cnet এর মতে বর্তমানে সবচাইতে জনপ্রিয় ১০ টি ওয়েবওয়্যার নিয়ে আজকের টিউন। সাথে তাদের লিঙ্ক ও ফুটনোট।
ক্যাস্পারস্কি ব্যবহার করেন না তাতে কি? ফ্রি-তে তাদের সেবা উপভোগ করতে এখুনি চলে যান তাদের সাইটে আর চেক করে নিন আপনার দরকারি ফাইল ভাইরাসমুক্ত কি না ।
এই মুহূর্তে কোন মিউজিক শুনছেন কিন্তু তার আর্টিস্ট কিংবা এলবাম কিছুই জানেন না? নিয়ে নিন শাজাম! আর সহজেই জেনে নিন কার গান, কোন এলবামের গান আর পছন্দ হলে কিনে নিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।
আপনার ছবিকে মজাদার ইফেক্ট দিন photofunia-র সাহায্যে প্রফেশনাল ইমেইজ এডিটররা যেরকম ইফেক্ট দেন, সেইরকমই। খুবই মজার এই ওয়েবসাইটটি।
ডিজাইন করুন যেকোন আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনারদের মতই !
এখানে দুটো প্রজেক্ট দেয়া হলঃ
http://ww.floorplanner.com/projects/21191298-new-home/floors/21902621-main/designs/22955194-first-design
http://ww.floorplanner.com/projects/19007887-my-first-project/floors/19098586-ground-floor/designs/22946830-the-income-property
ক্লাউড কম্পিউটিং-এর সবচাইতে বড় সাফল্য হল ড্রপবক্স! আপনার কম্পিউটারের যেকোন ফোল্ডারে আপনার দরকারি ফাইল রাখুন, তা চলে যাবে ড্রপবক্স-সাইটে। পরবর্তীতে যেকোন কম্পিউটার থেকে ড্রপবক্সে থেকে একসেস করুন সেই ফাইলগুলো। একদম পোর্টেবল !!
©নাহিদ আনোয়ার, ২০১১, প্রথমে প্রকাশিত আমার ওয়ার্ডপ্রেস ব্লগে !
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
ভালো হয়েছে। ধন্যবাদ।