আপনার ল্যাপটপ/ডেস্কটপকে বানিয়ে ফেলুন Wi-Fi Hotspot (কোন সফ্টওয়্যার ছাড়া)

অনেক দিন ধরেই আমি “TECHTUNES”-এর একজন নিয়মিত Visitor। এই সাইটটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, তো হঠাৎ মাথাই আসলো শুধু আমি শিখলে তো হবে না, আমি যা জানি তা ও তো আপনাদের মাঝে শেয়ার করতে হবে।

ওপরের লিখাগুলো পড়ে নিশ্চই বুঝে গেছেন এইটা আমার প্রথম পোষ্ট। যেহেতু প্রথম পোষ্ট সেহেতু অজান্তে হয়ত কিছু ভুল হয়েও যেতে পারে, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে এখন আর কথা না বারিয়ে সরাসরি কাজে চলে যায়।

এই কাজটি করতে হলে আপনাকে Wi-Fi সার্পোট করে এমন একটি ল্যাপটপ লাগবে (ডেস্কটপের জন্য Wi-Fi Device  কিনতে পারেন)।
আমি Windows 7-এ এটি করেছি, XP-র টা বলতে পারব না।

প্রথমে আপনার ল্যাপটপ/ডেস্কটপে এ ইন্টারনেট Connect করুন।
এরপর Start-এ ক্লিক করে Control Panel-এ যান, তারপর "Network Sharing Center"-এ ক্লিক করুন নিচের ছবির মত-

এরপর উপরে বাম পাশে Manage Wireless Networks-এ ক্লিক করুন---

এখানে উপরে দেখবেন Add-লিখা আছে। Add-এ ক্লিক করুন---

এরপরে "Create an ad hoc netwonks"-এ ক্লিক করুন


এইবার Next-এ ক্লিক করুন--

এখন Network Name-এর জায়গায় আপনার নাম বা যেকোন একটি নাম দিন, Security Type-এ জায়গায় যেকোন একটি Select করুন, এখানে Open Select-করলে আপনাকে কোন কোড দিতে হবেনা, এটি সবাই ব্যবহার করতে পারবে। কিন্তু আপনি যদি WEP/WAP2 Select করেন তাহলে আপনাকে আপনার পছন্দ মত একটি কোড দিতে হবে, ঐ কোড আপনি যাদের জানাবেন শুধু তারাই আপনার Share-কৃত Wi-Fi Network-ব্যবহার করতে পারবে। এরপর Save this Networks-এ টিক চিন্হ দিয়ে Next ক্লিক করুন---

এরপর Turn on Internet Connection Sharing-এ ক্লিক করুন---

এখন কিছুক্ষণ অপেক্ষা করুন, Then "Internet Connection Sharing enabled"-লিখা আসবে, তারপর Close-এ ক্লিক করুন---

এইবার নিচের ছবির মত ১ ও ২ নম্বর এ ক্লিক করে মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা।

এরপর অন্য ল্যাপটপ/ডেস্কটপ/মোবাইল থেকে Search করলে আপনার তৈরি করা Wireless Connection-টি পাওয়া যাবে, তারপর Connect করে Internet ব্যবহার করতে থাকুন।

কোন সমস্যা হলে আমার ফেসবুক/স্কাইপি-তে যোগাযোগ করতে পারেন।

Level 2

আমি আরফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারণ একটা পোলা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অসংখ্য ধন্যবাদ! একটা নতুন জিনিস শিখলাম!

Level 0

thanks a lot for sharing your knowledge with us . I am facing a problem here. I have compleated all those instructions properly but my Mobile can not find the connection on my wifi available list name . Please can you tell me what will be the reason i am facing this problem .

ভাই সব ই ঠিক আছে কিন্তু মবাইলে তো সার্চ করলে পাই না। কি করি বলেন তো………………।

    Level 0

    @মহিউদ্দীন: virtual router নামে একটা software ব্যাবহার করে দেখতে পারেন। Connectify windows এর অনেক version এ কাজ করেনা।

মহিউদ্দিন@ নেটওয়ার্কটি ad hoc এ তৈরি করা হইছে, এবং অনেক মবাইল আছে ad hoc সাপোর্ট করেনা। আপনি আমার এই পোস্টটি দেখতে পারেন……
https://www.techtunes.io/wifi/tune-id/205122

arfatctg@ প্রথম পোস্টের জন্য ধন্যবাদ। পোস্টটি সুন্দর হইছে, চালিয়ে যান।

Level 2

Mamun@ apnake o tnx,

Zero Cool & Mohiuddin@ apnara security type er jaigai open dia dekhte paren + kamrulbhuiyan vaier post ta dekhte paren.

kamrulbhuiyan@ apnake o dhonnobad.

arfatctg
@ধন্যবাদ আপ্নাকেও।

আমি ব্রডব্যান্ড লাইনের সাথে ইউএসবি আডাপ্টার দিয়ে ওয়াই ফাই চালাচ্ছি, সবই ঠিক আছে কিন্ত এন্দ্রয়েডে মাঝে মাঝেই ওয়াইফাই অটো ডিস্কানেট হয়ে আবার রিকানেক্ট হয়, কোন সমাধান পাচ্ছি না। উইন্ডোস ৭ এ cmd থেকে হটস্পট কনফিগার / কানেক্টিফাই সব গুলতেই এ সমস্যা হচ্ছে। কেউ কি বলতে পারেন কেন?? ধন্যবাদ।

ধন্যবাদ। কাজ হয়েছে। এর মাধ্যমে win 7 থেকে wireless internet win xp তে শেয়ার করে ব্যবহার করতে পারলাম। তবে win 7 এ configure করার সময় security type WEP দিতে হয়েছে। xp তে সম্ভবত WPA2-personal সাপোর্ট করে না। আবারো ধন্যবাদ।

ধন্যবাদ।