Planstack – সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এবং ইমেইল ক্যাম্পেইনের জন্য ফ্রি মার্কেটিং ক্যালেন্ডার

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।

আমরা যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে কাজ করি অথবা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছি তারা প্রায়ই বিভিন্ন প্ল্যান আগে থেকে নির্দিষ্ট করে রাখি। কবে কোন Post করা হবে অথবা কোন স্ট্রেটেজি গ্রহণ করা হবে সেটার একটা পরিকল্পনা কোথাও লিখে রাখি। লিখা সেই প্ল্যান গুলো হয়তো সহকর্মীদের সাথে শেয়ার করি। এখন আপনি চাইলে এই কাজ গুলো আরও স্মার্টভাবে করতে পারেন।

Planstack কি?

সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এবং ইমেইল ক্যাম্পেইন প্ল্যানের জন্য সেরা একটি মার্কেটিং ক্যালেন্ডার হচ্ছে Planstack। আপনি আপনার প্ল্যান গুলো এখানে লিপিবদ্ধ করে রাখতে পারবেন। শুধু মাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যানেই নয় যেকোনো মার্কেটিং স্ট্রেটেজি তৈরি এবং টিম-মেটদের সাথে শেয়ার করার জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে এটি।

ক্যালেন্ডারের মত ইউজার ইন্টারফেসটিতে আপনি বিভিন্ন কার্ড এড করতে পারবেন, স্ট্রেটেজি সম্বলিত কার্ড গুলো টিম মেম্বারদের সাথে শেয়ার করতে পারবেন এবং তারা এখানে তাদের ফিডব্যাক জানাতে পারবে।

Planstack, আপনাকে ওয়ার্ক-ফ্লু গুলো সুন্দর ভাবে সাজিয়ে রাখতে সাহায্য করবে। অ্যাপটিতে আপনি প্রি-বিল্ড Digital Marketing, Social Media Post এবং Editorial Content এর মত টেম্পলেটে পেয়ে যাবেন। একই সাথে রয়েছে নতুন টেম্পলেট তৈরির ব্যবস্থাও।

আপনি অ্যাপটি ব্যবহার করে যে ইভেন্ট তৈরি করবেন একই সাথে সেই ইভেন্টের কন্টেন্টও এড করতে পারবেন। যেমন আপনি এই মাসে কি পরিমাণে সোশ্যাল মিডিয়া Post করবেন সেটা প্ল্যান করছেন সেক্ষেত্রে Post গুলোও ক্যালেন্ডারে এড করতে পারবেন।

Planstack

অফিসিয়াল ওয়েবসাইট @ Planstack

কিভাবে ব্যবহার করবেন Planstack

প্রথমে Planstack ওয়েবসাইটে চলে যান এবং একটি ফ্রি একাউন্ট তৈরি করুন।

এবার একাউন্ট ড্যাশ-বোর্ডে প্রবেশ করুন, এখানে কিছু প্রি-বিল্ড ক্যালেন্ডার টেম্পলেট দেখতে পাবেন যেমন, Digital Marketing, Social Media Post এবং Editorial Content।

এবার আপনি যেকোনো একটি টেম্পলেট ওপেন করুন, দেখবেন আগে থেকে কিছু এন্ট্রি দেয়া আছে। আপনি নিজের প্রয়োজনমত এডিট করে নিন। তাছাড়া আপনি এখানে নতুন এন্ট্রিও এড করতে পারবেন। সেখানে দিতে পারবেন নির্দিষ্ট টাইটেল, ডেসক্রিপশন, এবং মিডিয়া কন্টেন্ট।

নতুন একটি এন্ট্রি তৈরি করতে টাইমলাইনের যেকোনো জায়গায় ক্লিক করুন অথবা টুলবার থেকে New Entry বাটমে ক্লিক করুন। আপনার এন্ট্রিতে ইচ্ছে মত সময়, টাইটেল, ডেসক্রিপশন, মিডিয়া এবং ট্যাগ যুক্ত করে দিন।

আপনি যদি প্রি-বিল্ড টেম্পলেট গুলো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে নিজেই ক্যালেন্ডার তৈরি করে নিতে পারেন। এজন্য New View এ ক্লিক করুন এবং প্রয়োজন মত ক্যালেন্ডার তৈরি করে নিন।

টিম-মেম্বার এড করতে Members অপশনটি ব্যবহার করুন এবং আপনার সহকর্মীদের ইনভাইট করুন।

আপনার তৈরি করা প্রতিটি ক্যালেন্ডারে একটি Share বাটন পাবেন সেখানে ক্লিক করে ক্যালেন্ডারটি তাদের সাথে শেয়ার করতে পারেন৷ এখানে বলে রাখা ভাল আপনি ফ্রি প্ল্যানে মাত্র তিনজনের সাথে ক্যালেন্ডার শেয়ার করতে পারবেন।

আর এই ভাবেই আপনি এই সিম্পল টুলটি দিয়ে আপনার সকল মার্কেটিং ইভেন্ট প্ল্যান করতে পারবেন। আপনার যদি তিনজনের বেশি টিমমেটদের সাথে ক্যালেন্ডার শেয়ারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে Planstack এর প্রিমিয়াম প্ল্যান ব্যবহার করুন।

শেষ কথাঃ

সব মিলিয়ে আমি বলতেই পারি, ডিজিটাল মার্কেটার এবং SEO প্রফেশনালদের জন্য দারুণ এবং চমৎকার একটি টুল হচ্ছে Planstack। এমনকি কন্টেন্ট রাইটারও তাদের পুরো মাসের প্ল্যান লিপিবদ্ধ করে ফেলতে পারবে এই ক্যালেন্ডারে।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস