এবার আপনার ল্যাপটপকেই রাউটারে পরিণত করুন আর WiFi এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করুন অন্য ল্যাপটপ বা মোবাইলে

একটি ইন্টেরনেট মডেম দিয়ে একটি পিসিতে নেট চালাচ্ছেন? রাউটার নাই?? পাশের মোবাইল বা পিসিতে ইন্টারনেট শেয়ার করতে পারছেন না???

আমরা সচরাচর WiFi জোন তৈরি করার জন্য রাউটার ব্যবহার করে থাকি। যার ফলে একই বাসা বা ফ্ল্যাটের সবাই একটি মডেমের মাধ্যমেই WiFi হিসেবে ইন্টারনেট ইউজ করতে পারি।
রাউটারের দাম অনেক হওয়ায় অনেকেই রাউটারের অভাবে ইন্টারনেট শেয়ার করতে পারেন না। এখন খুব সহজেই আপনার ল্যাপটপ থেকে ইন্টারনেট শেয়ার করতে পারবেন অন্য কোনো পিসি বা মোবাইলে!!!

এর জন্য আমাদের দরকার হবে একটি Software, নামঃ mHotspot
প্রথমেই নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন....

অফিশ্যাল সাইটঃ http://www.mhotspot.com/downloadm.html
ড্রপবক্স লিংকঃ https://www.dropbox.com/s/2ma64iiw7g90iy1/cbsidlm-cbsi188-mHotspot-BP-75452123.exe

ডাউনলোড শেষ হলে নির্দেশনা অনুসরণ করে পুনরায় মেইন ফাইল ডাউনলোড করতে বলবে। ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন।
ইন্সটল শেষ হলে SoftWare টি ওপেন করুন।

ওপেন হলে,
Hotspot Name এর জায়গায় আপনার পছন্দমত যেকোনো নাম ব্যবহার করতে পারেন।<img height="675"
যেমনটি আমি "Amader Network" দিয়েছি। এরপরে, Password এর স্থলে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড ইউজ করতে পারেন।

এবারের কাজটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Internet Source এর স্থলে আপনার ইন্টারনেট কানেকশন এর নাম সিলেক্ট করে দিন, যেটি Local Area Connection নামে থাকতে পারে। ব্যাস, কাজ মোটামুটি শেষ।
এবার Start Hotspot অপশনে ক্লিক করে হটস্পট চালু করে দিন। হয়ে গেছে, আপনি আপনার WiFi জোন তৈরি করেছেন!

এবার অন্য কোনো পিসি বা মোবাইল এর WiFi অপশনে গিয়ে নেটওয়ার্ক সার্চ করলে আপনার তৈরিকৃত WiFi নামটি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার প্রদত্ত পাসওয়ার্ড ইন্টার করে কানেক্টেড হতে পারবেন। নেট স্পিডের তেমন তারতম্য আমার চোখে পড়েনি।

এই Software টির মাধ্যমে একটি মডেমের মাধ্যমে একত্রে সর্বোচ্চ ১০ জন একসাথে WiFi ইউজ করতে পারবেন।

বাংলায় ভিডিও টিউটোরিয়াল-টি দেখতে : https://www.youtube.com/watch?v=tBR6H1g7kGw&feature=youtu.be

Level 2

আমি মীর রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Not a man , just an Existence


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai net theke download kore abar install er somoy download e somossa hosse apni jodi pura installed version ta upload kore diten jate offline e install kora jay.

ও দুঃখিত ভাই সব ঠিক আছে আর ধন্যবাদ সফটওয়্যার টা সেয়ার করার জন্য

vai ata ki xp-te cholbe please akto janaben please

এই বিষয় নিয়ে আগে ও অনেক টিউন হইছে।

Level 0

emni vabe desktop theke ki internet shate kara jabe?kara gele ki vabe ?

Level 0

emni vabe desktop theke ki internet share kara jabe?kara gele ki vabe ?

bro thank you for a nice tune ! but have a problem currently cant use says that mHotspot stopped working windows need solution can i fixed this problem ! waiting for your replay . thank you

Level 2

Rajib Billah@ Ami sure na vai cholbe kina

Level 2

রাহাতুল ইসলাম@ আমাদের সব বিষয়ই অনেকের জানা থাকে। আবার সেই বিষয়টা অনেকের কাছে নতুন।

Level 2

S Rahman@ vai desktop theke maybe hobe na coz built in wifi desktop e nai

Level 2

Arup baidya@ Bro, Pls check that your internet sharing is on or off.

vai notun kora windows setup dilam tar pora driver gula akhono same problem will be better add me on skype we can discuss more . olex.bd or plz instruction here how can i resolved my problem thank!

ভাই,,, মোবাইল থেকে ওয়াইফাই চালাতে পারি কিন্তু আরেকটা ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করার জন্য কি সফটওয়্যার লাগবে? প্লিজ একটু বলবেন। আমি আমার আরেক ল্যাপটপ এ ওয়াইফাই চালাতে পারি না কিন্তু মোবাইলে পারি

Level 2

Thank U ভাইয়া।
কিন্তু আমার ল্যাপটপএ ওয়াইফাই আছে কিনা কি ভাবে জানববো?

ভাই আমি আজ সারা দিন এই কাজই করলাম শেষ ফল আলু

    Level 2

    কি প্রব হচ্ছে ভাই?

no internet access দেখায়

Level 0

আমি মনে হয় সব কিছু ঠিক ঠাক মতই করেছি তারপরও হচ্ছেনা। Mhotspot Start করলেই এটা দেখায় >>> Windows Firewall service either not installed or running. Internet Sharing might face a problem. এটা দেখানোর পর Internet Sharing Ensure করলাম। Firewall Start করাই আছে তারপরও Mhotsot Star এর ওয়েভ সাইটের নির্দেশনা অনুযায়ী Run Command এর Services.msc তে গিয়ে করে দিলাম। প্রবলেম যেটা পেলাম সেটা হল আমার Boradbadn Local Internet Connection এর Shared Mood টা থাকেনা যখন আমি Mhotspot Start করি। কারো কোন কৌশল জানা থাকলে জানাবেন দয়া করে।

thank u very much ………………….