যাচাই করার দায়িত্ব আপনার

অনেক্ষণ ধরে নিউ পোস্ট পেজটা খুলে বসে আছি। কিন্তু পোস্ট লেখা হচ্ছে না। লেখায় মন বসছে না নাকী কি নিয়ে লিখবে বিষয় খুজে পাচ্ছি না? প্রথমটা হতে পারে না। কারণ লেখার জন্যই তো বসেছি। তাহলে কি লেখার বিষয় পাচ্ছিলাম না? হ্যাঁ মনে হয় তাই ঠিক। গুগল মামাকে নিয়ে বিশ্ব দেখতে শুরু করলাম। মনে যা আছে তা লিখে খোজা খুজি করতেছি। Upload n Sell লিখে সার্স করে তিন নম্বর এ শো করতেছে http://uploadnsell.com/ সাইটটা। ক্লিক করে প্রবেশ করে দেখলাম যাদের সাইট আছে বা অন্তত ব্লগস্পট সাইট যাদের আছে তাদের কাজে আসবে। বিশেষত যারা অনলাইনে কিছু বেচতে চাই তাদের অন্য।

সাইটটির সুবিধা নিম্নরুপঃ
Cool Features

১। It's Free - just upload and sell!
২। selling in 5 minutes
৩। No registrations required
৪। No fees, royalties, commissions
৫। Instant download for your customers
৬। Protect your products with expiring download pages
৭। Cash straight into your own Paypal account

যাচাই করার দায়িত্ব আপনার।

আর একটা খবর, বাংলাদেশী এডমিনরা তাদের সাইট বা ব্লগ http://allbdweb969.blogspot.com/ সাবমিট করে কিছু ভিজিটর পেতে পারেন। এবং ছবি আপলোড করে মোবাইল রিসার্জ উপভোগ করুন http://bdpics4u.blogspot.com/ এখান থেকে।

ধন্যবাদ।

Level 0

আমি BD969। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজাইরা জিনিস। এরচেয়ে HP এর একটা মডেল আছে AMD প্রসেসর সহ। সেম প্রাইস। এটার চেয়ে বহুত ভালো জিনিস।

    সরি, এই কমেন্টাও আজাইরা হইছে। 😛