ল্যাপটপের বিল্টইন Wi-Fi কার্ড বা সাধারণ পিসিতে ৯০০ টাকা দামের ডোঙ্গল ব্যবহার করে বাসাকে Wi-Fi জোন বানাতে জনপ্রিয় সফটওয়্যার কানেকটিফাই। সম্প্রতি ডিসপ্যাচসহ ৭.২ ভার্সন নেটে এভেইলএবল তবে লাইসেন্স না পাওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন।
শুরুতে দেখে নেই ডিসপ্যাচসহ প্রো ভার্সনে কি কি সুবিধা পাওয়া যাবে-
১. প্রথমে গুগল ড্রাইভ থেকে প্যাচসহ ট্রায়ালের জিপ ফাইলটি ডাউনলোড করুন।
(ইন্টারনেট কানেকশন অফ করে নিচের ধাপগুলো করুন।)
২. কানেকটিফাই প্রো ৭.২.exe ইন্সটল করুন (Right ক্লিক করে Run As Administrator)। এটি ইন্সটল করবার জন্য নূন্যতম Windows 7 SP1 প্রয়োজন। SP1 না হলে হবেনা। সাথে ডটনেট ফ্রেমওয়ার্ক 4.5 লাগবে। ডট নেট ফ্রেমওয়ার্ক 4.5 পাওয়া যাবে এখানে। NSIS Error দেখালে বাংলায় দেয়া ফাইলটির নাম ইংরেজী করে নিন।
৩. ইন্সটল হবার পর পিসি রিস্টার্ট দিতে হবে। এরপর প্যাচ.exe ফাইলটিকে কপি করে C:\Program Files\Connectify ফোল্ডারে পেস্ট করুন।
৪. C:\Program Files\Connectify থেকে প্যাচ.exe কে রান করুন
5. Activate Pro তে ক্লিক করুন।
ফুল ভার্সন হয়ে যাবে। কখনোই আপডেট দেবেন না বা লগইন পেজে লগইন করবেননা তাহলে প্যাচ ধরে ফেলবে আর কাজ করবে না।
ভাইরাস ডিটেকশন রেশিও 3 / 49. লিংক এখানে। কাসপারস্কাই, বিটডিফেন্ডারসহ ভাল এন্টিভাইরাস দিয়ে চেকআপে কোন ভাইরাস ধরা পড়েনি।
ভাল থাকুন, সুস্থ থাকুন,
-- নেট মাস্টার।
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যাঁ ভাই কাজ তো ভালই করে দেখলাম । ভাল লাগলো । ধন্যবাদ ।