সবাইকে রমজানুল মোবারক।আশা করি সবাই ভালো আছেন।টেক-টিউনসের সাথে থাকলেও, অনেক দিন ধরে টেক-টিউনসে পোষ্ট করা হয়নি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডেস্কটপে বা ল্যাপটপে খুব সহজে ওয়াই-ফাই জোন বানানো যায়।এর আগেও এই বিষয়ে অনেক পোষ্ট দেখছি,কিন্তু অনেকেই পরিষ্কার বুঝতে সক্ষম হননি।কথা না বাড়িয়ে সরাসরি মূল অংশে চলে যাই......
১।যদি আপনার ডেস্কটপ হয়,তাহলে প্রথমে ওয়াই-ফাই কার্ড এবং ড্রাইভার সহ ইন্সটল দিন।ইন্সটল শেষ হলে চোখ বন্ধ করে রি-স্টার্ট দিন।
২।যদি আপনার ল্যাপটপ হয়,তাহলে যাচাই করে নিন ওয়াই-ফাই এনাবল কি না। বর্তমানে যেসব ল্যাপটপ বাজারে আসচ্ছে সব গুলোতে ওয়াই-ফাই আছে।
১। প্রথমে MyPublicWiFi (1.06 mb) নামের এই ছোট্ট সফটওয়ারটি ডাঊনলোড দিন। [ এখান থেকে ]
২। তারপর WinRar আথবা অন্য কোন কম্প্রসার সফটওয়ার দিয়ে এক্সট্রাক্ট করুন। [ Extract Password: 14194 ]
৩।তারপর সফটওয়ার টির উপর ডাবল ক্লিক মারুন এবং নেক্সট করতে থাকেন,আবশেষে ইন্সটল শেষ হয়ে গেলে Finish এ ক্লিক করুন।
৪।আপনার ডেস্কটপ/ল্যাপটপের ওয়াই-ফাই কানেকশনটি চালু করুন।
৫। এবার সফটওয়ার টি রান করুন। Network Name বক্সটিতে যেই নামটি দিবেন,সেই নামটি হবে ওয়াই-ফাই জোনের নাম।এখানে আপনি ইচ্ছা মত নাম ব্যাবহার করতে পারবেন।যেমন আমি দিয়েছি Acer-Wifi
৬। Network Key বক্সে আপনি ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করতে পারবেন।যদি ফাঁকা রাখেন তাহলে ক্লায়েন্টের কাছে কোন পাসওয়ার্ড চাইবেনা।
৭। Enable Internet sharing ঘরে টিক দিন এবং আপনি কোন ইন্টারনেট কানেকশনটি শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।
৮। এবার নিচে অবস্থিত Start Hotspot এ ক্লিক করুন।দেখবেন কয়েক সেকেন্ডে আপনার ডেস্কটপ/ল্যাপটপ ওয়াই-ফাই জোনে পরিনত হয়েছে।
৯। সর্বশেষে একটি ওয়াই-ফাই এনাবল মোবাইল বা ল্যাপটপে যাচাই করে দেখবেন,আপনার ওয়াই-ফাই জোনটি প্রদর্শিত হবে।
১০।দেখেন এই খানে কাজ হয়েছে এবং সাথে internet acces লেখা আসচ্ছে।এবার মজা করে হারিয়ে যান ওয়াই-ফাই এর দেশে।
এই টিউন সম্পর্কে যেকোন প্রশ্ন কমেন্ট বক্স আথবা আমার ফেইসবুকে মেসেজ করার জন্য অনুরোধ করা হল।
বিঃদ্র :- এই টিউনটি করতে আমার কোন আর্থিক ব্যয় হয়নি,কিছু সময় আর পরিশ্রম ব্যয় হয়েছে।যদি টিউনটি আপনার উপকারে আসে তাহলে আমার এই সময় ও পরিশ্রম সফল হবে।সবার সুস্থতা কামনা করি ভাল থাকবেন।
আমি shahinurnpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।