Skype Meet Now – Skype এর নতুন সার্ভিস! ভিডিও চ্যাট আর কনফারেন্স হবে সফটওয়্যার ইন্সটল ছাড়া! এবার আপনার প্রিয় Skype ভিডিও কলিং দিয়ে ব্যবহার করুন Zoom এর সুবিধা

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।

Skype আমাদের খুবই পরিচিত ভিডিও কলিং অ্যাপ। যখন 3G ছিল না তখন থেকে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ ছিল এই Skype। তবে বিভিন্ন সহজ অ্যাপ এর আগমনের ফলে এর জনপ্রিয়তা অনেকাংশে কমে গেছে।

অতি সম্প্রতি এই Skype নিয়ে এসেছে দারুণ এক সুবিধা। এখন সাইন ইন, সাইন আপ, এমনকি কোন ধরনের অ্যাপ ডাউনলোড বা ইন্সটল দেওয়া ছাড়াই Skype এর মাধ্যমে করা যাচ্ছে ভিডিও কনফারেন্সিং।

Skype

অফিসিয়াল ওয়েবসাইট @ Skype Meeting

অফিসিয়াল ওয়েবসাইট @ Skype Web 

মূলত বর্তমানের আলোচিত ভিডিও কনফারেন্সিং অ্যাপ Zoom এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসার Skype এর এই উদ্যোগ। আমরা দেখেছি কিছু দিন আগে Zoom নিয়ে কিছু বিতর্ক তৈরি হলে অনেকেই এটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করে। হয়তো এই সুবিধাটিই কাজে লাগাতে চায় Skype।

কিভাবে ব্যবহার করবেন?

আপনি Skype Meeting এর অফিসিয়াল পেজে গিয়েই কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।

প্রথমে Skype Meeting চলে যান। Create a free Meeting এ ক্লিক করুন।

লিংকটি সবাইকে ইনভাইট করার জন্য ব্যবহার করুন। Start Call  এ ক্লিক করুন।

 

 

চাইলে Skype একাউন্ট ব্যবহার করতে পারেন অথবা Guest Mode ব্যবহার করতে পারেন।

আপনার নাম লিখুন

এবং ফাইনালি ভিডিও কনফারেন্সিং শুরু হলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন।

সুবিধা জন্য নিচের শর্টকাট গুলো ব্যবহার করতে পারেন।

- recent chat ওপেন করতে
- সকল পার্টিসিপেন্ট গুলো দেখতে
- মিটিং এর লিংক শেয়ার করতে
- রেকর্ড করা শুরু করতে
- Mute/ unmute করতে
- ভিডিও অফ অন করতে
- কল কেটে দিতে
- কনভারসেশন ওপেন করতে
- স্ক্রিন শেয়ার করতে
- রিয়কেশন সেন্ড করতে
- আরও বিভিন্ন অপশন দেখতে

ফিচারটি কিভাবে কাজ করে?

Skype Meeting লিংকটি আপনার যেকোনো ডিভাইসের Skype অ্যাপ এর মাধ্যমে ওপেন হবে। আপনি সাইন-ইন না করেও Guest মুডেও মিটিং এ যোগ দিতে পারবেন। আপনার পিসিতে Skype ইন্সটল করা না থাকলে লিংকটি আপনাকে Skype এর ওয়েব-ক্লায়েন্টে নিয়ে যাবে।
আপনি যেকোনো সময় লিংকটি ব্যবহার করতে পারেন, তাছাড়া Skype আপনার কল রেকর্ডিং ৩০ দিন এবং শেয়ার করা মিডিয়া গুলো তারও বেশিদিন সংরক্ষণ করে রাখবে।

সুবিধা:

চলুন এই Skype Meeting ফিচারের কিছু সুবিধা দেখে নেয়া যাক

  • Skype Meeting লিংকে ক্লিক করার মাধ্যমে যেকোনো ডিভাইসেই Skype ওপেন করা যায়।
  • সাইন-ইন না করেও Gust মুডেই জয়েন করতে পারবেন মিটিং এ।
  • Skype আপনার কল রেকর্ডিং ৩০ দিনের বেশি সময়ও ধরে রাখতে পারে।

শেষ কথাঃ

যারা আগে থেকে Skype ব্যবহারে অভ্যস্ত এবং বলতে গেলে Skype এর Loyalকাস্টমার তাদের জন্য আশা করছি এই ফিচারটি দারুণ লাগবে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ পোস্ট