আপনি চাইলে আপনার ল্যাপটপ কেই ভার্চুয়াল রাউটার বানিয়ে ফেলতে পারেন আর সবাইকে দিতে পারেন ইন্টারনেট ইউজের সুযোগ WIFI এর মাধ্যমে। আপনি যদি আপনার ডেস্কটপ পিসিকে ভার্চুয়াল রাউটার বানাতে চান তাহলে তা করার জন্য Wireless Device লাগবে। যদি পিসি তে একটা Wifi Device লাগিয়ে নিন, তাহলেই কেল্লা ফতে। আর আজকাল তো সব লেপটপ গুলোতেই Wifi থাকে। শুধু দরকার একটা সফটওয়্যার।
সাইজ মাত্র ৯ এমবি, এটা এক্সপি, সেভেন এবং Win 8 এ করে, এটা ফ্রী লাইসেন্স তাই রেজিঃ করার কোন জামেলা নেই।
প্রথমে এখানে থেকে ডাউনলোড করুন।
নরমাল ভাবেই ইন্সটল করুন। ইন্সটল করা শেষ হলে,নিচের ছবির মতো পেজ ওপেন হবে, তারপর
Network name: আপনার সুবিধামত WiFi এর নাম দিন, যা মনে চায়
Password: যা মনে চায় (তবে আট ডিজিটের হতে হবে)
shared Connection: কিছু করার দরকার নেই।
যদি কোন সময় কাজ না করে, অথবা ইরর আসে,তাইলে একবার shared Connection পাসে থাকা রিফ্রেশ বাটন টা ক্লিক করে, রিফ্রেশ করে নিবেন ,তাইলেই কাজ করবে।
এখন Start Virtual Router Plus লেখাটার উপরে ক্লিক করুন আর উপভোগ করুন ওয়াই-ফাই ইন্টারনেট। Fun More!!!
তাহলে আজ আর নয়,সবাই ভালো থাকুন,আল্লাহ হাফেয। তাহলে আজ আর নয়,সবাই ভালো থাকুন,আল্লাহ হাফেয।
আমি আছি ফেসবুকেঃ মুহাম্মাদ ইয়ুসুফ
For More Tips & Tricks, visit Infozone24
আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।
vai ata onek din theke kujtacilam tnxxx
poti bar pc on korar somoy ki ata korte hobe