বাসা ভাড়া করা লাগে এদেশের অধিকাংশ শহুরে মানুষের। আমরা যখন কর্ম সূত্রে বা অন্যান্য প্রয়োজনে আমাদের অবস্থান পরিবর্তন করি, তখন নতুন স্থানে বাসা বা বাড়ির প্রয়োজন হয়।
আমরা সাধারণত বাসা খুঁজি দেয়ালে দেয়ালে টু-লেট(To-Let) দেখে। এটা করতে গিয়ে আমাদের সময়ের অনেক অপচয় হয়। এজন্য বাসা ভাড়ার বিষয়টা যদি অনলাইনেই ঠিকঠাক করে ফেলা যেত কিংবা বাসা ভাড়ার বিজ্ঞাপণ টা ঘরে বসেই দেয়া যেত তাহলে কেমন হত?
নিশ্চয়ই এটা উভয়পক্ষের জন্যে উপকার হত। এজন্যে আমরা নিয়ে এসেছি সমাধান। একাজে আপনাদের সাহায্য করবে Toleter.com আপনি এখান থেকে পুরো দেশের টু-লেটের খোঁজ পেয়ে যাবেন।
কিভাবে বাসা খুজবেন?
Toleter.com ওয়েবসাইটে প্রবেশের পর আপনি আপনি লোকেশন সমৃদ্ধ একটা সার্চ অপশন পাবেন। এখান থেকে আপনি যে জেলা বা শহরের বাসা খুজতে তা সিলেক্ট করুন, তারপর আপনার থানা বা উপজেলা সিলেক্ট করুন। তাহলে আপনার কাঙ্ক্ষিত এলাকার সব টু-লেট এখানে দেখতে পারবেন।
উল্লেখ্য, আমরা দেশের প্রধান ৬টি শহর সিটির আওতায় রাখছি, অন্য শহর গুলো জেলার আওতায়।
অর্থাৎ, আপনি যদি ঢাকা শহরের বাসা খুজতে চান, তাহলে Dhaka City সিলেক্ট করতে হবে।
কিভাবে বাসা ভাড়ার বিজ্ঞাপণ বা টু-লেট টিউন করবেন?
শুধু বাসা ভাড়া না, অন্য যে কোন কিছু যেমন দোকান, অফিস, রেস্টুরেন্ট, বিলবোর্ড ইত্যাদির বিজ্ঞাপণ টিউন করতে পারেন। আপনি চাইলে বিক্রির জন্যেও বিজ্ঞাপণ দিতে পারেন।
বিজ্ঞাপণ টিউন করার জন্যে আপনার প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। এর জন্য আপনাকে Sign In অপশনে গিয়ে Register বাটনে ক্লিক করবেন। এরপর আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার অটোমেটিক লগইন হয়ে যাবে।
এরপর আপনি Add Property বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিটেইলস দিয়ে ফর্ম ফিলআপ করে সাবমিট করবেন। হয়ে গেল আপনার বিজ্ঞাপণ টিউন করা।
আপনি যদি বিজ্ঞাপণ আমাদের দিয়ে টিউন করাতে চান তাহলে আমাদের সরাসরি মেসেজ করুন https://m.me/toleterbd অথবা মেইল করুন [email protected] অথবা হোয়াটসঅ্যাপ করুন, +8801883322906 এই নাম্বারে।
অন্য যে কোন সমস্যায়ও এসব মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।
আমি জামান ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।