আপনার ব্লগ yourblog.blgspot.com কে যেভাবে yourname.com ডোমেইন এ নিয়ে যাবেন। (আপডেট)

যতই দিন জাচ্ছে আর ততো বেশি ব্লগার.কম (ব্লগস্পট) এর জনপ্রিয়তা বেড়েই চলেছে তার কারনেই আমি এই টিউনটি আবার আপডেট করলাম।

আমাদের যখন ব্লগস্পট এ ব্লগিং করার জন্য একাউন্ট করি তখন আমাদের ব্লগের নাম টা অনেক বড় মনে হয়। যেমনঃ mynames.blogspot.com  তাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিব কিভাবে কাস্টম ডোমেইন নিয়ে আপনার ব্লগ নিয়ে যাবেন।

যেভাবে কাস্টম ডোমেইন এ নিয়ে যাবেনঃ-

আমি এখন দেখাব ফ্রী ডোমেইন এ কিভাবে আপনার ব্লগ ট্রান্সফার করবেন। প্রথমে আপনাকে একটা ফ্রী ডোমেইন নিতে হবে। আগের থাকলেও হবে। ফ্রী ডোমেইন না থাকলে নিচে লিঙ্ক থেকে সার্চ করে নিয়ে রেজিস্টাশন করে নিন।

CO.CC:Free Domain

ফ্রী ডোমেইন নেয়া হয়ে গেলে আপনাকে আপনার কাংখিত ডোমেইন এ গুগল এর DNS সেট-আপ করে নিতে হবে

DNS যেভাবে সেট-আপ করবেনঃ-

ডোমেইন নেয়ার পর সেট-আপ চাইবে তখন সেট-আপ বাটনে ক্লিক করে বা পরে co.cc তে লগিন করে Domain Settings এ ক্লিক করুন তারপর ডোমেইন নামের উপর Set-Up বাটনে ক্লিক করতে হবে।

ছবি বড় দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন

তারপর আবার Set-Up বাটন নির্বাচন করুন।

এবার 2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ http://www.yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ CNAME দিন Value তে ghs.google.com দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

এবার আপনাকে DNS IP সেট-আপ করতে হবেঃ-

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.32.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.34.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.36.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.38.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

উপরের ৪টি আইপি দিতে হবে।

ডোমেইন এর কাজ শেষ এখন আপনাকে ব্লগার.কম থেকে ডোমেইন টা কনফিগার করতে হবে।

যেভাবে ব্লগার.কম থেকে আপনার নির্বাচিত ডোমেইন দেখাবেনঃ-

এবার আপনার ব্লগার.কম এর ড্যাশবোর্ড এ যান এবং যে ব্লগ টা নতুন ডোমেইন এ ট্রান্সফার করবেন সেটার সেটিং এ ক্লিক করুন ক্লিক করুন তারপর Publishing এ ক্লিক করুন তারপর Switch to: • Custom Domain এ ক্লিক করুন তারপর Already own a domain? Switch to advanced settings এ ক্লিক করুন

এবার Your Domain ডোমেইন এ http://www.yourdomain.co.cc (আপনার ডোমেইন) টা বসিয়ে দিন Word Verification ওয়ার্ড টা দিয়ে সেভ সেটিং বাটনে ক্লিক করুন।

তারপর আবার সেখানেই your domain এর নিচে Redirect yourdomain.co.cc to http://www.yourdomain.co.cc এ চেক দিয়ে Word Verification ওয়ার্ড টা দিয়ে সেভ সেটিং বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ সেষ এবার আপনার ব্লগ টা চেক করুন দেখুন আপনার ব্লগ কাস্টম ডোমেইন এ চলে এসেছে।

টপ লেভেল (ex: .com .net .org .info) ডোমেইন এ ট্রান্সফার করতে Domain Manegeথেকে একই DNS সেট-আপ করে নিলেই হবে।


আপনার প্রস্নঃ আমি যে আমার ব্লগ টা সার্চ ইঞ্জিন সাবমিট করেছিলাম! এখন যদি কেউ সার্চ করে আমার লিঙ্ক এ ক্লিক করে তাহলে কি সেই লিঙ্ক টা Not found দেখাবে?

আমার উত্তরঃ চিন্তার কোন কারন নাই লিঙ্ক অটোমেটিক Redirect হয়ে যাবে নতুন লিঙ্ক এ!

পূর্বে বিডিরঙ.কম প্রকাশিত

আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন!

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks!!!

Level 0

thanks

Level 0

😀 thanks

Level 0

খু সুন্দর হয়েছে…।।http://softmukut.blogspot.com

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ আশাকরি

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমি একটা .com ডোমেইন নিতে চাই কিভাবে ? কিনলে কোনটা ভালো ? ফ্রী কোন উপায় আছে ?

    আমি সেই ব্যপারে দুঃখিত ভাইয়া। আমার জানামতে হয়তো ফ্রি .com পাওয়া যাবেনা। যদি পাওয়া যেত তাহলে সেই বিষয় নিয়ে টিউন করতাম। আর ভাইয়া ডোমেইন এর দাম তো খুব বেশি না ১ বছরের জন্য ৭০০ টাকা মাত্র।

    ১ বছর ৭০০ টাকা ? কোথায় কিভাবে ? একটু জানালে ভালো হতো ? কোনটা কিনলে ভালো হবে ?

    আপনার কি পেপ্যাল এ ১০ ডলার আছে? যদি থাকে তাহলে http://www.namecheap.com/ এই সাইট থেকে ক্রয় করতে পারবেন।

ভাই একটু হেল্প করেন আপনার কথা মত আমি করলাম কিন্তু নট ফাউন্ড দেখচ্ছে এখন কি করব http://www.downsoftbd.co.cc

    সরি ভাই কাজ হইছে ওহ ওপরের স্টেপ টা দিতে ভুলে গিয়েছিলাম তাই এই প্রবলেম কাজ হইছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য

    আপনি কি ড্যাশবোর্ড থেকে ডোমেইন তা দেখিয়েছেন? এখানে সব কিছু ফ্রেস ভাবে লেখা আছে কোন সমস্যা হওয়ার কথা না।

    আপনি নিচের লিংকটা দেখুন হয়তো আপনার কাজে লাগতে পারে।
    http://www.google.com/support/blogger/bin/static.py?page=ts.cs&ts=1233381

Level 0

আমার তো খুবই উপকার হলো। কারন গত কিছু দিন দরে ব্লগস্পটে ঢুকা যাচ্ছিল না……এখন পরিবরতন করার পর ঠিক ই পারছি। ধন্যবাদ।

    আপনার কাজে লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

    @সাইদুল ভাই আপনাকেও ধন্যবাদ।

ধন্যবাদ, ভাল জিনিস শেয়ার করার জন্য।

সকলের দৃষ্টি আকর্ষন করছি………………………………………………………………
আমার ২০০ ডলার PAYPAL এবং ৫০ ডলার ALERT PAY অথবা LIBERTY RESERVE দরকার। খুবই জরুরি। কেউ দিতে পারলে জানাবেন প্লিজ। যোগাযোগঃ ০১৭১২ ৮৮৮২৪৪ ইমেইলঃ [email protected]

    আপনাকেও ধন্যবাদ।

    যদি ডলার এর প্রয়োজন হয় তাহলে সাহায্য বিভাগে একটা টিউন করুণ।

আমি অনেক চেস্টা করেছি। কিন্তু উজার নেম(email id) চায় তখন কি দিব প্লিজ জানা থাকলে তারাতারি জানান।

    ভাইয়া আপনার পছন্দের ডোমেইন টি ফাকা থাকলে আপনাকে সেখানে একটা একাউন্ট (Registration) করতে হবে। তার পর চেষ্টা করুণ। আপনাকে ধন্যবাদ আপনার সমস্যা জানানোর জন্য। আমি দুক্ষিত দেরি উত্তর দেয়ার জন্য।

Level 0

ধন্যবাদ বড় ভাই 🙂 । দারুণ হইছে 😀

ধন্য বাদ দাদা। এবার হয়েছে। সত্ত্যি খুব ভালো লাগছে।

ভালো আছেন তো ?
ভালো থাকুন।

ইতি —-দিপায়ন পাল…।।
[email protected]

ধন্য বাদ দাদা । এবার হয়েছে।
ভালো আছেন তো ?
দিপায়ন পাল
[email protected]

Level 0

vai blogspot or wordpress e create kora page er modhe alada alada post kivabe kore ….?help koren plz….