বর্তমানে জনপ্রিয় ১০টি সেরা ওয়েবওয়্যার !

cnet এর মতে বর্তমানে সবচাইতে জনপ্রিয় ১০ টি ওয়েবওয়্যার নিয়ে আজকের টিউন। সাথে তাদের লিঙ্ক ও ফুটনোট।

  • vShare:


বর্তমানে ব্যবহৃত সবচাইতে জনপ্রিয় ওয়েবওয়্যার। এটি আপনাকে আপনার নিজের একটি টিভি স্টেশন তৈরি করে শেয়ার করার সুবিধা দিবে। বিশ্বের যে কোন স্থান থেকে আপনি আপনার পরিচিতজনের সাথে ভিডিও শেয়ার করতে পারবেন।

  • eBuddy:

ইবাডি বর্তমানে সবচাইতে বেশি জনপ্রিয় 3rd party চ্যাটিং এপ্লিকেশন। এতে প্রায় সব চ্যাটিং সেবাদাতা প্রতিষ্ঠানের আইডি ব্যবহার করে চ্যাট করা যায়। এটি কম্পিউটারে তো বটেই, জাভা সমর্থিত প্রায় সকল মোবাইল ফোনেও ব্যবহার করা যায়। এটি দিয়ে yahoo, hotmail, gtalk তো বটেই facebook এও চ্যাট করা যায়।
  • Kaspersky Online Virus scanner:


ক্যাস্পারস্কি ব্যবহার করেন না তাতে কি? ফ্রি-তে তাদের সেবা উপভোগ করতে এখুনি চলে যান তাদের সাইটে আর চেক করে নিন আপনার দরকারি ফাইল ভাইরাসমুক্ত কি না ।

  • Adobe photoshop Express:

অনলাইনেই এডিট করে নিন আপনার দরকারি ছবি। ফটোশপ দিয়ে ! একটা আইডি বানিয়ে একদম ফ্রিতে উপভোগ করুন এই দারুণ সুবিধা। এর মাধ্যমে সব সময় ফটোশপের লেটেস্ট ভার্সন ব্যবহারের সুযোগ আপনি পাচ্ছেন।

  • Cameroid:

ক্যামেরয়েড দিয়ে আপনার ব্রাউজার থেকেই ওয়েবক্যামের মাধ্যমে অনেক মজার মজার ছবি তুলুন। আর সেই ছবি শেয়ার করুন ফেইসবুকে!!!
  • Facebook for iPhone:

iphone এর জন্যে ফেসবুক এর চমৎকার ইন্টারফেস! অত্যন্ত সুন্দর।
  • Shazam:

এই মুহূর্তে কোন মিউজিক শুনছেন কিন্তু তার আর্টিস্ট কিংবা এলবাম কিছুই জানেন না? নিয়ে নিন শাজাম! আর সহজেই জেনে নিন কার গান, কোন এলবামের গান আর পছন্দ হলে কিনে নিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।

  • Photofunia:

আপনার ছবিকে মজাদার ইফেক্ট দিন photofunia-র সাহায্যে প্রফেশনাল ইমেইজ এডিটররা যেরকম ইফেক্ট দেন, সেইরকমই। খুবই মজার এই ওয়েবসাইটটি।

  • Floor Plans:

ডিজাইন করুন যেকোন আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনারদের মতই !

এখানে দুটো প্রজেক্ট দেয়া হলঃ
http://ww.floorplanner.com/projects/21191298-new-home/floors/21902621-main/designs/22955194-first-design
http://ww.floorplanner.com/projects/19007887-my-first-project/floors/19098586-ground-floor/designs/22946830-the-income-property

ক্লাউড কম্পিউটিং-এর সবচাইতে বড় সাফল্য হল ড্রপবক্স! আপনার কম্পিউটারের যেকোন ফোল্ডারে আপনার দরকারি ফাইল রাখুন, তা চলে যাবে ড্রপবক্স-সাইটে। পরবর্তীতে যেকোন কম্পিউটার থেকে ড্রপবক্সে থেকে একসেস করুন সেই ফাইলগুলো। একদম পোর্টেবল !!

link এর জন্যে ছবিতে ক্লিকান !!

©নাহিদ আনোয়ার, ২০১১, প্রথমে প্রকাশিত আমার ওয়ার্ডপ্রেস ব্লগে !

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে। ধন্যবাদ।

ভালো লাগলো আপনাকে ধন্যবাদ।
আপনি যদি সফটয়্যার কিনতে চান তাহলে এই সাইটে যান..http://www.askbangladesh.com/cms/index/ask-bangladesh-software

Level 0

কাজের জিনিস। হিমায়িত দিহান ভাই , vShare এর টিভি স্টেশন তৈরি করে শেয়ার করার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার উপকার হতো। ধন্যবাদ ।

    আমি এ সম্পর্কে জানি না। তবে আপনি গুগলে সার্চ দিলেই হয়ত পেয়ে যাবেন। সাথে সাথে ইউটিউব এ সার্চ দিলে পাবেন ভিডিও টিউটোরিয়াল

Level 0

হিমায়িত দিহান অনেক দিন পর আপনার টিউন পেলাম। দেখে ভালো লেগেছে 🙂

দারুন লাগলো… বেশ তথ্যবহুল এবং উপকারী… ধন্যবাদ দিহান ভাই… :mrgreen:

দারুন—————————————

অনেক কিছু জানলাম । ধণ্যবাদ।