটিই প্রথম নয়। তবে এই ক্ষেত্রে নিজস্ব সৃজনশীলতার পরিচয় দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে থাকছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট।

যেহেতু কোন তারের ঝামেলা ছাড়াই কাজ করবে এটি, তাই এতে রয়েছে একটি অভ্যন্তরীণ ব্যাটারি। যদিও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কোন কিছু জানানো হয়নি, তবে বলা হয়েছে একবার চার্জ দিলে টানা ৬ ঘন্টা ব্যবহার করা যাবে এটি। ২০ ঘণ্টা স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে একবার চার্জ দিলে।

THE POST FIRST PUBLISH IN HERE     

Level 2

আমি সজিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগলো কিন্তু কবে নাগাদ পাব আমাদের পাবনায়?