আপনি দেখতে কোন সেলেব্রিটির মত? চেক করি নিন সেরা ৬ টি সার্ভিসের মাধ্যমে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব দারুণ কিছু ওয়েবসাইট নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আপনি দেখতে কোন সেলেব্রিটির মত? হয়তো ফেসবুকে এমন অনেক অ্যাপ আছে, যেগুলোর মাধ্যমে অনেকেই যাচাই করে, সে দেখতে কোন সেলেব্রিটির মত। ফেসবুকের সেই অ্যাপ গুলো আসলে কাজ করে বিভিন্ন র‍্যান্ডম এলগরিদম এর উপর যা সঠিক রেজাল্ট দিতে পারে না। দেখবেন একেক বার একেক সেলেব্রিটি আসবে। তো আজকে আমি এই বিষয়টিই কিভাবে সঠিক ভাবে যাচাই করবেন এজন্য কিছু ওয়েব-টুল নিয়ে আলোচনা করব।

সঠিক রেজাল্ট পেতে আপনার ক্লিয়ার এবং সঠিক সাইজের ছবি আপলোড করতে হবে ওয়েবসাইট গুলোতে। আপনি দেখতে কোন সেলেব্রিটির মত এটি চেক করতে, আপনার যেকোনো ছবি আপলোড বা লিংকটি পেস্ট করে দিলেই তারা আপনার টুইন খুঁজে দেবে।

চলুন চমৎকার কিছু করে ফেলা যাক। দেখে নিই কোন কোন ওয়েবসাইট আছে লিস্টে।

১. StarByFace

StarByFace একটি অনলাইন সেলেব্রিটি Look Alike জেনারেটর টুল। এটি আপরা চেহারার সাথে কোন তারকার চেহারার মিল আছে সেটা বের করবে। যেকোনো ছবি আপলোড করেই আপনি আপনার টুইন কে খুঁজে বের করতে পারবেন।

StarByFace

অফিশিয়াল ওয়েবসাইট @ StarByFace

আপনি StarByFace এর ওয়েবসাইটে প্রবেশ করলে, ছবি আপলোড করার একটি বক্স পাবেন আপনি চাইলে লিংক ও পেস্ট করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে সঠিক রেজাল্ট পেতে, আপনার চেহারা পরিষ্কার বুঝা যায় এমন ছবি আপলোড করতে হবে।

আপনার ছবিটি আপলোড হয়ে গেলে StarByFace আপনার সকল ফেসিয়াল পয়েন্টের মাধ্যমে ফেস ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পর আপনার চেহারা কোন তারকার সাথে মিলে সেটা নিচে দেখানো হবে সাথে সাথে জানতে পারবেন আপনার চেহারা কত পারসেন্ট মিল। তো দেরি কেন মিল বের করুন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।

২. Bing Visual Search

Bing Visual Search হচ্ছে আরেকটি সেলেব্রিটি ফেস ডিটেক্ট অনলাইন টুল। এখানে গ্রুপ ফটো দিয়েও চেক করতে পারবেন আপনার চেহারা কোন সেলেব্রিটির মত দেখতে।

Bing Visual Search

অফিশিয়াল ওয়েবসাইট @ Bing Visual Search

আপনি যখন Bing Visual Search এর ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে রেজাল্ট পেতে আপনার ছবিটি আপলোড করতে হবে। Bing Visual Search টুলটিতে সরাসরি ওয়েবক্যামে ছবি তুলার সাথে সাথে সেভ ছবিও আপলোড করতে পারবেন অথবা লিংক ও ব্যবহার করতে পারেন।

ছবিটি আপলোড করার সাথে সাথে এই Bing Visual Search ওয়েব-টুল রেজাল্ট দিয়ে দেবে। এটি দেখবে কোন সেলেব্রিটির বিভিন্ন ফেঁসের সাথে আপনার মিল রয়েছে। আপনি আরও নিখুঁত ফলাফল পেতে ফেস ক্রপ করে Visual সার্চও করতে পারেন।

৩. Pictriev

Pictriev একটি চমৎকার সেলেব্রিটি Look Alike জেনারেটর। এখানে আপনি ফেস রিকগনিশন এর মাধ্যমে বের করতে পারবেন আপনার টুইন সেলিব্রেটিকে।

Pictriev

অফিশিয়াল ওয়েবসাইট @ Pictriev

আপনি যদি চেহারা সামনের দিকের ছবি দেন তাহলে দারুণ কাজ করতে পারে এই Pictriev টুলটি। আপনার মনে রাখতে হবে ছবির রেজুলেশন এবং স্বচ্ছতার উপর রেজাল্ট নির্ভর করবে। যত ভাল ছবি দেবেন তত সঠিক রেজাল্ট আসবে। আপনি লিংক অথবা আপলোড দুটি পদ্ধতিই ব্যবহার করতে পারেন। তবে Pictriev টুলটিতে আপনার ছবির সাইজ 200 KB এর বেশি হতে পারবেন না এবং তা JPG হতে হবে।

মজার ব্যাপার হচ্ছে ছবি আপলোড করার পর Pictriev আপনাকে বলবে আপনি দেখতে কত ভাগ পুরুষ এবং কত ভাগ মহিলা, এবং আপনার বয়স কত হতে পারে। নিচে জানতে পারবেন কোন সেলেব্রিটির সাথে মিল আছে আপনার।

৪. Vonvon

Vonvon একটি ফ্রি এবং সিম্পল ওয়েবসাইট, যেখানে আপনি সহজেই জানতে পারবেন কোন সেলেব্রিটির চেহারা আপনার মত দেখতে।

Vonvon

অফিশিয়াল ওয়েবসাইট @ Vonvon

এই Vonvon ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে লোকাল ড্রাইভ থেকে ছবি আপলোড করতে পারেন অথবা টুইটারের প্রোফাইল ফটো ব্যবহার করতে পারেন।

ছবি নির্ধারণের পর Upload বাটনে ক্লিক করুন এবং সঠিক রেজাল্ট জানুন। এটি মাল্টিপল রেজাল্ট দেবে। এখানে আপনি ফেস যাচাই করতে পারবেন এবং ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

৫. Cinestaan

Cinestaan বিশেষ করে বলিউডের তারকাদের সাথে আপনার মিল খুঁজে বের করতে পারবেন। এখানে আপনি ছবি আপলোড করুন এবং চেহারার মিল বের করুন।

Cinestaan

অফিশিয়াল ওয়েবসাইট @ Cinestaan

Cinestaan ওয়েবসাইটে চলে যান সেখানে ছবি আপলোড এর অপশন পাবেন। তবে আপনার ছবির সাইজ 400×420 এর মধ্যে হতে হবে। এর এডভান্স ফেস রিকগনিশন টেকনোলজি সাথে সাথে বের করবে কোন সেলেব্রিটির সাথে আপনার চেহারার মিল রয়েছে। চাইলে ছবি ডাউনলোড করে সেভও করতে পারেন।

৬. MagiQuiz

অন্য ওয়েবসাইট গুলো থেকে MagiQuiz একটু ভিন্ন, এখানে কোন সেলেব্রিটির সাথে আপনার মিল সেটা জনতে ছবি আপলোড করতে হবে না। নির্দিষ্ট কিছু কুইজের উত্তর দিয়ে জানতে পারবেন কোন সেলেব্রিটির পারসোনালিটির সাথে আপনার মিল রয়েছে।

MagiQuiz

অফিশিয়াল ওয়েবসাইট @ MagiQuiz

MagiQuiz ওয়েবসাইটের কুইজ গুলো সাজানো হয়েছে মজার মজার সব প্রশ্ন দিয়ে। এগুলোর উত্তরের মাধ্যমে এই ওয়েবসাইট ধারনা পায় আপনার পারসোনালিটি কার মত। এখানে আপনার উত্তরের উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হয়। MagiQuiz রেজাল্ট আপনি ফেসবুক ও টুইটারেও শেয়ার করতে পারেন।

শেষ কথাঃ

টুল গুলো আসলেই অনেক মজার। যেকোনো ছবি আপলোড করার মাধ্যমেই জেনে নিতে পারবেন ফলাফল এবং শেয়ার করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে ওয়েবসাইট গুলো।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস