আনলাইন ইংরেজী টু বাংলা ডিকশনারী

আগের টিউনটিতে লিখে ছিলাম ইংরেজী থেকে বাংলা ডিকশনারী সফটওয়্যার নিয়ে।
ইচ্ছা করলে আগের টিউনটি এখান থেকে দেখে আসতে পারেন।

ইংরেজী টু বাংলা আনলাইন ডিকশনারী চিত্রঃ ইংরেজী টু বাংলা আনলাইন ডিকশনারী।

এবার আপনাদের যে ডিকশনারীটির সাথে পরিচয় করিয়ে দিব এটি হল ইংরেজী টু বাংলা আনলাইন ডিকশনারী। এটি অনলাইন এডিশন বেটা ভার্সন। বর্তমানে আমি এই ডিকশনারীটি ব্যবহার করছি। এই অনলাইন ডিকশনারীটির বাংলা অর্থ গুলো দেখতে হলে আপনার ব্রাউজারটিতে অবশ্যই ইউনিকোড (UFT-8) সাপোর্ট থাকতে হবে। বর্তমানে প্রায় সব ব্রাউজারে ইউনিকোড (UFT-8) সাপোর্ট থাকে। বর্তমানে এই অনলাইন ডিকশনারীটিতে প্রায় ৩০,০০০ এর ও অধিক শব্দ রয়েছে। আগের ইংরেজী থেকে বাংলা ডিকশনারী সফটওয়্যার টিতে অনেক সব্দের অর্থ পাওয়া জায় না। এই অনলাইন ডিকশনারীটি হয়ত এ ক্ষেত্রে আপনাদের সাবাইকে কিছুটা সাহায্য করবে। আশাকরি এই অনলাইন ডিকশনারীটি সবার কাছে ভালো লাগবে এবং কাজেও লাগবে।

এই ইংরেজী টু বাংলা আনলাইন ডিকশনারীটি পাবেন এখানে

পূর্বে প্রকাশিতঃ  4টেকবিডি

এটি আমার নিজের ডেভেলপ করা সাইট। সাইট টি ওয়ার্ডপ্রেস এর উপর করা। আমার এই সাইট টি তৈরীর পেছনে প্রেরনার একমাত্র উৎস হল টেকটিউনস। আমি আমার সামান্য মেধা দিয়ে এই সাইট টিকে ৪ ভাগের ৩ ভাগ বাংলা করেছি।

সবাই কে ধন্যবাদ।
----- টিউনার রলিন -----

Level New

আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাই বাংলা থেকে ইংরেজি online Dictionary র খোজ দিলে উপকৃত হতাম ।

Level New

ভাই বুঝেন ই ত আমি একটু ব্যস্ত।
কারন আমি আমার দুইটা সাইট নিয়ে একটু ব্যস্ত।
চিন্তা করবেন না রুহুল আমিন ভাই আমি চেষ্টা করব।

অফলাইনে ব্যাবহার করার জন্য ইংরেজী টু বাংলা ডিকশনারী ডাউন লোড করার কোন লিন্ক থাকলে জানাবেন। গুগলে অনেক সার্চ দিয়েও পেলাম না।

Level 0

@@@Syed Nur Kamal
অফলাইনে ব্যাবহার করার জন্য ইংরেজী টু বাংলা ডিকশনারী ডাউন লোড করার কোন লিন্ক থাকলে জানাবেন। গুগলে অনেক সার্চ দিয়েও পেলাম না।

একমত

Level 0