যারা নতুন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে চায় তাদের সবারেই প্রয়োজন পড়ে হোস্টিং এর। এই সময়ে হোস্টিং এর দাম হয়ত এত বেশি নয় যে এটা ক্রয় করা দুসাধ্য। কিন্তু তারপরেও যারা এই ফিল্ডে নতুন আসে তাদের পক্ষে প্রথমেই হয়ত টাকা ইনভেস্ট করাটা ঠিক হয় না। আবার অনেকে করতে চায় না। সবাই তো আর ডেভোলাপার না এখানে যে তারা হুট করে হোস্টিং কিনে ফেলবে।
আমি এখানে ব্লগারদের হাইলাইট করছি। যারা শুরু করতে চাচ্ছে ওয়ার্ডপ্রেসে হোস্টিং কিন্তু হয়ত তাদের অভিজ্ঞতা কম ওয়ার্ডপ্রেসে। যার কারনে তারা প্রথমেই এত বেশি টাকা খরচ করতে চায় না। তাদের শিখার এবং টেস্টিং করার জন্য প্রয়োজন কম মূল্যের হোস্টিং কিন্তু একটু ভালো হোস্টিং। এখানে আমি শেয়ার্ড হোস্টিং এর কথা বলছি।
অবশ্যই শেয়ার্ড হোস্টিং ছাড়া অন্যসব হোস্টিং কম মূল্যে পাওয়া যাবে না। আর এখানে আমি শেয়ার্ড হোস্টিং এর মাসিক প্ল্যানের কথা বলব। কারণ অনেকে হয়ত টাকা বা অ্যাডসেন্সের জন্য ব্লগিং তো শুরু করে ফেলে কিন্তু কিছু দিন যাবার পর হাল ছেড়ে দেয়। এখন যদি সে বছর খানিক এর জন্য হোস্টিং কিনে ফেলে তখন তো সেটা আর কাজে আসবে না। তাই মাসিক প্ল্যান প্রয়োজন নতুন ব্লগার দের জন্য।
আমি আজকে যেই হোস্টিং প্ল্যানের কথা বলছি তার কিছু ফিউচার বা রির্সোস :
এখানে হয়ত অনেকে ভাবতে পারে 500 এমবি দিয়ে কী হবে। আমি নিজেও একটি ব্লগ চালাচ্ছি এই 500 এমবি দিয়ে। ব্লগ এর জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না।
এই হোস্টিং এর বড় সুবিধা হল আই/ও 25 এমবি এবং এন্টি প্রসেসর 50 আর প্রসেসেস 125।
প্ল্যানটি ক্রয় করতে ভিজিট করুন এই লিঙ্কে।
এছাড়া আরো ভালো কয়েকটি হোস্টিং সার্ভিস প্রোভাইডারের লিস্ট জানতে আমার ব্লগ পোস্টটি পড়ে আসতে পারেন - বেস্ট চিপ ওয়েব হোস্টিং 2020।
আমি আকাশ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।