Control Illustration – ফ্রিতে ১০৮ টি প্যাটার্ন এর Illustration ডাউনলোড করুন! সাথে কাস্টোমাইজেশনের অপশন!

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে যেকোনো ডিজাইনের জন্য Illustration খোঁজে বের করবেন। চলুন শুরু করা যাক।

কিছু দিন আগে আমি Illustration নিয়ে দুইটি টিউটোরিয়াল দিয়েছিলাম। যার মাধ্যমে নিজেই কিভাবে  Illustration বানাবেন সেটা দেখিয়েছি, চাইলে টিউন দুইটি দেখে নিতে পারেন।

Vector Creator – লাগবেনা কোন ডিজাইন টিম! সম্পূর্ণ বিনামূল্যে এবং কোন রেজিস্ট্রেশন ছাড়াই নিজেই বানিয়ে নিন আপনার কাস্টম ইলেস্ট্রেশন!

ITG Digital – এবার প্রফেশনাল ইলেস্ট্রেশন বানাতে পারবেন আপনিও! কোন ধরনের সফটওয়্যার ইনস্টল দেওয়া ছাড়াই!

আজকে আমি দেখাব কিভাবে  Illustration এর বিভিন্ন প্যাটার্ন ডাউনলোড করবেন এবং প্যাটার্ন গুলো হবে কাস্টমাইজড।

Control কি?

Control একটি অনলাইন টুল যেখানে আপনি কাস্টমাইজড প্যাটার্ন পাবেন। এখানে আপনি ১৮ টি ক্যারেক্টার পাবেন এবং প্রতিটির থাকবে ৩ টি করে আলাদা সিন এবং ২ টি ভিন্ন ভিন্ন স্টাইল। ক্যারেক্টার গুলো প্রায়ই সকল বিষয়ের উপরেই বানানো তাই এগুলো যেকোনো ডিজাইনেই ব্যবহার করতে পারবেন। Control ওয়েবসাইট মূলত daily life, work, transportation, sports এবং leisure এর মত বিষয় গুলোর উপরে Illustration রেখেছে।

এই ওয়েবসাইটের  ১০৮ টি প্যাটার্ন আপনি চাইলেই ডাউনলোড করে ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজ ব্যবহার করতে পারবেন। এখান থেকে প্যাটার্ন গুলো আপনি ফ্রিতে.Png ফরমেটে ডাউনলোড করতে পারবেন  তবে ফুল ভেক্টর গ্রাফিক ফর্মেটের জন্য আপনাকে 38 ডলার পে করতে হবে।

Control Illustration

অফিশিয়াল ওয়েবসাইট @ Control Illustrations

কিভাবে ব্যবহার করবেন Control Illustration

চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন।

ধাপ ১

প্রথমে চলে যান Control Illustrations এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং ভেক্টর গুলো ব্রাউজ করুন।

ধাপ ২

ফ্রি ভার্সনে আপনি.Png ফরমেটে ১০৮ টি Illustration ২ স্টাইলে ডাউনলোড করতে পারবেন। নিচে আপনি প্রিমিয়াম প্যাকেজ গুলো দেখতে পাচ্ছেন। ফ্রিতে ডাউনলোড করতে চাইলে, Download for free তে ক্লিক করুন।

ধাপ ৩

এবার Price এর ঘরে ০ রেখে নিচের সবুজ বাটনে ক্লিক করুন, আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইল এড্রেসে ডাউনলোড লিংক চলে যাবে। লিংকে ক্লিক করলে আবার আগের পেজে ইরে আসবে এবং Download All ক্লিক করে ফুল প্যাকেজটি ডাউনলোড করে নিন।

ধাপ ৪

আপনি ফ্রি ডাউনলোড করলে সেগুলো PnG ফোল্ডারে PNG আকারে সেভ হবে যা আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।


সুবিধা

চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন Control Illustrations এবং এর কিছু সুবিধা।

  • এখানে মোট ১০৮ টি প্যাটার্ন পাবেন
  • ফ্রিতে PNG ফরমেট ডাউনলোড করতে পারবেন চাইলে পেইড ভার্সনে ভেক্টর ফরম্যাটও পাবেন
  • ফ্রিতে Illustration গুলো ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন

শেষ কথাঃ

যারা বিভিন্ন ডিজাইনের জন্য Illustration খুঁজছেন তাদের জন্য আশা করছি এই ওয়েব টুলটি কাজের হবে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েব-ওয়্যারটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

 

 

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস