যাদের নিজে ওয়াইফাই তেরী করতে গেলে the auto lan config is not running দেখায় তারা সমাধান নিয়ে নিন।

আমার প্রথম পোস্ট এ দেখিয়ে ছিলাম যে কিভাবে ওয়াইফাই তেরী করবেন নিজেই।পোস্টটি এখানে দেখুন কিন্তু অনেকেই এই সমস্যায় পডেছেন the wlan auto config is not running.এবার আমি তার সমাধান নিয়ে এলাম এর সমাধান। প্রথমে স্টাট মেনুর সার্চ অপ্সন এ গিয়ে service টাইপ করুন। তার পর service/view local service এ যান

নিচে wlan auto config খুজে পাবেন।ক্লিক করে স্টাট করুন।

কাজ শেস ।যদি এই অপ্সন না থাকে তাহলে lan software free download for windows xp/7/8/8.1 লিখে সাচ করুন ।Intel Realtek LAN Driver 8.003.0730/অন্য কন সফটয়ার ডাউন লোড করুন।ইন্সটল করে পিসি রিস্টাট করুন ।এবার প্রথম বারের মত wlan auto config start করুন।এবার আপনার পিসি ওয়াইফাই er জন্য তেরী।আমার তেরী টিউটরিয়াল দেখতে পারেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে।

Level 0

আমি তুর্য আহামেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আবারো জিজ্ঞেস করছি। (কারণ গতকাল একবার জিজ্ঞেস করছিলাম।) আমি যদি পিসিতে এই কাজটা করতে চাই। তাহলে কি ভিন্ন কোন কিছু করা কিংবা লাগানো লাগবে?