নিজেই তৈরী করুন নিজের ওয়াইফাই নেটওয়াক কোন সফটয়ার ছাডা(ফর পিসি)


কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। এটা আমার প্রথম পোস্ট।তাই সবাই যদি ভুল করি তাহলে ক্ষমা করবেন। কথা না বাডিয়ে শুরু করি।

আমরা অনেক সময় পিসি থেকে নেট সেয়ার করার জন্য ওয়াই ফাই ব্যাবহার করি। আমরা ওয়াই ফাই এর জন্য বিভিন্ন সফটয়ার ব্যাবহার করি।সফটয়ার এর সমস্যা আর নাই বললাম। আজ আমি দেখাব যে কিভাবে সফটয়ার ছাডা কিভাবে ওয়াই ফাই নেটওয়ার্ক তৈরী করবেন।

প্রথমে পিসি থেকে command prompt(admin) এ যান। একটি বক্স আসবে। সেখানে netsh wlan show drivers(শুধু ১ম বারের জন্য) লিখুন এবং এন্টার চাপুন।

1

তার পর অনেক লেখা আসবে।ওখান থেকে hosted network support খুজে নিন। যদি সেটা yes থাকে তাহলে আপনি ওয়াই ফাই তৈরী করতে পারবেন। এর পর netsh wlan set hostednetwork mode=allow ssid=আপনারনাম (ওয়াই ফাই তে যে নাম ব্যাবহার করবেন স্পেস ছাডা) key=আপনার পাসোয়াড(ওয়াই ফাই তে যে পাসোয়াড ব্যাবহার করবেন)। তারপর ইন্টার চাপুন।

2

এবার netsh wlan start hostednetwork লিখে ইন্টার চাপুন এবং কেটে বেরিয়ে আসুন। আপনার ওয়াই ফাই তেরী হয়ে গেসে যদি ওটা লিমিটেট দেখায় তাহলে network and sharing এ গিয়ে আপনার মুল নেটোয়ার্ক এর properties e যান তার পর sharing e গিয়ে আপনার তেরী করা নেটওয়াক সিলেক্ট করুন আর দুইটি বক্স মার্ক করে রাখুন। ok দিয়ে বেরিয়ে আসুন।
এবার আপনার ওয়াই ফাই নেট ওয়াক তেরী। এবার যত খুশি কানেকশ্অন দিন। যদি বুজতে না পারেন তাহলে কমেন্ট করুন

http://youtu.be/p1HjolJxkYA Tutorial link

Level 0

আমি তুর্য আহামেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

share করার জন্য ধন্যবাদ ভাই। Android থেকে pc তে ফাইল ট্রান্সফার করা যাবেতো? ভিডিও টিউটোরিয়াল এর লিংক কই?

Level 1

অনেক ধন্যবাদ ভাই। দেখি কাজ করে কিনা।

    @minus zero: আপনাকেও ধন্যবাদ ।এটা ১০০% কাজ করে ।আমি এভাবেই ইউজ করি।

Level 0

supper……rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ami o sucsess
amr khub dorkar silo.thanks………..

Desktop এর জন্যে wifi adapter কিনতে চাচ্ছি। price কেমন, কারো জানা আছে?

আমর ডেক্সটপ পিসিতে কি আমি এটা করতে পারবো। ট্রাই করার পর THE WIRELESS AUTOCONFIG SEVICE IS NOT WORKING আসে। কি করতে পারি ভাই জানাবেন প্লিজ।

    @ছানাউল্লাহ ছানা: আপনার ডেক্সটপ এ কি ওয়ারলেস আছে? ১ম ধাপে netsh wlan show drivers ইন্টার করার পর যদি hosted network support :yes আসে শুধু তখন ই এটা কাজ করবে তা না হলে করবে না।আমার ডেক্সটপ নিয়ে তেমন অভিজ্ঞতা নাই ।

    @ছানাউল্লাহ ছানা: https://www.techtunes.io/wifi/tune-id/306534 এখানে দেখুন

Level 0

ভাই এখানে কি । ডেক্সটপ ব্লুটুথ ডিভাইস এর মত ডিভাইস লাগবে ??

Level 1

@বৃত্ত: আমি TP-Link এর ১টা কিনেছি ৯০০টাকা দিয়ে, তবে এর চেয়ে কম-বেশি দামের আছে।

Level 0

minus zero,বৃত্ত > wifi adapter TP- Link 750taka Arr Asus 1400taka amr jana mota ami kisu din aga market a kiner jonno gasilam .
toba kini nai karon amr ak vai amaka pdanet+ soft dia androit arr wifi desktop a use kora sikaiisa with full verson binimoy 300 taka niyasa karon oi soft full verson naki 7.5$ arr.

there is no wireless interface

“netsh wlan show drivers” eita enter karar por “the wireless auto config service (wlansvc) is not running” dekhachhey, ki korbo, ami broadband dial up use kori, modem ei wireless achhey

ধন্যবাদ, আমি ঠিক ভাবেই করছি। এখন এই wifi কি কেও hack করতে পারবে? আর আমার PC থেকে কতো দূর পর্যন্ত ইন্টানেট পাবো।

    @প্রযুক্তি পাগল: ঠিক জানি না বাট ১০০ কিমি পযন্ত হতে পারে।আর পাসোয়াড !@@#৳%ঁ&*()_+ অক্ষ্র ব্যবহার করুন ।তাহলে হ্যাক হবে না।

ভাইয়া, অফ করব ক্যামনে?

    @নাফিউল ইসলাম: আপনি যে ইন্টারনেট ব্যাবহার করেন, যার সেয়ারিং এ গিয়ে মার্ক করে আপনার তেরী করা ওয়াইফাই কানেক্ট দিয়েসেন সেখানে গিয়ে প্রথম টি আন মার্ক করে ok ক্লিক করে বেরিয়ে আসুন।অফ হয়ে যাবে।

Level 0

Bhai, kivave ekti device-k wifi network take cancel korbo?

Ami btcl network ebong tenda modem+router chalai

vai command prompt kothay pabo???????

    @যাকারিয়া হোসেন:স্টাট এর সার্চ মেনু তে লিখুন পেয়ে যাবেন।

Level 0

wlan stop korbo kivave? aktu janaben pls

    @OnnoShob: আপনি যে ইন্টারনেট ব্যাবহার করেন, যার সেয়ারিং এ গিয়ে মার্ক করে আপনার তেরী করা ওয়াইফাই কানেক্ট দিয়েসেন সেখানে গিয়ে প্রথম টি আন মার্ক করে ok ক্লিক করে বেরিয়ে আসুন।অফ হয়ে যাবে।

thnx guys…

Yes Its Work…………………Tnx bro

আমার wifi hotspot create হয় । কিন্তু আমি ইন্টারনেট শেয়ার করতে পারছিনা।

    @Faysal ahamed: আপনার মূল নেটওয়ার্ক এর properties e গিয়ে sharing e যান।তার পর তৈরী হওয়া ওয়াই ফাই নেটওয়ার্ক সিলেক্ট করুন আর দুই ঘর মার্ক করুন।ok দিয়ে বেরিয়ে আসুন।এবার শেয়ার হবেই।

Level 0

সবার শেষে এই রিপোর্ট ‍শো করে।The hosted net work could not be started.the group of resource is not in the correct state to perform the requested operation .
এখন কি করব pls ans.

Level 0

প্লিজ একটু হেল্প করুনঃ
– কতটুকো দূরত্ব পর্যন্ত এটা ভাল কাজ করবে? কারন ইউজ করলে আমাকে ২ রুম(২৭ ফুট পর) পর ইউজ করতে হবে।
– এই পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করার পর আবার command prompt এ গিয়ে কাজ করতে হবে কিনা?
– দূরত্ব কমানোর জন্য লম্বা USB cable use করলে computer এর কোন সমস্যা হবে কিনা / নেট স্পিড কমে যাবে কিনা?
– ওয়াইফাই এডাপ্টার দীর্ঘ দিন ব্যবহার কোন সমস্যা হবে কি না?

-১০০ মিটার এর মধ্যে ভাল কাজ করে ।২৭ ফুট এ ভালই স্পিড পাবেন।(অনেক কম্পিউটারে ১০০ ফুট পযর্ন্ত কাজ করে।)
-হ্যা।লাগবে। কম্পিউটার বন্ধ করার পর শুধু সেস দুই ধাপ করা লাগবে।নোট পেডে লিখে রাখলে ২০ সেকেন্ড ই হয়ে যাবে।
-সমস্যা হবে না ।নেট স্পিড সামান্য কমতে পারে ।(যাকে সেয়ার করবেন)
-আমার জানা মতে কোন সমস্যা হয় না।তবে যারা জানে তাদের জিজ্ঞাসা করতে পারেন।

Level 0

thanks তুর্য আহামেদ