আপনার Android দিয়ে পিসির মিডিয়া ফাইল Stream করুন এবং ফাইল ট্রান্সফার করুন SUPER Speed এ(ওয়াই-ফাই)

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমিও আপনাদের সকলের দোআতে ভাল আছি ।আমি গতকাল একটি টিউন করেছিলাম যে কিভাবে দুটি ল্যাপটপ এর মধ্যে Wi-fi এর সাহায্যে ল্যান করা যায় এবং কিভাবে এর সাহায্যে খুব সহজেই ফাইল শেয়ার করা যায়।

টিউন id : http://www.techtunes.io/wifi/tune-id/273035/

আজ আমি যে বিষয়টি নিয়ে টিউন করব তা হল কিভাবে পিসির সাথে আপনি আপনার Android ফোনটি কানেক্ট করবেন এবং এর মাধ্যমে আপনি কিভাবে মিডিয়া ফাইল stream ও শেয়ার বা কপি করতে পারবেন।

তাহলে শুরু করি বিস্তারিত আলোচনা :

প্রথমেই আসি যেভাবে আপনি আপনার Android ফোনটি পিসির সাথে কানেক্ট করবেন ।

এজন্য আপনাকে আমার উপরের টিউন টি ফলো করতে হবে

তাই উপরের লিংক এ ক্লিক করে টিউন টি অপেন করুন এবং Ad-Hoc Network Creat করার পদ্ধতি পর্যন্ত ফলো করুন। Ad-Hoc Network Creat করা হয়ে গেলে আপনার Android ফোনের Wi-fi on করুন এবং Available network থেকে আপনার কম্পিউটারের Ad-Hoc Network টি সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন।

এখন আপনার ডিভাইস টি পিসির সাথে কানেক্টেড।

এখন আমি দেখাব কিভাবে পিসির মিডিয়া ফাইল গুলু আপনি আপনার Android এ strem করবেন ।

এজন্য আপনার ডিভাইস এ ES File Explorer ইন্সটল করতে হবে। ES File Explorer ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন ।

এখানে 

ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল দিন। 

এরপর ES File Explorer অপেন করুন,

এখন  বাম পাশের কোনাতে দেখুন Local লিখা একটি অপশন আছে। সেখানে ক্লিক করে Lan সিলেক্ট করলে নতুন একটি window open হবে।

তারপর সেখান থেকে new এ ক্লিক করুন।

 

নতুন window আসবে সেখানে server সিলেক্ট করুন।

পরের window তে editable samba server option আসবেন।

তারপর নিচের মত configuration করুন।

server এ type করুন 192.168.16.1 তারপর যদি আপনার পিসি তে পাসওয়ার্ড দেয়া থাকে তাহলে user name আর password type করুন আর না থাকলে anonymous এ টিক দিন তারপর আপনার পিসির যেকোনো একটি নাম দিয়ে অকে করুন।

এখন আপনার পিসিটি এড হয়ে যাবে।

পিসির আইকন এ ক্লিক করে আপনি ব্রাউজ করতে পারবেন।

 আপনি কেবল সেসব ড্রাইভ গুলু ব্রাউজ করতে পারবেন যেগুলো শেয়ার করা আছে।

কিভাবে ড্রাইভ শেয়ার করতে হয় তা না জানা থাকলে আমার উপরে দেয়া টিউন টি দেখতে পারেন।

এখন আপনি যেকোনো মিডিয়া ফাইল প্লে করতে পারবেন ও কপি করতে পারবেন।

ভিডিও ফাইল ডিফল্ট প্লেয়ার হিসেবে অবস্যই MX PLAYER সিলেক্ট করবেন তানাহলে ফাইল ঠিক মত প্লে নাও হতে পারে।

কি বুজলেন? জটিল না সিস্টেম টা। আমার কাছে খুবই ভাল লাগে এই সিস্টেম টা। কারন শীতের রাতে ল্যাপটপ এর সামনে বসে মুভি দেখতে ভাল লাগে না। তাই কম্বলের নিচে গিয়ে মোবাইল এ দেখি। কপি করা ছাড়াই। আর যতক্ষণ বাসায় থাকি মনে হয় 500gb হার্ডডিস্ক আমার মোবাইল এ লাগানো আছে। যখন যে গান শুনতে ইচ্ছে করে শুনি,মুভি দেখতে ইচ্ছা করলে দেখি।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে

Level New

আমি BURN THE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস, প্রিয় টিউনস এ রাখলাম। ধন্যবাদ এতো সুন্দর করে বোঝানোর জন্য।

    @আবদুল বাকী: প্রথম কমেন্টস করার জন্য আপনাকেও ধন্যবাদ।

Level 0

Vai ad hok netwark creat korlam but phone e to search dile paccena netwark. Er somadhan ki?

    @Swrvtuis: ভাই জদি আপনার Wi-fi এর cisco module peer net ড্রাইভার না থাকে তাহলে এই সমস্যা হয়। যাই হোক এত চেস্টা করার দরকার নাই। আমি একটি লিংক দিচ্ছি সফটওয়ার টি নামান। আপনি এটি দিয়ে খুব সহজেই Wi-fi করতে পারবেন।

    http://www.techspot.com/downloads/6220-mhotspot.html?mobile=false

Level 2

BURN THE WORLD @ এত তাড়াতাড়ি পোস্ট করার জন্য ধন্যবাদ । আর আমার @ Swrvtuis @ ভাই এর মত একই সমস্যা দয়া করে এর সমাধান দেন। ধন্যবাদ।

    @hamim20: ভাই উপরের সফটওয়ার দিয়ে ট্রাই করেন। 100% হবে। না হলে কমেন্টস এ জানাবেন। ধন্যবাদ ভাই।

সুন্দর টিউন। ধন্যবাদ।

Level 2

আমার কাজ করছে না ভাই। মনে হয় করবে না , আমার ল্যাপটপ এর ওয়াইফাই নেটওয়ার্ক LBSS যা android সাপোর্ট করে না। ধন্যবাদ ভাই।

Vy Ami dell er vostro1520 laptop use kori one seat a korsi but kaj ta somponno korte Paris na es file exploration a sob kisu bosale OK korle not find server dekai . make make error dekai ki korbo bujte Paris na. Kajta korar khub dorkar amar plz plz help Korean a make. Chiro kritoggo takbo apnar kase . Lamar mobile number 01735156535 parole 2bar miss dien khub upokrito habo vy.

Vai Uporar sob kicu korar por jakhon ES File Explorer a ad kori thakon error bola

আমি রাইটার থেকে আমার এড্রোয়েড ফোনে ইন্টারনেট ব্যবহার করি। এক্ষেত্রে আমি কোন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিব? বিষয়টা একটু বিস্তারিত বললে খুশি হব। পোষ্ট করার জন্য ধন্যবাদ