যেকোনো PDF এ Draw অথবা Annotations যোগ করুন সেরা পাঁচটি ওয়েব অ্যাপ দিয়ে

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউনটি মূলত পিডিএফ ফাইল এডিট নিয়ে। আজকে আমরা দেখব সেরা ৫ টি অনলাইন পিডিএফ এডিটর অ্যাপ।

আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ডকুমেন্ট আমরা PDF আকারে সেভ রাখতে পছন্দ করি। তাছাড়া এটি করার সুবিধাও অনেক যেমন, লাইন ব্রেক হবার ভয় থাকেন না, ফরম্যাটিং নষ্ট হবার চান্স থাকে না এবং অন্য কাউকে PDF ডকুমেন্ট পাঠানোও সহজ। যেকোনো Doc ফাইল PDF করার মানে হল এটিকে ফাইনালি এডিট করা হয়েছে এবং ভবিষ্যতে এডিট এর সম্ভাবনা কম। তবে কখনো কখনো কাউকে পাঠাতে গেলে এই PDF ফাইল গুলো এডিটের প্রয়োজন হতে পারে।

অনলাইনে দ্রুত PDF ফাইল এডিটের অসংখ্য টুল থাকলেও সব গুলো টুল আপনার প্রয়োজন মত সুবিধা দিতে পারবে না, তাই আজকে আমি আপনাদের এমন কিছু সেরা অনলাইন টুল নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি দ্রুত যেকোনো PDF ডকুমেন্টে Draw করতে পারবেন এবং প্রয়োজনে টীকা যুক্ত করতে পারবেন একই সাথে প্রয়োজনীয় এডিটের পর সহজেই ডাউনলোড করে ফেলা যাবে আপনার ডকুমেন্ট।

চলুন দেখে আসি সেরা পাঁচটি অনলাইন PDF এডিটর

১. Smallpdf

এই Smallpdf এমন একটি প্ল্যাটফর্ম যা সব ধরনের পিডিএফ ফাইল পরিচালনার জন্য উপযুক্ত। এখানে, আপনি পিডিএফকে, Word, Excel, ppt, jpeg এবং তদ্বিপরীত (vice versa)  হিসাবে কনভার্ট করতে পারবেন। এছাড়াও, পিডিএফ ডকুমেন্টে স্বাক্ষর যোগ করতে, পিডিএফ সুরক্ষিত করতে এবং লক হওয়া পিডিএফটিকে আনলক করার জন্য দারুণ টুল দেওয়া হয়েছে। ওয়েবসাইটটিতে “edit PDF” অপশনে ক্লিক করে অঙ্কন বা টীকা ফিচারটিতে অ্যাক্সেস করা যাবে।

Smallpdf ওয়েবসাইটে প্রবেশ করেই আপনি দারুণ অপশন পাবেন, আপনি চাইলে লোকাল ডিস্ক থেকেও আপলোড দিতে পারেন চাইলে Google Drive এবং Dropbox ব্যবহার করেও PDF ইম্পোর্ট করতে পারেন। অনেক গুলো অপশন থেকে আপনি “draw” অপশনটি পেয়ে যাবেন, চাইলে বিভিন্ন কালারের পেন সিলেক্ট করতে পারেন। সব ধরনের এডিটের পর আপনি ফাইলটি সেভ করে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার সকল ধরনের এডিট লাইভেই দেখতে পারবেন।

এই ওয়েবসাইট ব্যবহার ছাড়াও আপনি Chrome Extension টির মাধ্যমেও এই কাজটি করতে পারেন।

Smallpdf

অফিসিয়াল ওয়েবসাইট @ Smallpdf

২. Good Annotations

Good Annotations এমন একটি ওয়েব অ্যাপ্লিকেশন যা আপনাকে যেকোনো ধরনের পিডিএফ এডিটের সুযোগ দেয়। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি আপনার ডকুমেন্টে ছবি, Txt এবং টীকা যোগ করার সুযোগ দেবে। সাহায্যে পিডিএফ চিহ্নিত করতে সহায়তা করে। পিডিএফ সম্পাদনা ছাড়াও, এই ওয়েবসাইটটি, Screenshot Chrome Extension, Image Border Building, Website Mockups, Annotations, Compress image, Convert image, সহ আরও অনেক সুবিধা দিয়ে থাকে।

যেকোনো পিডিএফ ফাইল এডিট করতে Good Annotations ওয়েবসাইটে যান এবং Get Started এ ক্লিক করুন। এবার আপনার নির্দিষ্ট ফাইলটি আপলোড করে দিন এবং প্রয়োজন মত এডিট করুন। বাম পাশের প্যানেল থেকে আপনি Draw সিলেক্ট করতে পারেন এবং বিভিন্ন Shape বাছাই করে নিতে পারেন।

একই সাথে এই Good Annotations ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে পিডিএফ এ Txt ও Annotation এড করতে পারবেন। দারুণ ব্যাপার হল এই ওয়েবসাইটেরও আলাদা একটি ক্রোম এক্সটেনশন রয়েছে।

Good Annotations

অফিসিয়াল ওয়েবসাইট @ Good Annotations

৩. PDF Bob

পিডিএফ ফাইল Editing এবং Annotating এর জন্য আরেকটি দারুণ অনলাইন টুল হল, PDF Bob। এই ওয়েবসাইটের রয়েছে পিডিএফ ফাইল, Editing, Creating, Annotating, এবং Protecting ফিচার। পিডিএফ ফাইলে ছবি এবং টেক্সট যোগ করার পাশাপাশি আপনি চাইলে নতুন পেজও এড করতে পারবেন এই টুল দিয়ে।

PDF Bob ওয়েবসাইটে প্রবেশ করুন এবং “start editing PDF” এ ক্লিক করুন। দারুণ আপলোডের পর আঁকা আঁকি করতে আপনি, " Pencil tool”, “pen tool” এবং “highlighter” পাবেন। তাছাড়া বিভিন্ন Shape ও যোগ করতে পারবেন পিডিএফ ফাইলে।

PDF Bob ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে বিশেষ করে পিডিএফ ফাইল এডিট করার জন্যই। আপনি প্রয়োজনীয় এডিটের পর ফাইলটি সেভ করুন এবং ডাউনলোড করে নিন। এই টুলটির কোন ক্রোম এক্সটেনশন নেই।

PDF Bob

অফিসিয়াল ওয়েবসাইট @ PDF Bob

৪. PDF4ME

পিডিএফ এডিটিং ছাড়াও বিভিন্ন ফিচার সমৃদ্ধ দারুণ একটি ওয়েব-টুল হচ্ছে PDF4ME। এখানে আপনি পাবেন, কনভার্ট ফাইল টু পিডিএফ এবং পিডিএফ টু ফাইল, PDF OCR, eBook Converter, Compress PDF, Web optimizations, Merge PDF, Split PDF, Repair PDF, Sign PDF, Extract Text & Images From PDF, Add Watermark, Adding Barcode To PDF, Automation, PDF Metadata, Secure lock & Unlock PDF এর মত সুবিধা গুলো।

পিডিএফ ফাইল এডিট করতে, PDF4ME ওয়েবসাইটে যান এবং “PDF viewer/editor” অপশনটি বাছাই করুন এবং পিডিএফ আপলোড করে দিন। আপনি চাইলে লোকাল ডিস্ক, গুগল ড্রাইভ এবং ড্রপ-বক্স ও ব্যবহার করতে পারেন।

বাকি টুল গুলোর মত এটিতেও ড্র করার জন্য Pen, Pencil, এবং Highlighter ব্যবহার করতে পারেন। এই ওয়েব-আপটির রয়েছে একটি ক্রোম এক্সটেনশন।

PDF4ME

অফিসিয়াল ওয়েবসাইট @ PDF4ME

৫. PDF Filler

পিডিএফ এ Draw এবং টীকা যোগ করার আরেকটি ফ্রি ওয়েব অ্যাপ হল PDF Filler। এডিট করার পাশাপাশি আপনি পিডিএফ ফাইলকে বিভিন্ন ফরমেটে সেভ করতে পারবেন এর রয়েছে আরও কিছু ফিচার যেমন, Signature, Locking, Compress। এই ওয়েবসাইটের আরও কিছু ফাংশনালিটির মধ্যে রয়েছে, LinkToFill, SendToSign, এবং Document Management। PDF Filler এর কয়েকটি প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেশনও রয়েছে, Salesforce, Dynamics, এবং Zapier।

PC, Google Drive, Dropbox, One Drive, এবং Box থেকে আপনার পিডিএফটি ইম্পোর্ট করতে পারবেন। তাছাড়া লিংক এবং অনলাইনে সার্চ দিয়েও পিডিএফ কালেক্ট করার সুযোগ করেছে। আপলোড করার পরই, Pen, Pencil, এবং Highlighter দিয়ে ইচ্ছে মত এডিট করা যাবে। যোগ করতে পারবেন ইমেজ, Shape ইত্যাদি৷

দারুণ ব্যাপার হল এই ওয়েব-টুলটি একই সাথে Android, iOS অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায়।

PDF Filler

অফিসিয়াল ওয়েবসাইট @ PDF Filler

ওয়েব অ্যাপ গুলোর কিছু সুবিধাঃ

চলুন পাঁচটি ওয়েব অ্যাপ এর কিছু সুবিধা নিয়ে আলোচনা করা যাক,

  • পিডিএফ ফাইল এডিট করতে আলাদা কোন থার্ড-পার্টি সফটওয়্যার ইন্সটল দিতে হবে না
  • যেকোনো পিডিএফ কে Word, Excel, ppt, jpeg সহ আরও বিভিন্ন ফরমেটে কনভার্ট করা যাবে
  • পিডিএফ ফাইলে স্বাক্ষর যোগ করা যাবে
  • পিডিএফ ফাইলে করা যাবে Draw এবং যোগ করা যাবে Annotations
  • ছবি ইম্পোর্টের ক্ষেত্রে লোকাল ডিস্কের সাথে সাথে ব্যবহার করা যাবে, Google Drive, Dropbox, ইত্যাদি
  • কিছু কিছু ওয়েব অ্যাপের রয়েছে ক্রোম এক্সটেনশন অথবা অ্যান্ড্রয়েড এবং iOS ভার্সন
  • কিছু ওয়েব অ্যাপ দেবে, Screenshot Chrome Extension, Image Border Building, Website Mockups, Annotations, Compress image, Convert image  এর মত বাড়তি সুবিধা

শেষ কথাঃ

আশা করছি পিডিএফ ফাইল এডিট তথা Draw এবং টীকা যোগ করাতে উপরে বর্ণিত ওয়েব-আপ গুলো আপনাকে দারুণ সাহায্য করবে। কিছু ওয়েব অ্যাপে পাবেন ক্রোম এক্সটেনশন অথবা মোবাইল আপ্লিকেশন।

কখনো কখনো পিডিএফ এডিট করা বেশ সময় সাপেক্ষ এবং কষ্ট সাধ্য হয়ে দাঁড়ায় যখন এগুলো লক বা নষ্ট হয়ে যায়। আমি এমন কয়েকটা ওয়েবসাইট উপরে উল্লেখ করেছি গুলো দিয়ে আপনি সহজে পিডিএফ আঁকা এবং ফিক্সড করতে পারবেন।

তো কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, আমাদের জানান কোন এডিটরটি আপনার বেশি পছন্দ হয়েছে।

আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস