অনেকেই নতুন ব্লগিং শুরু করেছেন। কিন্তু ভালো বেকলিংকের অভাবে সাইটকে রেংক করাতে পারছেন না। আসলে একটা ডুফলো বেকলিংক করা সহজ কোন বিষয় না। আমি নিজেও অনেক সাইটকে গেষ্ট টিউন করার জন্য অফার করছিলাম। তারা বলেছিলো যে একটা লিংক দিবে কিন্তু তার বিনিময়ে ৩০০ ডলার দিতে হবে।
তাহলে একবার চিন্তা করেন, একটা লিংক পাওয়া তাও আবার ডুফলো – ব্যাপারটা কতটা কঠিন।
আমি আমার ব্লগিং জীবনে অনেক সাইটে বেকলিংক করার চেষ্টা করেছি। কোন যায়গায় সফল হইছি আবার কোন কোন যায়গায় ব্যার্থ হয়েছি। যে সকল সাইটে আমি বেকলিংক করতে সফল হয়েছি ওইগুলার একটা লিস্ট তৈরি করে রেখেছিলাম। যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি এগুলা আপনাদের দারুন কাজে দিবে।
উপরুক্ত সাইটগুলাতে বেকলিংক করা বেশি একটা কঠিন বিষয় না। শুধু যেকোন একটা সাইট অপেন করবেন। তারপর সেখানে email আর username দিয়া signup করবেন। উপরে বড় করে Submit Story বা Submit Listing নামে একটা অপশন থাকবে সেটা ক্লিক করে আপনার টিউনের লিংক এবং ডেসক্রিপশন যোগ করে সাবমিট করে দেন।
ব্যাস, আপনার কাজ শেষ। দুই একদিনের ভিতরেই এটা এপ্রুভ হয়ে যাবে। আর এপ্রুভ হওয়ার সাথে সাথেই লিংকগুলা ইনডেক্স হবে।
যদি আরো সাইটের নাম দরকার হয় অথবা Instant indexing Guest posting site খুঁজে থাকেন, তাহলে এই পোষ্টটি ভিজিট করে দেখতে পারেন। 👇
আশাকরি এইটা আপনাদের কাজে লাগবে। যদি মনে করেন আপনার আরেকজন ভাইয়ের এটা জানা প্রয়োজন, তাহলে তাকেও এই সাইটগুলার নাম শেয়ার করে দিন।
✪আর, এটাই আমার techtunes এ প্রথম টিউন। আরো আগে প্রায় ৫-৬ মাস আগে একবার টিউন করার চেষ্টা করেছিলাম কিন্তু কোন কারনে করা হয়ে উঠেনি। এমনিতে গত কয়েক বছর ধরেই আমি tectunes এর নিয়মিত ভিজিটর। যদিও আজকেই মাত্র টিউন করেছি😂
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। ফিরবো নতুন একটা টিউনস নিয়ে।
আমি আবদুল কাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি বিভিন্ন ধরনের প্রিমিয়াম রিসোর্স ফ্রীতে শেয়ার করে থাকি।যদি আপনার এসব বিষয়ের প্রয়োজন থাকে,তবে আমার সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।