নতুন কানেকটিফাই প্রো ৭.২ (connectify Pro 7.2) প্যাচসহ (Patch) ফুল ওয়ার্কিং ভার্সন

ল্যাপটপের বিল্টইন Wi-Fi কার্ড বা সাধারণ পিসিতে ৯০০ টাকা দামের ডোঙ্গল ব্যবহার করে বাসাকে Wi-Fi জোন বানাতে জনপ্রিয় সফটওয়্যার কানেকটিফাই। সম্প্রতি ডিসপ্যাচসহ ৭.২ ভার্সন নেটে এভেইলএবল তবে লাইসেন্স না পাওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন।

শুরুতে দেখে নেই ডিসপ্যাচসহ প্রো ভার্সনে কি কি সুবিধা পাওয়া যাবে-

ইন্সটল গাইডলাইনঃ

১. প্রথমে গুগল ড্রাইভ থেকে প্যাচসহ ট্রায়ালের জিপ ফাইলটি ডাউনলোড করুন।

(ইন্টারনেট কানেকশন অফ করে নিচের ধাপগুলো করুন।)

২. কানেকটিফাই প্রো ৭.২.exe ইন্সটল করুন (Right ক্লিক করে Run As Administrator)। এটি ইন্সটল করবার জন্য নূন্যতম Windows 7 SP1 প্রয়োজন। ‍SP1 না হলে হবেনা। সাথে ডটনেট ফ্রেমওয়ার্ক 4.5 লাগবে। ডট নেট ফ্রেমওয়ার্ক 4.5 পাওয়া যাবে এখানে।  NSIS Error দেখালে বাংলায় দেয়া ফাইলটির নাম ইংরেজী করে নিন।

৩. ইন্সটল হবার পর পিসি রিস্টার্ট দিতে হবে। এরপর প্যাচ.exe ফাইলটিকে কপি করে C:\Program Files\Connectify ফোল্ডারে পেস্ট করুন।

৪. C:\Program Files\Connectify থেকে প্যাচ.exe কে রান করুন

5.  Activate Pro তে ক্লিক করুন।

ফুল ভার্সন হয়ে যাবে। কখনোই আপডেট দেবেন না বা লগইন পেজে লগইন করবেননা তাহলে প্যাচ ধরে ফেলবে আর কাজ করবে না।

প্যাচের ভাইরাস স্ক্যানঃ

ভাইরাস ডিটেকশন রেশিও 3 / 49. লিংক এখানে। কাসপারস্কাই, বিটডিফেন্ডারসহ ভাল এন্টিভাইরাস দিয়ে চেকআপে কোন ভাইরাস ধরা পড়েনি।

ডাউনলোড লিংকঃ গুগল ড্রাইভ (৮ মেগাবাইট)

ভাল থাকুন, সুস্থ থাকুন,

-- নেট মাস্টার।

http://www.drtanzil.com/

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ ভাই কাজ তো ভালই করে দেখলাম । ভাল লাগলো । ধন্যবাদ ।

    @সাহিত্যিক পূর্ণ: ধন্যবাদ। কোনকিছু নিজে ট্রাই করে তারপর টিউন দেই। আমার দেয়া সবকিছুই ভেরিফাইড। কাজ না করার কোন ওয়ে নাই। 🙂

Level 0

NSIS Error: Error Launching Installer…

    @Sufal: NSIS Error দেখায় ফাইল করাপ্ট হলে। কোন কারণে ডাউনলোডের সময়/ফিজিক্যাল কারণে ডাউনলোড করাপ্ট হয়েছে। ফ্রেস করে ডাউনলোড করে ইন্সটল দিন।

      @নেট মাস্টার: ও ভাল কথা, বাংলায় নাম দেয়া ফাইলটাকে রিনেম করে ইংরেজী করুন সাথে Run As Administrator করুন, সমস্যা হবেনা।

Level 0

সাধারণ পিসিতে ৯০০ টাকা দামের ডোঙ্গল ব্যবহার করে বাসাকে Wi-Fi জোন করতে .. এই ডোঙ্গল এর মডেল নাম্বার টা দিতে পারবেন ভাই..পিসিতে যদি ল্যান এর মাধ্যমে ব্রডব্যান্ড থাকে , তা কি এউ ডোঙ্গল দিয়ে শেয়ার করা যাবে ???

    @babu_fu: আমি ব্যবহার করি TP-Link এর TL-WN321G. পিসিতে ল্যান, ডায়ালআপ, জিপি বাংলালিংক যাই থাকুক চলবে। মানে, পিসিতে ইন্টারনেট থাকলেই শেয়ার করা যাবে।

Level 2

fvB 900 UvKvi †Wv½j Gi g‡Wj, wK K¤úvwb, †Kv_vq cvIqv hvq, GKUz ej‡j fv‡jv nq, Avgvi wcwm‡Z wU Gb wU jvBb Øviv GwWwmGj Øviv †bU PvjvB, wKš‘ g‡W‡gi mv‡_ ivDUvi †bB, ZvB `qv K‡i we¯ÍvwiZ ej‡j Lye DcKvi n‡Zv, Ges Avcbvi †gvevBj b¤^iUv w`‡j †hvMv‡hvM KiZvg, Avgvi B-‡gBj= [email protected]

    @arajjaque: যেকোন কম্পিউটারের দোকানে পাবেন। Wi-Fi USB Dongle বা মডেম বললেই হবে। আর ইন্টারনেটে বাংলালিখতে Ctrl+Alt+V চাপতে হয় বিজয়ে। B নয় V ..

Level 0

Vi Ame Install dela .net freamwork install failed … Daky
Ame .net freamwork install Dese Kinto Download Kor ta bola ,Help koran

    @mamunmf: ফ্রেমওয়ার্ক 4.5 লাগবে ওটা আছে? পোষ্টের লিংক থেকে ডাউনলোড করে নিন। আর অলরেডি ডাউনলোড করলে আপনার রিস্টার্ট পেন্ডিং আছে সম্ভবত, পিসি রিস্টার্ট দিন।

Level 0

vai xp te cholbe?

    @net_freak: পুরোনো কোন ভার্সন চলতে পারে হয়ত। ৭.২ ভার্সনটির জন্য Windows 7 নয় Windows 7 এর আপগ্রেড ভার্সন SP1 লাগবে।

Level 0

আমি 2nd hand এই ডিভাইসটি “TP-Link TL-WN422G 54MBPS High Gain Wireless USB Adapter ” কিনতে চাচ্ছি আমার Nexus 5 Bangkalink এর নেট pc থেকে শেয়ার করার জন্য।
ইহা কি সম্ভব হবে এবং ডিভাইসটা কি ভাল হবে?

http://www.tp-link.com/en/Products/details/?model=TL-WN422G#fea

Level 0

কাজ হইছে ধন্যবাদ।

Level 3

নেট ভাই, password জায়গায় password দিতে পারছিনা!! ঐখানে কিছু লেখা যায় না! কি করব??

না লেখা গেলে Generate Password এ ক্লিক করুন, অটোমেটিক জেনারেট হয়ে যাবে। দ্বিতীয়ত, পাসওয়ার্ড টাইপ করতে হবে ইংরেজীতে, চেক করুন বিজয়/অভ্রতে টাইপিং এর সময় বাংলা ছিল কি না।

অনেক কিছু শিখেছি আপনার থেকে @ ধন্যবাদ

Level 3

Generate Password ট্যাবটা hide হয়ে থাকে!! আগের version এই হতনা!!

    @sujon44: আপনার কোথাও কোন সমস্যা আছে। আমার পাসওয়ার্ড জেনারেট বা ম্যানুয়ালী টাইপ কোনটা করতেই কোন প্রব্লেম হচ্ছেনা। সবকিছু আনইন্সটল/ডিলেট করে নতুনভাবে ট্রাই করুন। আর সাথে চেক করেনেবেন মাইক্রোসফটের ভার্চুয়াল রাউটার ঠিকমত ইন্সটল হয়েছে কি না। না হলে কমান্ড প্রম্পোর্ট (cmd.exe) থেকে Admin হিসাবে নিচে কোডটি কপিপেস্ট করে ইন্টার দেবেন-

    netsh wlan set hostednetwork mode=allow ssid=”MS Virtual WiFi” key=”networkkey” keyUsage=persistent

আমি তো আরও বড় গাধা । আমার তো sp1 ই নাই। SP1 টার কেমনে কি করবো। একটু বুদ্ধি দেন ।

    @নাজমুল: টরেন্ট-টুরেন্ট বা মাইক্রোসফটের ওয়েব থেকে ডাউনলোড দেন বা সিডি কিনেন, নরমালী আপডেট দিয়েও SP1 করা যায় বাট বিশাল ক্যাচালের বিষয়।

      @নেট মাস্টার: ধন্যবাদ ভাইয়া………… 🙂

Level 0

Download link doesn’t work. Please provide another link
Thanks.

    @EngrArif: গুগল ড্রাইভের দেয়া লিংকে ঢুকে উপরের বাম কোনায় File > Download করলেই ডাউনলোড হবে।

অনেক ভাল টিউন করেছেন ধন্যবাদ। জিনিস টা দরকার ছিল। আমার বাবার prolink glee sw9 নোটবুকে wifi ড্রাইভার ইন্সটল করা নাই আমি কি এই সফটওয়্যার দিয়ে ড্রাইভার ছাড়া wifi চালাতে পারব?

আপনাকে আগে ঐ ল্যাপটপের নিজস্ব ওয়েবসাইট থেকে ড্রাইভার ডাউনলোড করে ইনষ্টল করে নিতে হবে।

ভাইয়া আমি আমার pc এর video+ audio ফাইল Wi-Fi এর মাধমে মোবাইলে দেখতে চাই। এইটা নিয়ে একটা টিউন করা হয়েছেছিলো / কিন্তু আমি পারছি না/ এইটা করে কেমনে জানেন কেও ? জানা থাকলে বলবেন plz