ডেস্কটপ/ল্যাপটপে সহজে বানিয়ে ফেলুন একটি ওয়াই-ফাই জোন(১০০% পরীক্ষিত+স্ক্রীন শর্ট)

সবাইকে রমজানুল মোবারক।আশা করি সবাই ভালো আছেন।টেক-টিউনসের সাথে থাকলেও, অনেক দিন ধরে টেক-টিউনসে পোষ্ট করা হয়নি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডেস্কটপে বা ল্যাপটপে খুব সহজে ওয়াই-ফাই জোন বানানো যায়।এর আগেও এই বিষয়ে অনেক পোষ্ট দেখছি,কিন্তু অনেকেই পরিষ্কার বুঝতে সক্ষম হননি।কথা না বাড়িয়ে সরাসরি মূল অংশে চলে যাই......

শর্তঃ-

১।যদি আপনার ডেস্কটপ হয়,তাহলে প্রথমে ওয়াই-ফাই কার্ড এবং ড্রাইভার সহ ইন্সটল দিন।ইন্সটল শেষ হলে চোখ বন্ধ করে রি-স্টার্ট দিন।

২।যদি আপনার ল্যাপটপ হয়,তাহলে যাচাই করে নিন ওয়াই-ফাই এনাবল কি না। বর্তমানে যেসব ল্যাপটপ বাজারে আসচ্ছে সব গুলোতে ওয়াই-ফাই আছে।

ধাপ সমূহঃ-

১। প্রথমে MyPublicWiFi (1.06 mb)  নামের এই ছোট্ট সফটওয়ারটি ডাঊনলোড দিন। [ এখান থেকে ]

২। তারপর WinRar আথবা অন্য কোন কম্প্রসার সফটওয়ার দিয়ে এক্সট্রাক্ট করুন। [ Extract Password: 14194 ]

৩।তারপর সফটওয়ার টির উপর ডাবল ক্লিক মারুন এবং নেক্সট করতে থাকেন,আবশেষে ইন্সটল শেষ হয়ে গেলে Finish এ ক্লিক করুন।

৪।আপনার ডেস্কটপ/ল্যাপটপের ওয়াই-ফাই কানেকশনটি চালু করুন।

৫। এবার সফটওয়ার টি রান করুন। Network Name বক্সটিতে যেই নামটি দিবেন,সেই নামটি হবে ওয়াই-ফাই জোনের নাম।এখানে আপনি ইচ্ছা মত নাম ব্যাবহার করতে পারবেন।যেমন আমি দিয়েছি Acer-Wifi

৬। Network Key বক্সে আপনি ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করতে পারবেন।যদি ফাঁকা রাখেন তাহলে ক্লায়েন্টের কাছে কোন পাসওয়ার্ড চাইবেনা।

৭। Enable Internet sharing ঘরে টিক দিন এবং আপনি কোন ইন্টারনেট কানেকশনটি শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।

৮। এবার নিচে অবস্থিত Start Hotspot এ ক্লিক করুন।দেখবেন কয়েক সেকেন্ডে আপনার ডেস্কটপ/ল্যাপটপ ওয়াই-ফাই জোনে পরিনত হয়েছে।

৯। সর্বশেষে একটি ওয়াই-ফাই এনাবল মোবাইল বা ল্যাপটপে যাচাই করে দেখবেন,আপনার ওয়াই-ফাই জোনটি প্রদর্শিত হবে।

১০।দেখেন এই খানে কাজ হয়েছে এবং সাথে internet acces লেখা আসচ্ছে।এবার মজা করে হারিয়ে যান ওয়াই-ফাই এর দেশে।

এই টিউন সম্পর্কে যেকোন প্রশ্ন কমেন্ট বক্স আথবা আমার ফেইসবুকে মেসেজ করার জন্য অনুরোধ করা হল।

বিঃদ্র :- এই টিউনটি করতে আমার কোন আর্থিক ব্যয় হয়নি,কিছু সময় আর পরিশ্রম ব্যয় হয়েছে।যদি টিউনটি আপনার উপকারে আসে তাহলে আমার এই সময় ও পরিশ্রম সফল হবে।সবার সুস্থতা কামনা করি ভাল থাকবেন।

Level 0

আমি shahinurnpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

ভাই আমার টা হচ্ছে না। Enable Internet Sharing টিক করে এর নিচে ড্রপ ডাওন বক্স এ আমার ব্রডব্যান্ড কানেকশন সিলেক্ট করলে ও তার পাশে ক্রস চিহ্ন দেখায়।

    @sazzad1meo: ক্রস চিহ্ন ব্যাপার না।কাজ হবে

    @sazzad1meo: আপনি যে ইন্টারনেট কানেকশন টি সবার মাঝে শেয়ার করতে চান সেইটা sharing box এ সিলেক্ট করুন।

কাজ হচ্ছে না ভাই।

Level 0

desktop er jonno wifi card r driver bapar ta bujhlm na.

    @mojaloi: ডেস্কটপে সাধারনত ওয়াই-ফাই এনাবল থাকে না,তাই আগে ওয়াই-ফাই কার্ড লাগাতে হবে।

Level 0

ভাই, connectify wifi pro, merify, virtual wifi, my public wifi, সব গুলা দিয়া চেষ্টা করসি। কানেক্ট হয়। কিন্তু ইন্টারনেট ব্রাউস করতে গেলে No Connection দেখায়।আমার ডিভাইস Samsung Galaxy Tab-GT3100.অফিসে গিয়ে ঠিক ভাবে ই কাজ করসে।

    @sazzad1meo: সাজ্জাদ ভাই আমার মনে হচ্ছে আপনি sharing box এ প্রবলেম আছে।আপনি যেই ইন্টারনেটিতে আক্টিভ থাকবেন সেইটা শেয়ার করবেন।

ভাই আমার Desktop এর জন্য ওয়াই- ফাই ডিভাইস কত টাকা হবে?

Level 0

vai password ta buja jasse na. ekto Edit kore den

    @shuvankar: ধরেন আপনার ওয়াই-ফাই চালু হয়েছে।কেউ যদি আপনার ওয়াই-ফাই জোন থেকে নেট কানেক্ট করে,তার কাছে পাসওয়ার্ড চাইবে।আপনি যে পাসওয়ার্ড টি বক্সে দিবেন সেইটা দিয়ে ক্লায়েন্ট নেট কানেক্ট করতে পারবেন।

Desktop এর জন্য ওয়াই-ফাই কার্ড এর দাম কত টাকা পড়বে???

যদি কেউ করতে না পারেন আমার FB তে যোগ দিন।আমি Team viewer দিয়ে করে দিব।

Level 0

বিশ্বের আজব সব খবর নিয়ে তৈরী বাংলা ব্লগ
দারুন সব খবর জানতে ভিজিট করুন
http://joyprivate.blogspot.com/

vai apnar phone number ta jodi diten tahole amar jonne balo hoto

ভাই কাজ হয়েছে।আপনাকে ধন্যবাদ…।

Level 0

Khanks boro nice post আমার ব্লগ সময় হলে দেখুন- http://allfreetunes.blogspot.com

Level 0

শাহীন ভাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি । আপনার কথামত কাজ করার পর আশ্চর্য হয়ে দেখলাম ঠিকমত কাজ হচ্ছে । এর আগে অন্য অনেক কিছু দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু কাজ হয়নি । অনেক অনেক ধন্যবাদ ভাই । আরও আরও টিউন আশা করছি আপনার কাছ থেকে ।

Darun

Apner FB id ta den or mob number

Level 0

ভাই আপনার টিউনটি অনেক ভাল লেগেছে।আমি আপনার কাছে একটা অনুমতি চাইবো তা হলো আপনার এই প্রযুক্তির এই খবরটি আরেক জন কে জানাতে চাই।মানে হচ্ছে আমি আপনার লেখাটা হুবহু আমার একটা প্রযুক্তি নির্ভর ব্লগ আছে সেখানে দিব।

Level 0

ধন্যবাদ ভাই উপকারে আসবে……

Level 0

100% kaz hoise. lot of thanx.

Broadband e kaj hoyna :((

কমেন্ট না করে থাকতে পারলাম না। এক কথায় চরম !!!

ভাই, জোন তো তৈরি করলাম, বাট নেট শেয়ার তো হচ্ছে না, কি করবো এখন?

Level 0

শাহিন খান ভাই অনেক অনেক ধন্যবাদ, কত রকম যে software পাইলাম কিন্তু কাজ হয় না।
বড় ভাই আপনারটা একেবারে ঝাক্কাস। খুবই দ্রুত এবং সহজ পদ্ধতি, কাজও ভাল করে।

ভাই হয়। তবে কিছুক্ষণ পর ডিসকানেক্ট হয়ে যায়।